কম্পিউটার থেকে এ্যান্ড্রোয়েড ফোন কন্ট্রোল করার উপায়
প্রিয় পাঠক, আমরা যারা কম্পিউটার এবং মোবাইল ফোন দুটোই ব্যবহার করি আমাদের অনেক সময় কম্পিউটারের ফাইল মোবাইল ফোনে প্রয়োজন পড়ে। এবং মোবাইল ফোনের ছবি কিংবা যেকোনো তথ্য কম্পিউটারে নিতে প্রয়োজন পড়ে। তো এই ফলে আমরা ইউএসবি ক্যাবলের মাধ্যমে পার করে থাকি ট্রান্সফার করে থাকি। যার ফলে ফাইল ট্রান্সফার হতে সময় লেগে যায় একটু বেশি।
তো কোন চিন্তা নেই আজকে আমরা একটা সফটওয়্যার নিয়ে আলোচনা করব যে সফটওয়্যার এর মাধ্যমে আপনি কম্পিউটার থেকে ফোনে ট্রান্সফার করে নিতে পারবেন তারবিহীন ভাবে। এবং কম্পিউটার থেকে আপনার মোবাইল ফোন কন্ট্রোল করতে পারবেন ও মোবাইল দিয়ে কম্পিউটার কন্ট্রোল করতে পারবেন। চলুন আমরা পুরো প্রক্রিয়া দেখে শিখে নিই।
কম্পিউটার দিয়ে মোবাইল কন্ট্রোল করার সেরা সফটওয়্যার
আমরা যারা কম্পিউটার মোবাইল ফোন দুইটাই ব্যবহার করি আমাদের অনেক সময় ফোনের বিভিন্ন ডকুমেন্টস কম্পিউটারের দরকার পড়ে। এবং কম্পিউটার থেকে যেকোন ডকুমেন্টস কিংবা ছবি আমাদের ফোনে কপি করতে হয় যার ফলে আমরা কেবল দিয়ে কানেক্ট করে ফাইল ট্রান্সফার করে থাকি।এটা অনেকটা ধীরগতির সাথে কাজ করে থাকে ।
অনেক স্লো কাজ করে ফাইল ট্রান্সফার হতে একটু সময় বেশি লাগে । তো এগুলো যেন আমরা ফাস্টলি করতে পারি এবং ফাইল ট্রান্সফার থেকে শুরু করে স্ক্রিন মিরর তারপর পিসি বা কম্পিউটার দিয়ে মোবাইল ফোন কন্ট্রোলিং এগুলো সব কিছু আজকে আমরা আলোচনা করব এবং সবচেয়ে পপুলার একটা সফটওয়্যার এর মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকবো।
তার বিহীনভাবে ওয়ারলেস সিস্টেমে আজকে আমরা ফাইল ট্রান্সফার স্ক্রিন মিরর এবং মোবাইল পিসি কন্ট্রোলিং এইটা দেখব এবং শিখব। আজকে আমরা যে সফটওয়্যারটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে সফটওয়্যারটির নাম হচ্ছে এয়ার ড্রয়েড AirDroid এটি নিয়ে যদি আপনি রিচার্জ করে দেখেন তাহলে এটার রিভিউ ভালো এবং ভালো মানের ফিডব্যাক রয়েছে। এবং জনপ্রিয় একটি সফটওয়্যার।
এয়ার ড্রয়েড সফটওয়্যার এর সুবিধা সমূহ
এয়ার ড্রয়েড সফটওয়্যার এর সুবিধা সমূহ বলে বোঝানো যাবে না। আপনি যদি কোথাও যান কিংবা দূরে থাকেন। ধরুন ওই সময় আপনার ফোন কাছে নেই কিংবা আপনার কম্পিউটার কিংবা পিসি কাছে আছে হয়তোবা ফোন কাছে নেই। ধরুন ওই সময় আপনার ফোনের ডকুমেন্টস প্রয়োজন। সে ক্ষেত্রে আপনি এই সফটওয়্যার এর মাধ্যমে আপনার ফোন অ্যাক্সেস করে।
আপনার ফোনের ডকুমেন্টস ফাইল ছবি নিতে পারেন। আবার আপনার কাছে ফোন আছে কম্পিউটার নেই সে ক্ষেত্রেও কম্পিউটার থেকে কোন কিছু নেওয়ার প্রয়োজন পড়লে। ওই সময় আপনি ফোন দিয়ে আপনার কম্পিউটারকে এক্সেস করে কম্পিউটারের ফাইল যে কোন কিছু ফোনে নিয়ে আসতে পারবেন। আপনি চাইলে এই সফটওয়্যার দিয়ে আপনার প্রিয়জনকেও বোকা বানাতে পারেন।
আরে পড়ুনঃ কিভাবে 4k এবং 8k ভিডিও ডাউনলোড করা যায়
