সহজে পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ ১১ দেওয়ার নিয়ম ২০২৪-২০২৫
প্রিয় পাঠক, আপনি হয়তোবা অনেক খোঁজাখুঁজি করতেছেন যে পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ ১১ দেওয়ার নিয়ম । এবং পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ খুবই সহজে কিভাবে দিতে পারবেন , তারপর রয়েছে উইন্ডোজ ১০ থেকে উইন্ডোজ ১১ করার নিয়ম । তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য খুবই উপকারী । অনেকেই পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ ১১ দেওয়ার নিয়ম পুরোপুরি টা দেখায় না।
আপনি যদি খুবই সহজে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে উইন্ডোজ ১১ পুরোপুরি ভাবে সেটআপ করতে চান ? তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য অনেক মূল্যবান আমরা পাঠকদের সবসময় চেষ্টা করি আর্টিকেল পরেই যেন তারা ভালো কিছু শিখতে পারে । তো চলুন আজকের আর্টিকেলটি শুরু করা যাক ।
সূচিপত্রঃ সহজে পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ ১১ দেওয়ার নিয়ম ২০২৪-২০২৫
rhrtech
উইন্ডোজ ১১ হচ্ছে, উইন্ডোজ ১০ এর থেকে আরো বেশি উন্নত এবং উইন্ডোজ ১১ তে রয়েছে দারুন ফিচার । যা উইন্ডোজ ১০ এ ছিল না । আপনি যদি উইন্ডোজ ১১ ডাউনলোড করতে চান এবং উইন্ডোজ ১১ এর ফিচার উপভোগ করতে চান আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপে । তাহলে অবশ্যই আপনাকে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে ।
সংক্ষেপে বলা যেতে পারে এন্ড্রয়েড ফোনে যেগুলো অ্যাপস ব্যবহার করা যায় উইন্ডোজ ১১ windows 11 তেও Android Apps ব্যবহার করতে পারবেন । উইন্ডোজ এ অ্যাপ চালানোর জন্য আগে এ্যান্ড্রোয়েড ইমুলেটর ব্যবহার করতে হয়তো । কিন্তু উইন্ডোজ ১১ তে আর এ্যান্ড্রোয়েড এমুলেটর ব্যবহার করতে হবে না । এটি উইন্ডোজ ১১ এর ফিচার এর অংশ হয়ে গেছে ।
যেটা আপনি খুবই সহজে ব্যবহার করতে পারবেন। কোন প্রকার ঝামেলা ছাড়াই । এবং আরো একটি ভালো দিক পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ ১১ দেওয়ার নিয়ম - চলুন শুরু করা যাক আজকের আর্টিকেলটি আপনি কিভাবে উইন্ডোজ ১১ আপনার ডেস্কটপ কিংবা ল্যাপটপে সেটআপ করবেন এবং এটির ব্যবহার কিভাবে করবেন সবকিছু বুঝিয়ে দেওয়া হলো ।
উইন্ডোজ ১১ iso (আই এস ও) ফাইল ডাউনলোড করার উপায়
উইন্ডোজ ১১ iso (আই এস ও) ফাইল প্রথমে আপনাকে ডাউনলোড করে নিতে হবে । উইন্ডোজ ১১ iso (আই এস ও) ফাইল ডাউনলোড করার উপায় তার জন্য আপনাকে ব্রাউজ করতে হবে গুগলে সার্চ দিতে হবে, উইন্ডোজ ১১ iso (আই এস ও) ফাইল ডাউনলোড ,তাহলে গুগল আপনাকে অনেকগুলো ওয়েবসাইট দেখাবে । বিভিন্ন প্লাটফর্ম দেখাবে তবে মাইক্রোসফট হচ্ছে ।
উইন্ডোজ এর অফিসিয়াল ওয়েবসাইট ।
যেখান থেকে ডাউনলোড করলে কোন ভাইরাসে এট্রাক্ট করতে পারবেনা । মাইক্রোসফট এখন অফিসিয়াল ভাবে (iso) আইএসও ফাইল প্রোভাইড (Provide) করে দিয়েছে যেন প্রত্যেক ইউজাররা কোন (Third party) থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ভাইরাসযুক্ত ফাইল ডাউনলোড না করে । আমরা আপনাকে এই আর্টিকেলে পুরো প্রসেস শিখিয়ে দেব ।
