ডোমেইন কি ডোমেইন কত প্রকার ডোমেইন এর কাজ কি?

 প্রিয় পাঠক, আপনি হয়তোবা ডোমেইন কি এবং ডোমেইনের যতগুলো কনসেপ্ট রয়েছে সবগুলো কনসেপ্ট জানতে চান এবং ডোমেন নিয়ে এ টু জেড সবকিছু বুঝতে চান। তো পাঠক কোন চিন্তা নেই আজকে আপনি সঠিক জায়গায় এসেছেন। আজকে আমরা ডোমেইনের এ টু জেড সবকিছু নিয়ে আলোচনা করব এই আর্টিকেলে।
ডোমেইন কি ডোমেইন কত প্রকার ডোমেইন এর কাজ কি?
ডোমেইন হচ্ছে বর্তমানের ইন্টারনেট জগতে পথ খুঁজে পাওয়ার একটি চাবিকাঠি। আপনি যদি অনলাইন প্লাটফর্মে ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই এই ডোমেইনের কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখতে হবে। তো চলুন দেরি না করে আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জেনে নেই।

ডোমেইন কি ও ডোমেইন কাকে বলে সম্পূর্ন বিস্তারিত

সহজ ভাষায় বলতে গেলে ডোমেইন নেম মানে হচ্ছে কি ওয়েবসাইট ইউআরএল বা address ঠিকানা। যদি আরো সহজ ভাবে বুঝানো যায় তার মধ্যে একটি মাধ্যম হচ্ছে ধরুন আপনার নাম রাকিব। এই নামে আপনার এলাকার সবাই আপনাকে চিনে। এই রাকিব নামে আপনাকে যদি কেউ ডাকে তাহলে আপনি সাড়া দিবেন অবশ্যই। তেমনি এরকম একটা ওয়েবসাইটের নাম রয়েছে।

এই নামটাকেই সাধারণত ডোমেইন নাম বলা হয়। ইন্টারনেটের জগতে যতগুলো ওয়েবসাইট রয়েছে যেমন ধরুন ফেসবুক ডট কম (Facebook.com), ইউটিউব ডট কম (YouTube.com), (Daraz.com), (Evaly.com) ইত্যাদি ইত্যাদি। এরকম যতগুলো ওয়েবসাইট রয়েছে সবার একটি করে স্পেসিফিক নাম রয়েছে। ডট কম যুক্ত যতগুলো ওয়েবসাইট।
এবং আরও যতগুলো এক্সটেনশন ওয়ালা ওয়েবসাইট রয়েছে সবগুলোকেই ডোমেইন নাম বলা হয়। facebook.com এটি হচ্ছে একটি ডোমেইন নাম। এখন চলুন আমরা আরো সুন্দর করে বুঝিয়ে বলি ধরুন আপনি একটি ওয়েবসাইট ডিজাইন করেছেন। এখন এই ওয়েবসাইট থেকে আপনি ইন্টারনেটে পাবলিশ করতে চাচ্ছেন অনলাইনে জগতে পাবলিশ করতে যাচ্ছেন। 

যার ফলে আপনাকে একটি ডোমেইন নাম কিনতে হবে। সবাই যেন ওই ডোমেইন দিয়ে সার্চ করলে আপনার ওয়েবসাইটটি পেয়ে যায়। যেমন ধরুন আপনার ওয়েবসাইটের মাধ্যমে রাকিব ডট কম Rakib.com আপনার ওয়েবসাইটের ডোমেন নেম এইটা। আপনি যদি এই ডোমেইন নাম কিনে ওয়েব সার্ভারে পাবলিশ করে থাকেন।
তাহলে এখন এই নাম দিয়ে সার্চ করলে আপনার ওয়েবসাইটটি পেয়ে যাবে সবাই। আরো সোজাভাবে বলতে গেলে ডোমেইন নেম মানে হচ্ছে একটি ওয়েবসাইট এড্রেস ওয়েবসাইটের ঠিকানা। আমরা যদি কারো বাসায় যেতে চাই তার ঠিকানায় যদি না জানি তাহলে কেমন করে তার বাসায় যাব। এরকম সেম বিষয় ওয়েবসাইটের এড্রেস না জানলে।