কিভাবে বোকা বানাবেন? আপনি যদি আপনার প্রিয় মানুষের ফোনে এই সফটওয়্যারটি ইন্সটল করে আপনার যে জিমেইল দিয়ে এয়ারড্রয়েড একাউন্ট খোলা আছে। এই gmail দিয়ে যদি আপনি আপনার প্রিয় মানুষের ফোনে লগইন করে দেন। ওই সফটওয়্যারটি ওই অ্যাপসটি তাহলে আপনি আপনার ফোনে আপনার প্রিয় মানুষের ফোনের সকল অ্যাক্সেস পেয়ে যাবেন ।
এবং আপনার প্রিয় মানুষের ফোনে যাবতীয় যা কিছু আছে সব কিছু পেয়ে যাবেন। এগুলো করা ঠিক না তাও আমরা আপনাদের বিষয়টি বুঝালাম। তারপরে এই সফটওয়্যারটা অ্যাপস দিয়ে আপনি স্ক্রিন মিরর করতে পারবেন। এবং মোবাইল দিয়ে আপনার কম্পিউটার কন্টেন করতে পারবেন। কম্পিউটার দিয়ে আপনার মোবাইল কন্ট্রোল করতে পারবেন।
মনে মোবাইল টিপতে পারবেন এবং কম্পিউটার টিপতে পারবেন। এই সফটওয়্যারটি অনেক জনপ্রিয় এবং পপুলার।
কিভাবে পিসিতে এয়ার্ড্রয়েড সফটওয়্যার বা এপ্স ডাউনলোড করব
এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ডাউনলোড করে ইন্সটল করার জন্য প্রথমত আপনাকে গুগলে চলে যেতে হবে। গুগলে গিয়ে সার্চ করবেন Airdroid Smart Controll এটা লিখে সার্চ করার পর অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে।
আরে পড়ুনঃ 4k এবং 8k ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার
আপনি চেষ্টা করবেন অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকার তো আমরা নিচে স্ক্রিনশটের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি কোন ওয়েবসাইটে ঢুকবেন তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ ডাউনলোড করে ইন্সটল প্রসেস সব গুলো দেখে নেই।
স্টেপ ০১ঃ গুগলে সার্চ করুন AirDroid Smart Control লিখে। সার্চ রেজাল্টের প্রথম লিংকেই ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করুন । স্ক্রিনশট ফলো করুন।
স্টেপ ০২ঃ লিংকে ক্লিক করে ঢোকার পর যে ওয়েবসাইটটি চলে আসবে ওয়েবসাইটে ডাউনলোড এ ক্লিক করুন।
স্টেপ ০৩ঃ ডাউনলোডিং করার পর সাথে সাথে আপনার কম্পিউটারের লোকেশন সিলেক্ট করতে হবে। তো আপনি আপনার লোকেশন সিলেক্ট করে সেভ করুন তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে।
কম্পিউটার অথবা ল্যাপটপে আপনি যদি সফটওয়্যার ইনস্টল করার প্রসেস জেনে থাকেন তাহলে। আমরা আর দেখালাম না সফটওয়্যার ইনস্টল প্রসেস কারণ সফটওয়্যার ইনস্টল প্রসেস একদমই সহজ। ছোট বাচ্চারাও করতে পারে তো আমরা শুরু করছি সফটওয়্যার ইনস্টল করার পরবর্তী ধাপগুলো।
কম্পিউটার অথবা ল্যাপটপে এয়ার্ড্রয়েড সফটওয়্যার ইনস্টল প্রসেস
আপনার এয়ার্ড্রয়েড সফটওয়্যারটি ইন্সটল করা হয়ে গেলে এখন আমরা। এয়ার্ড্রয়েডের পরবর্তী সেটআপ প্রক্রিয়া দেখব। তো সেটা করার জন্য প্রথমে আপনাদের জিমেইল লাগবে এবং নতুন একাউন্ট তৈরি করতে হবে। চলুন আমরা স্টেপ বাই স্টেপ একাউন্ট তৈরি করা দেখে নিই।
স্টেপ ০১ঃ সফটওয়্যারটি ইন্সটল করার পর লগইন ইন্টারফেস চলে আসবে। তখন আপনাকে ওখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করে। নতুন ভাবে একাউন্ট তৈরি করতে হবে। স্ক্রিনশটে উল্লেখিত।