আরো পড়ুনঃ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কিনা
আপনার যদি দ্রুত উইন্ডোজ ১১ (Windows 11) ইনস্টলেশনের প্রয়োজন পড়ে ? আপনার সময় যেন নষ্ট না হয় এইটা চিন্তা করে আমরা অফিসিয়াল মাইক্রোসফট এর উইন্ডোজ ইলেভেনের (Windows 11) ডাউনলোড লিংক প্রোভাইড করলাম। তারপর পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ ১১ দেওয়ার নিয়ম Follow করতে হবে ।
১ ক্লিকে ডাউনলোড করুন Windows 11 iso File Download Link:
Official Microsoft Windows 11: Download Here
File Size : 5.4 GB
আপনাদের সময় যদি কম থেকে থাকে তাহলে আপনি এই শর্টকাট নিয়মে ডাউনলোড করে নিতে পারেন আইএসও ফাইল উইন্ডোজ ১১ , এবং পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ ১১ দেওয়ার নিয়ম আর্টিকেলে প্রকাশিত করা হয়েছে । আর যদি আপনার কোন সন্দেহ থেকে থাকে, যে আদৌ কি এটা ভাইরাসমুক্ত ফাইল ? তাহলে আপনি আমাদের দেখানো নিয়ম অনুসারে ।
একই microsoft এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এইভাবে আইএসও ফাইল ডাউনলোড করে নিতে পারেন । আমরা পাঠকদের কথা চিন্তা করে সব সময় ভালো দিকটা শেয়ার করে থাকি যেন তাদের ক্ষতি না হয় ।তাই চলুন আমরা পুরো প্রসেস টা দেখে কাজ করি । আমি পয়েন্ট আকারে যুক্ত করে দিচ্ছি যে কোনটা এক নম্বরে করতে হবে এবং কোনটা দুই নাম্বারে করতে হবে সব লিস্ট আকারে দেখিয়ে দেওয়া হলো ।
১ নাম্বার স্টেপ : প্রথমে আপনাকে গুগলে লিখে সার্চ করতে হবে windows 11 iso download এইটা লিখে। তাহলে আপনাকে গুগল অনেকগুলো ওয়েবসাইট দেখাবে সেখান থেকে আপনাকে মাইক্রোসফটের অফিশিয়াল ওয়েবসাইটটি সিলেক্ট করে নিতে হবে তারপর সে ওয়েবসাইটে ঢুকতে হবে ঢোকার পর যা যা করতে হবে সব প্রসেস স্ক্রিনশট এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হলো ।
২ নাম্বার স্টেপ : দুই নাম্বার স্টেপে এসে সবার নিচে Download Windows 11 Disk Image (ISO) for x64 devices এইটাতে সিলেক্ট ডাউনলোড এ ক্লিক করতে হবে স্ক্রিনশট দিয়ে যেভাবে দেখানো হয়েছে সেভাবে আপনি কাজ করবেন - তাহলে - ইনশাল্লাহ - হয়ে - যাবে ।
Download Now এ ক্লিক করার পর একটা অপশন আসবে ওইখানে Chose One এ ক্লিক করতে হবে তারপর ভাষা সিলেক্ট করতে হবে English(United states) স্ক্রিনশটে দেখানোর নিয়ম অনুসারে পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ ১১ দেওয়ার নিয়ম ও সম্পুর্ন দেখিয়ে দেওয়া হয়েছে ।
তারপর কনফার্ম Confirm এ ক্লিক করতে হবে করার পর স্ক্রিনশট দেখুন প্রাকটিক্যালি কোন ভাষা সিলেক্ট করতে হয় ।
তারপর কনফার্ম এ ক্লিক করার পর ডাউনলোড অপশন আসবে তখন ডাউনলোডে ক্লিক করতে হবে তাহলে আমাদের কাঙ্খিত উইন্ডোজ ১১ (windows 11) iso আই এস ও ফাইল ডাউনলোড শুরু হয়ে যাবে প্রাক্টিক্যালি স্ক্রিনশটে দেখানো হলো ।
এই ছিল উইন্ডোজ ১১ (Windows 11) আইএসও ফাইল ডাউনলোড করার পুরো প্রসেস । ইনশাআল্লাহ এই প্রসেসে ডাউনলোড করলে আপনি ভাইরাস মুক্ত ফাইল ডাউনলোড করতে পারবেন । পরের অংশে থাকছে পেনড্রাইভ বুটেবল করার নিয়ম উইন্ডোজ ১১ ও পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ ১১ দেওয়ার নিয়ম ।
