কিভাবে উইন্ডোজ ১১ এ একটি পাসওয়ার্ড সেট করবেন
প্রিয় পাঠক, আমাদের কম্পিউটার কিংবা ল্যাপটপে অনেক ধরনের জরুরী ফাইল ডকুমেন্টস বিভিন্ন তথ্য থেকে থাকে সেগুলি হয়ে থাকে আমাদের অনেক পার্সোনাল এবং জরুরী , আমাদের ডিভাইস কেউ যদি অন করে ব্যবহার করা শুরু করে । এবং কোনো কারণে কোনো ফাইল মুছে ফেলে দেয় ।তাহলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হব ।
তো আপনার ডিভাইস কেউ যেন সহজে ব্যবহার করতে না পারে এবং আপনি কিভাবে আপনার ডিভাইসে লক সিস্টেম চালু করবেন সেটিংয়ে আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব । আজকের আর্টিকেলের আলোচ্য বিষয় হচ্ছে যে উইন্ডোজ ১১ তে কিভাবে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন এবং windows 11 পাসওয়ার্ড সেট করার পদ্ধতি।
সূচিপত্রঃ কিভাবে উইন্ডোজ ১১ এ একটি পাসওয়ার্ড সেট করবেন
rhrtech
উইন্ডোজ ১১ এ পাসওয়ার্ড সেট করার সহজ পদ্ধতি ২০২৪
আজকের আর্টিকেলের আলোচ্য বিষয় হচ্ছে, আপনি কিভাবে আপনার ডেস্কটপ কিংবা ল্যাপটপে, সেই ডিভাইসের যদি উইন্ডোজ ১১ সেটআপ করা থাকে, উইন্ডোজ ১১ ইন্সটল করা থাকে তাহলে আপনি কিভাবে একটি স্ট্রং পাসওয়ার্ড সেটাপ করবেন সহজ পদ্ধতিতে সব কিছু দেখিয়ে দেব । তো আমরা অনেকেই সহজ উপায়টা জানি যে ।
লোকাল অ্যাকাউন্টে তার মানে আপনার যদি ডিভাইসে সেটি ল্যাপটপে কিংবা ডেস্কটপ হোক সেখানে যদি মাইক্রোসফট একাউন্ট না থেকে থাকে। তাহলে আপনি মাইক্রোসফট একাউন্টটি খুলে নিবেন । আমরা আজকের আর্টিকেলে মাইক্রোসফট একাউন্ট থাকা উইন্ডোজ এ একটি স্ট্রং পাসওয়ার্ড সেটাপ করা দেখাবো ।
আপনি যদি মাইক্রোসফট একাউন্ট থাকা উইন্ডোজের পিন সেটআপ করতে পারেন তাহলে লোকাল অ্যাকাউন্টে আপনি আরও সহজে নিজে নিজেই লোকাল একাউন্টে আপনি পিন সেটআপ করতে পারবেন কোন সমস্যা হবে না । তো চলুন আজকে আমরা দেখে নেয় কিভাবে মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকা উইন্ডোজে কিভাবে পিন সেটআপ করব সহজেই । পরবর্তী স্টেপে দেখানো হলো ।
কিভাবে উইন্ডোজ ১১ এ একটি পাসওয়ার্ড সেট করবেন
উইন্ডোজ ১১ তে একটি পাসওয়ার্ড সেট আপ করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে । কম্পিউটার বা ল্যাপটপ থেকে স্টার্ট মেনুতে চলে যাব । স্টার্ট মেনুতে যাওয়ার পর সেটিংস এ চলে যাব । সেটিংসে গিয়ে বাম সাইডে একাউন্ট নামে একটা অপশন আছে ওইটাতে ক্লিক করব । ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে ।
নিচে এসে দুই নম্বরে Sign-in-Option এইটাতে ক্লিক করব । তারপর আরেকটি অপশন আসবে ওখানে গিয়ে ৫ নাম্বারে পাসওয়ার্ড এটাতে ক্লিক করব । তোর বোন কল বেদিস করে জেডের বেটি লাইনে না থাকলে দে ধরিনিতারপর একটা অপশন আসবে ওখানে লেখা থাকবে চেঞ্জ Change এ ক্লিক করব । তারপর মাইক্রোসফ্ট থেকে একটা অপশন আসবে ।
ওইখানে লেখা থাকবে কারেন্ট পিন এবং ক্রিয়েট এ নিউ পিন তার মানে নতুন পাসওয়ার্ড তৈরি করুন । আপনি যদি আগে কোন পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন কিংবা আপনার কম্পিউটার লক করা থাকে আগে থেকে তাহলে আগে যেই পাসওয়ার্ডটি ব্যবহার করতেন । ওই পাসওয়ার্ডটি ওখানে দিবেন । দেওয়ার পর আপনি নতুন পাসওয়ার্ড এর জায়গায় নতুন একটি পাসওয়ার্ড দিবেন ।