স্টেপ ০২ঃ সাইনআপ বাটনে ক্লিক করার পর ওয়েব ব্রাউজারে নিয়ে চলে যাবে। ওয়েব ব্রাউজার ইন্টারফেজে যাওয়ার পর ইমেইল পাসওয়ার্ড এবং নিক নেম দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে সাইন আপ প্রসেস সাকসেস করুন।
স্টেপ ০৩ঃ ইমেইল পাসওয়ার্ড এবং নিক নেম দিয়ে নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার জিমেইলে একটি কোড পাঠানো হবে। ওই কোডটি নিয়ে এসে এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই এন্ড সাইন আপ বাটনে ক্লিক করে সাইন আপ প্রসেস সাকসেসফুল করুন।
স্টেপ ০৪ঃ কোড বসানোর পর ভেরিফাই অ্যান্ড সাইন আপ বাটনে ক্লিক করে ভেরিফাই সম্পন্ন করুন। ভেরিফাই সম্পন্ন হয়ে গেলে আরো একটি পেজে নিয়ে চলে যাবে। ওখানে সাকসেসফুল দেখানো হবে।
এয়ার্ড্রয়েড সাইন আপ সম্পন্ন হয়েছে। এখন আমাদের এয়ার্ড্রয়েড সফটওয়্যারটি ওপেন করে তার দারুন দারুন ফিচারগুলো উপভোগ করতে পারব। তো এখন আমরা দেখব কিভাবে মোবাইল ফোনে এয়ার ড্রপ একাউন্ট করবেন এবং লগইন করবেন।
Notice : কম্পিউটারের যে জিমেইল দিয়ে আপনি এয়ার্ড্রয়েড একাউন্ট তৈরি করেছেন। ওই একই জিমেইল দিয়ে আপনার ফোনে এয়ার্ড্রয়েড অ্যাপস এ লগইন করতে হবে।
এন্ড্রয়েড ফোনে এয়ার্ড্রয়েড একাউন্ট সেটআপ
আপনি যদি ফোন কন্ট্রোল করতে চান এয়ার্ড্রয়েড সফটওয়্যার মাধ্যমে আপনার পিসি থেকে। তাহলে প্রথমে আপনাকে আবারো যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনেও এয়ার্ড্রয়েড অ্যাপস ইনস্টল করে নিতে হবে।
তারপর আপনি কম্পিউটারে যে জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্ট তৈরি করেছিলেন ওই জিমেইল এবং পাসওয়ার্ড দিয়েই আপনার ফোনে লগইন করতে হবে। তাছাড়া হবে না আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন আমরা অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে ইন্সটল করে লগইন করবো দেখে নিই ।
Airdroid অ্যাপস ডাউনলোড লিংক - Download Here
স্টেপ ০১ঃ প্রথমে আপনি আমাদের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন অথবা। প্লে স্টোরে সার্চ করবেন AirdDroid লিখে। তারপর ইন্সটল বাটনে ক্লিক করে ইন্সটল করে নিন।
স্টেপ ০২ঃ ইন্সটল কমপ্লিট হয়ে গেলে কাঙ্খিত AirdDroid অ্যাপসটি ওপেন করুন।
স্টেপ ০৩ঃ ওপেন করার পর সাইন ইন বাটনে ক্লিক করে। সাইন ইন পেজে যাওয়ার পর আপনি আপনার যেই জিমেইল দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে কম্পিউটারে এয়ার্ড্রয়েড একাউন্ট লগইন করেছিলেন। ওই একই জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনার এন্ড্রয়েড ফোনেও লগইন করুন।
স্টেপ ০৪ঃ আপনার ফোনে সাইন ইন হয়ে যাওয়ার পর যেসব পারমিশন চাইবে সব পারমিশন অ্যালাও Allow করে দিবেন । স্ক্রিনশটে দেখুন সবগুলোতে অফ করা আছে আপনি সবগুলো অন করে দিবেন।
এ পর্যন্ত আপনার অ্যান্ড্রয়েড ফোনে এয়ার্ড্রয়েড স্মার্ট কন্ট্রোল অ্যাপস ইনস্টল প্রসেস এবং লগইন প্রসেস সাকসেসফুল হয়েছে। এখন আমরা দেখব যে কম্পিউটার থেকে কিভাবে আমরা ফাইল ফটো এবং যেকোনো তথ্য লেনদেন করতে পারি।