পেনড্রাইভ বুটেবল করার নিয়ম উইন্ডোজ ১১ (Windows 11)
পেনড্রাইভ বুটেবল করার নিয়ম উইন্ডোজ ১১ (Windows 11) এটি করার জন্য প্রথমে আপনাকে আপনার কাঙ্খিত ডিভাইস ল্যাপটপ অথবা ডেস্কটপে পেনড্রাইভ টি ইনসার্ট (Insert) করতে হবে । তারপর একটি সফটওয়্যার আছে , যে সফটওয়্যার (Software) এর মাধ্যমে উইন্ডোজ (Windows) বুটেবল (Bootable) করা যায় সেটির জন্য প্রথমে আপনাকে ওই সফটওয়্যারটি ডাউনলোড করে।
আপনার ডিভাইসে ইন্সটল করে নিতে হবে । পেনড্রাইভ বুটেবল করার জন্য অনেক থার্ড পার্টি সফটওয়্যার পাওয়া যায় । সেই সফটওয়্যার গুলোর মধ্যে আমরা সেরা একটি সফটওয়্যার ব্যবহার করব সেটির নাম হচ্ছে RUFUS । এই সফটওয়্যার দিয়ে আপনি উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮, উইন্ডোজ টেন, এবং উইন্ডোজ ১১ সবগুলো উইন্ডোজ ।
আপনি এই সফটওয়্যার এর মাধ্যমে পেনড্রাইভে বুটেবল করে নিতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়াই । তাহলে চলুন আমরা প্র্যাকটিক্যালি স্ক্রিনশট এর মাধ্যমে দেখে নেই যে কিভাবে উইন্ডোজ ১১ বুটেবল করা যায়। স্টেপ বাই স্টেপ লিস্ট আকারে (Windows 11) বুটেবল (Bootable)করার সহজ নিয়ম এবং পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ ১১ দেওয়ার নিয়ম দেখানো হলো:
প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গুগলে আপনাকে সার্চ দিতে হবে Rufus Download স্ক্রিনশট দিয়ে দেখানো হলো :
দ্বিতীয়তঃ তারপর আপনাকে Rufus এর সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তারপর স্ক্রলিং করে নিচে চলে আসবেন আসার পর দেখতে পাবেন চারটি টাইপ অফ লিস্ট ডাউনলোডের তো কোনটি ডাউনলোড করবেন স্ক্রিনশটে দেখানো হলো :
তারপর Rufus ডাউনলোড করা ফাইলটি ওপেন করতে হবে কিভাবে ওপেন করবেন কিভাবে সেট আপ করবেন সবকিছু স্ক্রিনশটে দেখিয়ে দেওয়া হলো : সর্বশেষে দেখানো হবে - পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ ১১ দেওয়ার নিয়ম
তৃতীয়তঃ আপনাকে আপনার কাঙ্খিত পেনড্রাইভটি আপনার ডিভাইসে সেটি ল্যাপটপ কিংবা ডেস্কটপ হোক সেটাতে Insert ইনসার্ট করতে হবে স্ক্রিনশটে দেখানোর নিয়ম অনুসারে
সফটওয়্যারটি ওপেন করার পর Boot Selection করতে হবে তারপর সিলেক্ট করতে হবে Disk or iso image (Please select)
তারপর আইএসও ফাইল টি সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পর ওই সফটওয়্যারে ফাইলটি ইনসার্ট হয়ে যাবে তারপর Partition Scheme দিতে হবে GPT সিলেক্ট করতে হবে তারপর যেভাবে করবেন তা স্ক্রিনশটে দেখানো হল :
তারপর Start স্টার্টে ক্লিক করার পর একটি Popup পপ অফ রিকোয়ারমেন্টস অপশন আসবে সেখানে ওকে করে দিতে হবে তা স্ক্রিনশট দেখানো হলোঃ
তখন আপনার ইনসার্ট করা পেনড্রাইভে উইন্ডোজ এলিভেনের ISO ফাইল কপি হয়ে পেনড্রাইভ বুটেবল হওয়া শুরু হবে
অবশেষে কাঙ্খিত পেনড্রাইভ টি বুটেবল কমপ্লিট হয়ে গেল তারপর পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ ১১ দেওয়ার নিয়ম এবার আপনার কাজ (Windows 11) উইন্ডোজ ১১ ইনস্টলেশন করা পরবর্তী স্টেপে আপনাদের দেখাবো কিভাবে (Windows 11) উইন্ডোজ ১১ ইন্সটল করবেন আপনার ডেক্সটপ অথবা ল্যাপটপে ।