তো কিভাবে একটি শক্তিশালী পাসওয়ার্ড দিবেন নিচে দেখানো হলো । তারপর আমরা স্ক্রিনশট এর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি আপনার ডিভাইসে পাসওয়ার্ড চেঞ্জ করবেন আরো সহজ উপায় আমরা স্ক্রিনশট তুলে ধরব এই আর্টিকেলে । তো চলুন আমরা আগে দেখে নেই কিভাবে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা যায় উইন্ডোজ ১১ তে পাসওয়ার্ড তৈরি করার জন্য ।
কিভাবে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করবেন
আমরা যখন কোন পাসওয়ার্ড তৈরি করি তখন আমরা সহজে সহজ পাসওয়ার্ড তৈরি করি । আর সহজ পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে আমাদের ডিভাইস হ্যাক হওয়ার সম্ভাবনা থেকে যায় বেশি । তাই আজকে আমরা এই আর্টিকেল এর মাধ্যমে ক্লিয়ার করব যে একটি স্ট্রং পাসওয়ার্ড কিভাবে তৈরি করবেন । এবং স্ট্রং পাসওয়ার্ড তৈরি করলে যেটা হবে ।
আপনার ডিভাইস কখনো কেউ হ্যাক করতে পারবে না কারণ স্ট্রং পাসওয়ার্ড হ্যাক করা খুবই ডিফিকাল্ট খুবই কঠিন । তাই আপনারা সব সময় চেষ্টা করবেন স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করার জন্য । কখনো আপনারা নরমাল পাসওয়ার্ড ব্যবহার করবেন না । আপনি যদি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে চান। তাহলে প্রথমে আপনাকে কিছু ক্যারেক্টার ব্যবহার করতে হবে ।
যেমন : @,# এই জাতীয় ক্যারেক্টার সিম্বল ব্যবহার করতে হবে । তারপর কিছু সংখ্যা ব্যবহার করতে হবে এক থেকে শুরু করে ১০ এর মধ্যে যতগুলো সংখ্যা পাবেন সেখান থেকে আপনি ইচ্ছা মতো সংখ্যা ব্যবহার করবেন । এভাবে মিলিয়ে মিশিয়ে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন । তাহলে কখনো হ্যাকাররা আপনার পাসওয়ার্ড এর হাদিস পাবেনা ।
যার ফলে আপনার ডিভাইস হ্যাক করার কোন ভয় কোন টেনশন কোন চিন্তা নেই আশা করি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করার বিষয়টি বুঝতে পেরেছেন । এখন আমরা প্রাক্টিক্যালি দেখবো যে কিভাবে আমরা পাসওয়ার্ড সেট আপ করতে পারি স্ক্রিনশটের মাধ্যমে আমরা তা প্র্যাকটিক্যালি দেখব চলুন শুরু করা যাক ।
১ নাম্বার স্টেপঃ স্ক্রিনশটে দেখানো নিয়মে আপনি আপনার ডিভাইসের স্টার্ট মেনুতে চলে যান। তারপর সেটিংস অপশনটি বেছে নিন ।
২ নাম্বার স্টেপঃ সেটিং অপশনে যাওয়ার পর লাল মার্ক করা দেখুন একাউন্ট Accounts অপশন এ ক্লিক করুন ।
৩ নাম্বার স্টেপঃ অ্যাকাউন্টস অপশন থেকে (Sign-in-Option) সাইন ইন অপশনে ক্লিক করুন ।
৪ নাম্বার স্টেপঃ Sign-in-Option থেকে পাসওয়ার্ড অপশনটি বেছে নিন এবং পাসওয়ার্ড এ ক্লিক করুন।
৫ নাম্বার স্টেপঃ পাসওয়ার্ড এ ক্লিক করার পর তার একটু নিচে একটা অপশন আসবে সেই অপশনটির নাম চেঞ্জ Change এখানে ক্লিক করুন ।
৬ নাম্বার স্টেপঃ তারপর আপনার পাসওয়ার্ড চেঞ্জ এর ফরম আপনার সামনে চলে আসবে । ওখানে আপনাকে কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে তার মানে আপনি এর আগে যদি কোন পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন তাহলে ওই পাসওয়ার্ডটি দিবেন ।
