মোবাইল ফোন এবং ডেক্সটপ থেকে স্ক্রিনশটস টেকনিকস

  প্রিয় পাঠক ,আজকে আমাদের আর্টিকেলের আলোচ্য বিষয় হচ্ছে যে মোবাইল ফোন এবং ডেক্সটপ থেকে স্ক্রিনশটস টেকনিকস ২০২৪ । এবং গ্রামাটিক্যাল এরর চেকার ,Plagiarism কি? কেন করবেন না । আর্টিকেল স্পিনিং ও স্ক্র্যাপিং বিশ্লেষণ । অনেক এনালাইসিস করে সব থেকে সেরা টেকনিক তুলে ধরা হয়েছে এই আর্টিকেলে ।

Not-Found

এগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি । এবং আপনি যদি এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে আরও যেগুলো টপিক রয়েছে সেগুলো টপিক সম্পর্কে আপনি ভালোভাবে ধারণা নিতে পারবেন এবং সঠিক গাইডলাইন সঠিক সাজেশন দেওয়া রয়েছে সবার শেষে । আশা করি আর্টিকেলটি ভালোভাবে পড়বেন এবং বুঝবেন ।

স্ক্রিনশটস টেকনিকস ২০২৪ সেরা স্ক্রিনশটস নেওয়ার নিয়ম

আমরা যখন মোবাইল ফোন কিংবা ডেক্সটপ বা ল্যাপটপে স্ক্রিনশট নিতে চাই । অধিকাংশ কেউই জানে না যে কিভাবে প্রফেশনাল ভাবে স্ক্রিনশট নিতে হয় । স্ক্রিনশট নিতে হলে আপনি যাকে স্ক্রিনশট পাঠাবেন দরকারি অংশটুকু স্ক্রিনশট নিয়ে তাকে দেখাতে পারেন । তবে আমরা অধিকাংশই ভুল করে থাকি । যে ফুল স্কিনটাই আমরা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিই ।

কিন্তু এটি দেখতে একটু খারাপ লাগে । স্ক্রিনশট নেওয়ার নিয়ম হচ্ছে যে আপনি যতটুকু দেখাবেন জাস্ট ততটুকু স্ক্রিনশট নিয়ে তাকে দেখাতে পারেন । আর আমরা যেভাবে স্ক্রিনশট নেই তা নিচে ছবিতে উল্লেখ করা হলো এটি হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে । আর কম্পিউটারের ক্ষেত্রে স্ক্রিনশট টেকনিক ২০২৪ এ এসে একটি সফটওয়্যার এর মাধ্যমে ।

আমরা স্ক্রিনশট নিয়ে থাকি সেটি হচ্ছে লাইট শট LightShot এই লিংকে ক্লিক করে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন । আর আপনার যদি এই সফটওয়্যারটি থেকে থাকে তাহলে । আমাদের দেখানোর নিয়মে স্ক্রিনশট টেকনিক ব্যবহার করতে পারেন । আমরা যেভাবে স্ক্রিনশট নিয়ে থাকি নিচের ছবিতে তুলে ধরা হলোঃ

Not-Found

ছবিতে ধরেন আপনি ব্যাখ্যা করতে চেয়েছেন যে Lightshot এটি গুগলে লিখে সার্চ দিয়েছেন এখন আপনি একজনকে দেখাতে চাচ্ছেন যে সফটওয়্যার টি কিভাবে ডাউনলোড করবেন । এখানে google search এর রেজাল্ট এ অনেকগুলো হাবিজাবি লিংক আছে । তবে যেই লিংক কার্যকারী সেইলিংক সহ আপনি কতটুকু কার্যকারী ততটুকর স্ক্রিনশট নিয়ে তাকে পাঠাবেন ।


এই কাজটি না করে আমরা অনেকেই ভুল করে থাকি ফুল স্ক্রিনশট নিয়ে থাকি । যার কারণে বিষয়টি দেখতে ভালো লাগে না । নিচে আরেকটি স্ক্রিনশট দিয়ে আপনাদের উদাহরণ দেওয়ার হলো যে কিভাবে কার্যকারী অংশটুকু স্ক্রিনশট নিবেনঃ

Not-Found

ধরুন এই স্ক্রিনশট এর মাধ্যমে আপনি বুঝাতে চাচ্ছেন যে , গুগলে LightShot লিখে সার্চ করলে সার্স রেজাল্টে এই দুটি লিংক কার্যকরী । তবে এখন আরেকটি বিষয়ে ক্লিয়ার করে দেই । যে আপনি তাকে বোঝাতে চাচ্ছেন এখানে সংক্ষেপে তার জন্য আরো একটি টেকনিক আছে যেটি হচ্ছে মার্ক করে দেওয়া। ধরুন আপনি চাচ্ছেন যে লাইট শট লিখে সার্চ দিয়ে ।