পিসি কিংবা ল্যাপটপে উইন্ডোজ ১১ সেটআপ দেয়ার নিয়ম
Microsoft ২০২১ সালে ২৪ শে জুন windows 11 লঞ্চ করে । উইন্ডোজ ১১ দিন দিন খুবই জনপ্রিয় হয়ে উঠছে কারণ উইন্ডোজ ১০ এর থেকে উইন্ডোজ ১১ আরো বেশি উন্নত এবং খুবই ফাস্ট । windows 11 এর ফিচার খুবই সুন্দর এবং অনেক জনপ্রিয় । উইন্ডোজ ১১ আপনি যদি উইন্ডোজ ১০ ব্যবহার করে থাকেন তাহলে Settings সেটিং অপশনে গিয়ে ।
Upgrade আপগ্রেড করে উইন্ডোজ ১১ তে কনভার্ট করতে পারবেন আর আপনি যদি চান যে আপনি নতুন ভাবে বুটেবল করা পেনড্রাইভ দিয়ে নতুন করে উইন্ডোজ ১১ ইন্সটল করবেন পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ ১১ দেওয়ার নিয়ম সেটিও দেখিয়ে দেওয়া হয়েছে । উপরের আর্টিকেলে কিভাবে পেনড্রাইভ বুটেবল করবেন সব এ টু জেড দেখানো হয়েছে ।
আরো পড়ুনঃ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো
অনেকেই বলে থাকেন যে , উইন্ডোজ ১১ সব ডেস্কটপ কিংবা ল্যাপটপে হবে না আসলে এটি ভুল কথা কেউ আবার বলেন যে টিপিএম চিপ TPM Chip লাগবে । উইন্ডোজ ১১ আপনার পিসিতে কিংবা ল্যাপটপে ইন্সটল করতে কি কি রিকোয়ারমেন্টস লাগবে সব নিচে একটি ইমেজের মধ্যে দেখানো হলো এখানে আপনার পিছে কিংবা ল্যাপটপে কোন প্রকার TPM Chip লাগবেনা ।
যেগুলো আপনার খুবই দরকার সেগুলো ইমেজের মাধ্যমে দেখানো হলো সেগুলো যদি থেকে থাকে তাহলে উইন্ডোজ ১১ আপনার পিসি কিংবা ডেস্কটপে কোন প্রকার ঝামেলা ছাড়াই ইন্সটল করতে পারবেন তবে চলুন দেখা যাক উইন্ডোজ ১১ ইন্সটল করতে কি কি প্রয়োজন আমাদের ডিভাইসে । So Lets Started :
সবার নিচে টিপিএম 2.0 থাকতে হবে এটি বলা হয়েছে আসলে এটি না থাকলেও হবে । প্র্যাকটিক্যালি আপনি যখন উইন্ডোজ ১১ ইনস্টল করতে যাবেন তখন আপনি দেখে নিতে পারেন যে , আমার ডেস্কটপ কিংবা ল্যাপটপের টিপিএম চিপ আছে কি নাই ? সেটি চেক করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে তা হলো -
আরো পড়ুনঃ মোবাইল দিয়ে কি কি কাজ করা যায়
আপনাকে কম্পিউটারের কিবোর্ডের Windows+R ক্লিক করতে হবে তারপর Run রান অপশন আসবে ওইখানে লিখতে হবে যে tpm.msc চলুন আমরা প্র্যাকটিক্যালি স্ক্রিনশটে দেখে নিই আমি আপনাদের যে স্ক্রিনশটটি শেয়ার করব সেটিতে টিপিএম চিপ লাগানো নেই চলুন দেখা যাক ।
যদি এরকমটা দেখায় তাহলে ভাববেন যে আপনার ডিভাইসে টিপিএম চিপ লাগানো নেই কোন প্রকার কনফিউশন নেই কোনো প্রকার টেনশন করার দরকার নেই । এখন মাইক্রোসফট টিপিএম চিপ ছাড়াই উইন্ডোজ ১১ ইন্সটল করতে দিচ্ছে । যখন উইন্ডোজ ১১ নতুন লঞ্চ হয়েছিল তখন ডিভাইসে TPM Chip 2.0 টিপিএম ২.০ থাকতেই হতো বাধ্যতামূলক ।
TPM Chip 2.0 যদি না থাকতো তাহলে তখন Windows 11 উইন্ডোজ ১১ ইনস্টল করতে দিত না । এটি ছিল এক নাম্বার কারণ তারপর Windows 11 উইন্ডোজ ১১ ইনস্টল এর জন্য আপনার ডিভাইসে লাগবে ১ গিগাহার্টজ প্রসেসর, তারপর কমপক্ষে ৮ গিগাবাইট র্যাম লাগবে, তারপর আরো লাগবে ৬৪ গিগাবাইট স্টোরেজ তাও আবার ফাঁকা স্টোরেজ ।
তারপর লাগবে সিস্টেম ফার্ম ওয়ার UEFI ইউ ই এফ আই মোডে থাকতে হবে এতোটুকু থাকলেই যথেষ্ট আপনি কিভাবে এরপর আপনার ডিভাইসে উইন্ডোজ ১১ ইন্সটল করবেন সেটাপ করবেন সবকিছু বিস্তারিতভাবে আমি একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি এই ভিডিওতে সবকিছু বুঝিয়ে দেওয়া আছে আপনার উইন্ডোজের যত কিছু আছে ।