আর যদি আপনার পাসওয়ার্ডটি মনে না থাকে তাহলে নিউ পাসওয়ার্ড এর নিচে দেখুন Forgot my current password ফোরগোট মাই কারেন্ট পাসওয়ার্ড । ফরগট পাসওয়ার্ড কিভাবে করবেন এই স্টেপের পর আমরা দেখিয়ে দেব । তো আপনি কারেন্ট পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড দিয়ে নেক্সট এ ক্লিক করে দেবেন । তাহলে পরবর্তী অপশন আসবে ।
৭ নাম্বার স্টেপঃ অবশেষে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করা হয়ে গিয়েছে এবং আপনার উইন্ডোজ ১১ তে পাসওয়ার্ড সেট করা সাকসেসফুল ।
তো এখন আমরা দেখব যে আমরা যদি কারেন্ট পাসওয়ার্ড ভুলে যায় । তাহলে সেটি কিভাবে পুনরায় ফিরিয়ে আনবো বা ফরগট করব । তো চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা কারেন্ট পাসওয়ার্ড ফরগোট করব ।
কিভাবে উইন্ডোজ ১১ এ কারেন্ট পাসওয়ার্ড ফরগোট করব
পাসওয়ার্ড পুনরায় ফিরিয়ে আনার জন্য ফরগট করার জন্য আমাদের ফরগট মাই কারেন্ট পাসওয়ার্ড এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর স্টেপ বাই স্টেপ আমাদের কাজ করতে হবে ।তো কিভাবে আমরা সেই কাজগুলো করব সম্পূর্ণ আমি স্ক্রিনশট এর মাধ্যমে আপনাদের সুবিধার্থে বুঝিয়ে দিয়েছি । নিচে স্ক্রিনশট এর মাধ্যমে ফরওয়ার্ড কারেন্ট পাসওয়ার্ড এর সিস্টেম দেখানো হলো।
Forgot Current Password Step - 01 :
Forgot Current Password Step - 02 : তারপর আপনার কাঙ্খিত ইমেইল শো করবে ওখানে আপনাকে ইমেইল কোড পাঠাতে হবে । কোড পাঠানোর জন্য Get code এই ক্লিক করতে হবে । আপনার মেইলে একটি কোড চলে যাবে ।
Forgot Current Password Step - 03 : তারপর আপনাকে আপনার ইমেইলে আশা কোড টি এখানে বসিয়ে দিতে হবে দেওয়ার পর নেক্সটে ক্লিক করতে হবে । তাহলে আপনার পাসওয়ার্ড ফরগট ওকে ।তারপর আপনি পুনরায় আপনার পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন ।
Forgot Current Password Step - 04 : অবশেষে আপনাকে একই পাসওয়ার্ড দুই বার দুই ফ্রম এ বসিয়ে নেক্সট এ ক্লিক করে দিতে হবে তাহলে আপনার পাসওয়ার্ড ফরগট করা ওকে ।
আশা করি পাসওয়ার্ড কিভাবে ফরগট করবেন বিষয়টি সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন ।আপনার যদি এ বিষয়ে আরো কোন কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন । টেকনোলজি বিষয়ে যদি কোন প্রশ্ন থেকে থাকে তথ্য প্রযুক্তি বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে । কিংবা যেকোনো কিছু জানার প্রয়োজন পড়লে ।
আরো পড়ুনঃ উইন্ডোজ ১০ থেকে উইন্ডোজ ১১ করার নিয়ম
আমাদের কমেন্ট করে জানাবেন আমরা সেই সম্বন্ধে আপনাদের জানিয়ে দেবো । এবং আমরা সবসময় বাটনদের সবথেকে সেরা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করে এবং সে কনটেন্ট থেকে যেন আমাদের পাঠকরা ভালো কিছু শিখতে পারে সেগুলো বিষয়ে আমরা আর্টিকেলের মাধ্যমে শেয়ার করে থাকি ।
কিভাবে উইন্ডোজ 11 এ হ্যালো পিন সেট আপ করবেন