ডোমেইন নেম না জানলে আমরা সেই ওয়েবসাইটে যেতে পারবো না। এই স্টেপে আপনাদের ডোমেইন কি ওডোমেইন কাকে বলে এ বিষয়টি সম্পূর্ণ বুঝিয়ে দেয়ার চেষ্টা করেছি। আশা করি ডোমেইন সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে। এবার চলুন আমরা নেক্সট স্টেপের আরও কিছু জেনে নেই। ডোমেইন সম্পর্কে যত কিছু রয়েছে সবকিছু আজকের এই আর্টিকেলে আমরা প্রকাশ করেছি।

ডোমেইন এক্সটেনশন কি

আমরা পূর্ববর্তী অংশে জেনেছি যে ডোমেইন কি কাকে বলে, এখন যে বিষয়টি জানবো সেটি হচ্ছে ডোমেইন এক্সটেনশন কি? আমরা যখন যে কোন ব্রাউজারে কোন ওয়েবসাইটের url address লিখে সার্চ করি তখন কিন্তু আমাদের এক্সটেনশন দিতে হয় না হলে সেই ওয়েবসাইটে আমরা প্রবেশ করতে পারবো না।

যেমন ফেসবুকে ঢুকতে হলে আপনাদের লিখতে হবে www.facebook.com এখানে ফেসবুকের পর ডটকম এটাই হচ্ছে এক্সটেনশন। এরকম বিভিন্ন এক্সটেনশন রয়েছে যেমন (.com/.net/.org/.info/.gv.bd/co.uk/) ব্র্যাকেটের মধ্যে যতগুলো এক্সটেনশন নেম দিয়েছি সবগুলো একটি করে ডোমেইন এক্সটেনশন। 
এখানে সহজ ভাষায় বলতে গেলে ফেসবুক ডট কম এর মধ্যে ইউনিক নেম টি হচ্ছে ফেসবুক আর ডটকম .com এটি হচ্ছে এক্সটেনশন। তো একই সাথে ফুল ডোমেইন নেমটি হল Facebook.com। আশাকরি ডোমেইন এক্সটেনশনের বিষয়টুকু আপনার ক্লিয়ার হতে পেরেছেন। আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি সম্পূর্ণটা বুঝিয়ে দিতে। 

এখন যদি আপনাদের কোন জায়গায় কোন কনসেপ্ট ক্লিয়ার হয়ে না থাকে ।কোথাও যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা আপনাদের আরো সুন্দরভাবে বুঝিয়ে দেয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।

ডোমেইন কত প্রকার ও কি কি সম্পূর্ন বিস্তারিত

ডোমেইন নিয়ে আলোচনা করতে গেলে শেষ করা যাবে না। তো আমরা যে কয়টি ডোমেইন নিয়ে আলোচনা করব এই কয়টি হচ্ছে মেইন ডোমেইন। আজকের আর্টিকেলে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ডোমেইন নিয়ে আলোচনা করব। অনেক আর্টিকেলে দেখে থাকবেন যে শুধুমাত্র টপ লেভেল ডোমেইন আর সাব ডোমেইন দিয়েই আলোচনা শেষ করে দেয়। 
টপ লেভেল ডোমেইন এর মধ্যে অনেকগুলো ডোমেইন এর প্রকারভেদ থাকে যা আজকে আমরা আর্টিকেলের মাধ্যমে দেখবো এবং জানবো। প্রথমে আমরা জানবো যে ডোমেইন কত প্রকার প্রধানত এক্সটেনশন এর উপর ভিত্তি করে ডোমেইন কে মূলত চার ভাগে ভাগ করা হয় যেমন।
  • টপ লেভেল ডোমেইন (TLDs)
  • কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন (CCTLD)
  • ফ্রি ডোমেইন
  • সাব ডোমেইন

টপ লেভেল ডোমেইন (TLDs) কি কত প্রকার?

টপ লেভেল ডোমেইন মানে হচ্ছে যেই ডোমেইনের ডিমান্ড অনেক বেশি সেইগুলো ডোমেইনকেই বলা হয় TLDs টপ লেবেল ডোমেইন। টপ লেভেল ডোমেইন গুলো ভালো ওয়েবসাইট থেকে ক্রয় করে নিতে হয় অনেক বুঝে শুনে টপ লেভেল ডোমেইন কিনতে হয়। বিভিন্ন সার্ক ইঞ্জিন যেমন google ইয়াহু এই ডোমেইন গুলোকে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকে। 
টপ লেভেল ডোমেইন গুলোর অনেকগুলো প্রকার রয়েছে সংক্ষেপে কিছু উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিই যেমনঃ .com/ .net/ .org/ .edu/ এই এক্সটেনশন ওয়ালা ডোমেইনকেই বলা হয় টপ লেভেল ডোমেইন।

কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন (CCTLD) কি কত প্রকার?

কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন মানে হচ্ছে যে দেশভিত্তিক যেগুলো এক্সটেনশন ওয়ালা ওয়েবসাইট রয়েছে ডোমেইন রয়েছে সেগুলোকেই বলা হয় কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন। আরো সহজ ভাষায় বুঝিয়ে বলি চলুন ধরুন আপনি একটা USA এর ওয়েবসাইটে প্রবেশ করলেন। তখন দেখবেন যে মেইন ডোমেইনের পর ডট এরপরে সেই দেশের সংক্ষিপ্ত নাম দেওয়া থাকবে।
যেমন, .usa / এরকম যদি ইন্ডিয়া ও হয় তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়ান কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইনের এক্সটেনশনে দেওয়া থাকবে .in / তারপর বাংলাদেশের কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন এক্সটেনশনে দেওয়া থাকবে। .bd এরকম যতগুলো দেশ রয়েছে দেশভিত্তিক যেগুলো ওয়েবসাইট তৈরি করা হয় সেগুলো ওয়েবসাইটের এক্সটেনশনে দেখবেন।

সেই দেশের সংক্ষিপ্ত নাম দেওয়া থাকে সেগুলোকেই বলা হয় কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন (CCTLD)। আশা করি বুঝতে পেরেছেন যদি কোন সমস্যা হয় বুঝতে তাহলে অবশ্যই আমাদের জানাবেন আমরা আরো সুন্দর করে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ।

ফ্রি ডোমেইন কি ও কোনগুলো

ফ্রি ডোমেইন মানে হচ্ছে যে আপনি যখন একটি ব্লগার এ বা একটি ওয়ার্ড প্রেস এ নতুন একাউন্ট তৈরি করবেন সেখান থেকে আপনি যদি ডিফল্টভাবে একটি ওয়েবসাইট ক্রিয়েট করে থাকেন। সেই ব্লগার বা ওয়ার্ডপ্রেস থেকে বিফল ভাবে একটি অ্যাড্রেস আপনাকে দেয়া হবে যেমনঃ blogspot.com/ wordpress.com আপনার মেইন ডোমেনের সাথে এরকম এক্সটেনশন যুক্ত করে দেওয়া থাকবে।
ধরুন আপনার মেইন ডোমেইনের নাম রাকিব Rakib / ফ্রিতে ডোমেইন নেওয়ার পর যেরকম দেখাবে rakib.blogspot.com। ফ্রিতে ডোমেইন নিয়ে ওয়েবসাইট তৈরি করলে সহজে এডসেন্স পাওয়া যায় না। এডসেন্স পেতে ঝামেলা হয়ে থাকে।

তাই আমাদের গাইডলাইন থাকবে আপনারা ফ্রিতে ডোমেইন না ক্রয় করে। কিছু টাকা খরচ করে টপ লেভেল ডমেইল গুলো কিনে আপনারা কাজে লেগে পড়ুন। ইনশাল্লাহ আপনাদের ওয়েবসাইটের র‍্যাংকিং ভালো থাকবে এবং ভিজিটর ভালো পাবেন।

সাব ডোমেইন কি

সাব ডোমেইন বলতে বোঝায় যেমন ধরুন আপনার মেইন ডোমেইন নাম হচ্ছে যে https://www.rakib.com এইটা এই ডোমেইনের সাথে আরও একটি ডোমেইন যুক্ত করা থাকলে ওই ডোমেইনকেই বলা হয় সাব ডোমেইন। যেমন মেইন ডোমেইন ঃ https://rakib.com তারপর সাব ডোমেইনঃ https://www.client.rakib.com । কি বুঝতে সমস্যা হচ্ছে চলুন আরো সহজ করে বুঝিয়ে বলি।
উদাহরণস্বরূপ নিচে দেখুন
https://www.rakib.com / এর সাব ডোমেইন হচ্ছে https://www.client.rakib.com । আশা করি সাব ডোমেইন সম্বন্ধে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।