নারী ভুরি সব বুঝিয়ে দেওয়া হয়েছে দয়া করে আপনি ভিডিওটা দেখলে আপনার ডিভাইসে আপনি উইন্ডোজ ১১ সম্পূর্ণ ভালো ভাবে সেটআপ করতে পারবেন ইনশাআল্লাহ । উইন্ডোজ ১১ Windows 11 Setup Video টি দেখতে এখানে ক্লিক করুন ।
এর পরবর্তী আর্টিকেলে আমি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে Windows 10 উইন্ডোজ টেন থেকে সহজে সেটিংস অপশনে গিয়ে Windows 11 উইন্ডোজ ১১ এ তে কিভাবে আপগ্রেড করে নেবেন । কোন প্রকার আপনার ডিভাইসের কিছু ডিলিট হবে না । আপনার যা কিছু আগে ছিল সবকিছুই আগের মতই থাকবে ।
উইন্ডোজ ১১ তে আপডেট করার পরেও ওই একই থাকবে এটি হচ্ছে উইন্ডোজ ১০ থেকে আপডেট করার সবথেকে দারুন উপায় । আশা করা যায় যে আপনি নিচে আর্টিকেলটি পড়ে আপনার ডিভাইসে Windows 10 উইন্ডোজ টেন থেকে Windows 11 উইন্ডোজ ১১ তে কনভার্ট করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক ।
উইন্ডোজ ১০ থেকে উইন্ডোজ ১১ করার নিয়ম
উইন্ডোজ ১০ Windows 10 থেকে Windows 11 উইন্ডোজ ১১ করতে হলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে । পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ ১১ দেওয়ার নিয়ম এর থেকে উইন্ডোজ ১০ থেকে উইন্ডোজ ১১ তে আপগ্রেড করে নেওয়াটা খুবি সেম্পল । সেটা করতে আপনাকে Windows 10 উইন্ডোজ ১০ এর সেটিং অপশনে যেতে হবে । তারপর ওখানে গিয়ে Health চেক একটা অপশন আছে ওই অপশনে আপনার ডিভাইসের Health চেক করতে পারেন ।
তারপর ওইখান থেকে আপনি চেক ফর আপডেট Check For Update করে নিতে পারেন । তারপর Windows 11 উইন্ডোজ ১১ ডাউনলোড অ্যান্ড ইন্সটল ওখানে ক্লিক করতে হবে তাহলে আপনার উইন্ডোজ ১১ আপনার কাঙ্খিত ডিভাইসে ডাউনলোড হতে শুরু করবে তারপর ইন্সটল শুরু হবে ।
প্রথম অবস্থায় আপনি আপনার ।
ডেক্সটপ কিংবা ল্যাপটপ এর Settings>থেকে Update and Security তারপর >Windows Update । তারপর ক্লিক করুন (Check For Update) চেক ফর আপডেট । এবার যদি আপনার ডিভাইসটি Windows 11 উইন্ডোজ ১১ ব্যবহারের জন্য উপযুক্ত হয় তাহলে Feature update to windows 11 লেখা থাকবে তারপর আপনি Download and Install এ ক্লিক করে Windows 11 উইন্ডোজ ১১ ডাউনলোড করুন এবং ইন্সটল করে ব্যবহার করুন।
লেখকের মন্তব্য
আশা করছি উপরের আর্টিকেল এর মাধ্যমে দেখানো পদ্ধতিতে আপনি কিভাবে Windows 11 উইন্ডোজ ১১ আপনার ডেক্সটপ কিংবা ল্যাপটপে সেটাপ করবেন সবকিছু স্টেপ বাই স্টেপ সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে । পেনড্রাইভ বুটেবল করার সিস্টেম টাও বুঝিয়ে দেওয়া হয়েছে । এবং উইন্ডোজ টেন থেকে উইন্ডোজ ১১ তে কিভাবে আপগ্রেড করে নেবেন তাও দেখিয়ে দেওয়া হয়েছে ।
আপনার যদি এ বিষয়ে আরো কোন কিছু কনফিউশন থেকে থাকে কিংবা আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আমরা আপনার মূল্যবান কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী আর্টিকেল লেখার চেষ্টা করব ইনশাল্লাহ।
এই ওয়েবসাইটের নিতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url