আমরা দেখলাম এর আগে যে কিভাবে আমরা উইন্ডোজ ১১ তে একটি পাসওয়ার্ড সেট করব ।আপনার ডিভাইসে যখন আপনি হ্যালো পিন সেটআপ করবেন । তাহলে তখন আপনার ডিভাইসক আরো সুরক্ষিত হয়ে গেল । হ্যালো পিন দুইটি লক সিস্টেম রয়েছে এক নাম্বার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এবং দুই নাম্বার হচ্ছে ফেস পিন ।
আপনি চাইলে ল্যাপটপ অ্যাপল টাচপ্যাডে টাচ করলে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনার ডিভাইস আনলক হয়ে যাবে । তা বাদে আপনি ডেক্সটপে কখনো এগুলো এড করতে পারবেন না এগুলো লক ব্যবহার করতে পারবেন না ।
তার কারণ হচ্ছে এগুলো লক ব্যবহার করার আপনার কোন সিস্টেম নাই আপনার ডিভাইসে । শুধুমাত্র পিন ব্যবহার করতে পারবেন যেটি ব্যবহার করার জন্য আপনার কিবোর্ড রয়েছে । আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন । তো চলুন আমরা হ্যালো পিনের মাধ্যমে কিভাবে একটি সিম্পল পাসওয়ার্ড ক্রিয়েট করব দেখে নিন ।
Hello Pin setup step -01 : আগের মত প্রথমে আপনাকে অ্যাকাউন্ট থেকে তিন নাম্বার পিন windows হ্যালো Pin (Windows Hello) এইটাতে ক্লিক করতে হবে । ক্লিক করার পর সেটাপে ক্লিক করতে হবে।
Hello Pin setup step -02 : তারপর একটা অপশন আসবে ওখানে আপনাকে নেক্সট করতে হবে ।
Hello Pin setup step -03 : তারপর আপনি এর আগে আপনার ডিভাইসের যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন । ওই পাসওয়ার্ড এখানে দিতে হবে দেওয়ার পর আপনাকে সাইন ইন করে নিতে হবে ।সাইন ইন না করলে আপনি হ্যালো পিন সেটাপ করতে পারবেন না ।
Hello Pin setup step -04 : পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করার পর কাঙ্খিত পিন সেটআপ করার পেজ আপনার সামনে চলে আসবে ওখানে আপনাকে নিউ পিন এবং কনফার্ম নিউ পিন দিয়ে ওকে বাটনে ক্লিক করতে হবে তখন আপনার ডিভাইসে হ্যালো পিন ।
সেটা সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ সবকিছু বুঝতে পেরেছেন । আর যদি কোন কিছুতে বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন । আমরা আপনাদের আরো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
লেখকের শেষ মন্তব্য
প্রিয় পাঠক, আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আপনি উইন্ডোজ ১১ তে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন এবং সেটাপ করবেন । তারপর অতিরিক্ত আরও কয়েকটি বিষয় জানিয়েছি সেটি হচ্ছে হ্যালো পিন কিভাবে সেটআপ করবেন । এবং পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে ফরগট পাসওয়ার্ড করবেন ।
সবকিছু আজকে আর্টিকেলে আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি । আপনি যদি আর্টিকেল পড়ে উপকৃত হতে পারেন তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারাও এগুলো বিষয়ে জানতে পারে ।
এবং তারাও এগুলো থেকে উপকৃত হতে পারে । আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ । এবং আরো নতুন নতুন আপডেট তথ্য পেতে আমাদের ওয়েবসাইট প্রতিনিয়ত ভিজিট করবেন ।
এই ওয়েবসাইটের নিতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url