এয়ার্ড্রয়েড সফটওয়্যার দিয়ে ফাইল ও তথ্য ছবি ট্রান্সফার
এয়ার্ড্রয়েড সফটওয়্যার কম্পিউটারে ওপেন করার পর প্রথমে যে অপশনটি আসবে সেটা হচ্ছে ফাইল ট্রান্সফার অপশন। ফাইল ট্রান্সফার অপশন থেকে আপনি মেসেজ টাইপে ছবি ফাইল এবং যেকোনো তথ্য পাঠাতে পারবেন। এবং সেটি একমাত্র আপনার ওই ফোনেই যাবে অন্য কোথাও যাবে না। তবে ওই একই জিমেইল দিয়ে যতগুলো ডিভাইসের লগইন করা থাকবে সব ডিভাইসেই যাবে।
স্টেপ ০১ঃ ফাইল ট্রান্সফার থেকে ছবি টেস্ট অথবা তথ্য আদান প্রদান করার জন্য এই ফাইল ট্রান্সফার অপশনটি কার্যকর।
স্টেপ ০২ঃ
এই স্টেপে আসার পর আপনি দেখবেন ফাইলস নামে একটি অপশন । আপনি যখন পিসি থেকে কিংবা কম্পিউটার থেকে এই সফটওয়্যারটিরতে প্রবেশ করবেন। তখন আপনার ফোনের যতগুলো ফাইল ফোল্ডার রয়েছে সবগুলো আপনি আপনার কম্পিউটার থেকেই দেখতে পারবেন।
এবং সেখান থেকে আপনি কম্পিউটারে কপি করে রাখতে পারবেন। আবার ইচ্ছে করলে সেখানে আপলোড করে রাখতে পারবেন আপলোড করা ফাইলটি আপনার ফোনে চলে যাবে।
স্টেপ ০৩ঃ
এখানে চারটা অপশন রয়েছে তো প্রথম অপশন হচ্ছে Remote Camera আপনি আপনার কম্পিউটার থেকে আপনার ফোনের ক্যামেরাটি দেখতে পারবেন। এবং আপনার ফোনের ক্যামেরা সুইচ করতে পারবেন। তারপর যে অপশন রয়েছে তার নাম হচ্ছে Air Me এই অপশনের কাজ হচ্ছে আপনার কম্পিউটারের টাইপিং করবেন আপনার ফোনে টাইপ হবে ।
তারপর যে অপশন রয়েছে সেটি হচ্ছে স্ক্রিন মিররিং আপনার ফোন আপনি হাতে নিয়ে টিপলে আপনি যা যা দেখবেন সবগুলো আপনি আপনার কম্পিউটারে দেখতে পারবেন। তারপর রয়েছে রিমোট কন্ট্রোল অপশন এইটার মাধ্যমে আপনি আপনার পুরো ফোন এক্সেস করে নিতে পারবেন আপনি আপনার ডেস্কটপ থেকে আপনার ফোন ব্যবহার করতে পারবেন।
তারপর যতগুলো নিচে অপশন রয়েছে সবগুলো আপনি নিজে দেখলে বুঝতে পারবেন। এগুলো খুবই সহজ। তাও আমরা বলে রাখি একটি রয়েছে নোটিফিকেশন বার তারপর মেসেজ বার তার নিচে রয়েছে কন্টাক্ট বার। এবং আপনি চাইলে সেটিং অপশনে গিয়ে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন ।
লেখকের শেষ মন্তব্য
আশা করি আজকের এই আর্টিকেল থেকে আপনি সেরা একটি সফটওয়্যার সম্বন্ধে জানতে পেরেছেন এবং কিভাবে তার বিহীনভাবে কম্পিউটার থেকে এন্ড্রয়েড ফোন কন্ট্রোল করবেন এবং। স্ক্রিন মিররিং কিভাবে করবেন তারপর ফাইল ট্রান্সফার থেকে সবকিছু এই সফটওয়্যার এর মাধ্যমে করা সম্ভব। যদি আজকে আর্টিকেল থেকে আপনি ভালো কিছু শিখে থাকেন।
তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুবান্ধবদের শেখার সুযোগ করে দিবেন তাদের কাছে শেয়ার করে দিবেন। আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত টেকনোলজি এবং যে কোন টিপস এন্ড ট্রিকস বিষয়ক আপডেট প্রকাশ করা হয়। নিয়মিত আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নিতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url