ডোমেইন কেনার আগে যা জানা দরকার

ডোমেইন কিনার আগে যে বিষয়টি মাথায় রাখা দরকার তার মধ্যে এক নম্বর বিষয়টি হচ্ছে আপনি কোন ধরনের ওয়েবসাইট বানাতে চাচ্ছেন সেটি নিয়ে আগে ভালোভাবে প্ল্যানিং করে নেবেন। এবং বিষয়টি নিয়ে রিসার্চ করবেন ভালোভাবে জানবেন। আপনি যদি কোন ব্যবসা বা ব্যক্তিগত ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে সবসময় চেষ্টা করবেন ডটকম .com ডোমেইন নেওয়ার। 

এই ডোমেইন গুলো পপুলার এবং টপ লেভেল ডোমেইন। এবং আপনার যদি নেটওয়ার্কিং বিজনেস হয়ে থাকে তাহলে .net ডোমেইন নিতে পারেন। আবার যদি আপনার ওয়েবসাইট প্রতিষ্ঠান ভিত্তিক হয়ে থাকে তাহলে .org এক্সটেনশন ওয়ালা ডোমেইন নিতে পারেন। আপনার ডোমেইন নেম যত ছোট তত আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে ভালো হবে । 
এতে সহজে আপনার ওয়েবসাইটের ঠিকানা সবার মনে পড়বে মনে থাকবে। একটি ডোমেইন অনলাইন বিজনেসের জন্য সবচেয়ে বড় অবদান রাখে। চেষ্টা করবেন সবসময় ইউনিক ডোমেইন নেম নেওয়ার কখনো কপি ডোমেইন নাম ব্যবহার করবেন না।

আপনি যেই নাম ব্যবহার করবেন ওইটা যেন অন্য কেউ না ব্যবহার করে এ বিষয়টি খেয়াল রাখবেন। এগুলোই ছিল মূলত ডোমেইন কেনার আগে জানার মূল বিষয়। আশা করি এগুলো বিষয়ে আপনি জানতে পেরেছেন ।

ডোমেইন কিনবো কিভাবে ডোমেইন এর দাম কত

ডোমেইন কিভাবে কিনবেন এবং ডোমেইনের দাম কত এটা সঠিক বলা সম্ভব না তবে হ্যাঁ ডোমেইন কিভাবে কিনবেন এটার নির্দেশনা দেওয়া যাবে সমস্যা নেই। কিন্তু ডোমেইনের দাম বিভিন্ন সময়ে ওঠা নামা করে। ডোমেইন কিনার জন্য বিশ্বস্ত কিছু ওয়েবসাইট রয়েছে। যেমন নেম চিপ ডট কম Namecheap.com এরকম আরো অনেক ওয়েবসাইট রয়েছে।
তবে আমাদের সাজেস্ট থাকবে এই ওয়েবসাইট থেকে ডোমেইন ক্রয় করবেন। আর ডোমেইনের দাম Namecheap.com এই ওয়েবসাইটেই দেখতে পারবেন। বিভিন্ন সময় দাম উঠা নামা করে এ কারণে বলা সম্ভব না। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছেন।

লেখকের শেষ মন্তব্য

একটি ওয়েবসাইট তৈরি করতে হলে অবশ্যই ডোমেইন কি ডোমেইনের সকল বিস্তারিত সম্পর্কে জানতে হবে। তো আমরা এই আর্টিকেলে ডোমেইন নিয়ে যত রকমের কনফিউশন এবং যত কনসেপ্ট ছিল সবকিছু আজকে বুঝিয়ে দিয়েছি এবং সবকিছু ধারণা ক্লিয়ার করেছি। আশা করি আজকের আর্টিকেল থেকে আপনি ডোমেইন সম্বন্ধে সকল কিছু বুঝতে পেরেছেন। 

আপনি যদি এই আর্টিকেল থেকে বিন্দু পরিমান উপকৃত হয়ে থাকেন। আপনি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারাও যেন উপকৃত হতে পারে। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের টিপস শেয়ার করা হয় এবং অনলাইন ইনকাম রিলেটেড ইনফরমেশন দেওয়া হয়। এগুলো ইনফরমেশন পেতে আমাদের ওয়েব সাইটে প্রতিনিয়ত ভিজিট করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নিতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url