ডাউনলোড অপশনটি দেখাতে চাচ্ছেন । এই স্ক্রিনশট এ ক্লিক করার পর রাইট সাইট কিংবা ওয়েবসাইটে শো করবে মার্কেটিং অপশন । যেমন ছবি তে উল্লেখ করা হলো ঃ
Not-Found
Not-Found
এই ছবিটি দিয়ে বোঝানো হলো যে এইগুলো টুলস ব্যবহার করে আপনি সেরা স্ক্রিনশট নিতে পারবেন ।এখানে প্রথমে ছবির প্রথমের টুলসে যে কাজ করে সেটি হচ্ছে কলম দিয়ে লেখার মত । এবং দুই নম্বর টুলস সোজা টান দেওয়া যায় তারপর তিন নাম্বার টুল দিয়ে তিরচিহ্নের মত মার্ক করে দেওয়া যায় । চার নাম্বার টুলস এর কাজ হচ্ছে চারকোনা ঘরের মতো মার্ক করা ।


আর নিচের টুলস গুলো তেমন কাজে লাগে না তবে আপনি চেষ্টা করতে পারেন খুবই সোজা । এবং তার নিচে আছে সেভ করার অপশন তো আপনি নিজে নিজেই এগুলো দেখে নিতে পারবেন খুবই সোজা কাজ । চলুন আজকে আমরা নেই যে এগুলো টুলস এর মাধ্যমে সেরা স্ক্রিনশট টেকনিকস ।

Not-Found

আমরা এই ছবিতে এই স্ক্রিনশটে যতগুলো টুলস হয়েছে সবগুলো কাজ এপ্লাই করে দেখিয়েছি ।আপনারাও চাইলে কিভাবে দেখে নিতে পারেন । LightShot এর মাধ্যমে স্ক্রিনশটস টেকনিকস আশা করি আপনি বুঝতে পেরেছেন ।

আপনার ডিভাইসে ডিফল্ট সফটওয়্যার থাকে যেমন স্লিপিং টুল এগুলো দিয়ে আপনি এত সহজে স্ক্রিনশট নিতে পারবেন না লাইট শটে সুন্দর করে স্ক্রিনশট নেওয়া যায়। আপনি চাইলে LightShot সফটওয়্যার দিয়ে স্ক্রিনশট নিতে পারেন ।

মোবাইল দিয়ে সেরা স্ক্রিনশট টেকনিকস

আমরা যখন মোবাইল দিয়ে কোন স্ক্রিনশট নিয়ে থাকি মোবাইল ফোনের ডিফল্টভাবে স্ক্রিনশট নেওয়া যায় সেখানে কোন অ্যাপস ইন্সটল করতে হয় না । মোবাইল ফোনে ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটন এক সঙ্গে চেপে ধরলে স্ক্রিনশট উঠে যায় ।

তবে বিভিন্ন মোবাইলের ক্ষেত্রে বিভিন্ন সিস্টেম রয়েছে। তো আপনার যে ফোন আপনি অবশ্যই জানেন কিভাবে স্ক্রিনশট নিতে হয় । তবে আমার ডিভাইস থেকে দেখাই যে আমরা স্ক্রিনশট কিভাবে নিয়ে থাকি।
Not-Found

এভাবে আমরা বোকার মত মোবাইল ফোনেও ফুল স্ক্রিনের স্ক্রিনশট নিয়ে থাকি । তবে আমরা কম্পিউটারে যেভাবে স্ক্রিনশট নিলাম এর আগে এভাবে আমরা দরকারি অংশটুকু স্ক্রিনশট নিয়ে দেখাতে পারি । এই স্ক্রিনশটটুকু যদি আপনি দরকারি অংশটুকু নিতে চান তাহলে আপনি কি করতে পারেন তার জন্য। আপনাকে প্রথমে আপনার গ্যালারিতে যেতে হবে ।


যাওয়ার পরে গ্যালারিতে একটা ডিফল্ট এডিটর থাকে ওই এডিটর থেকে আপনি ক্রপ করে কেটে নিতে পারেন । তারপর ওই স্ক্রিনশট টুকু আপনি আপনার পাঠককে দেখাতে পারবেন । গ্রুপ করে কেটে নেওয়ার পর যে রকম দেখাবে তার ছবিতে উল্লেখ করা হলো ।

Not-Found

এই স্ক্রিনশটে মোবাইল ফোনের গ্যালারি থেকে এডিটর থেকে ক্রপ করে কেটে নিয়ে তারপর আপনাদের দেখানো হলো । আপনিও এইভাবে এই টেকনিকগুলো ফলো করে স্ক্রিনশট নিতে পারেন । তাহলে সেটি সুন্দর একটি স্ক্রিনশট হবে । আপনার আর ফুল ডিসপ্লে দেখতে পারবে না । দরকারি অংশটুকু দেখতে পারবে । আশা করি স্ক্রিনশট এর বিষয়টুকু বুঝতে পেরেছেন ।

গ্রামাটিক্যাল এরর চেকার Grammarly এর মাধ্যমে গ্রামাটিক্যাল এরর চেক

আমরা যদি কোন কিছু লেখার সময় গ্রামারটিকাল চেক করতে যায় । তাহলে আমাদের যে কাজটি করতে হবে তা দেখানো হলো । আমরা অনেকেই সঠিক ভাবে লিখতে পারি না লিখতে জানিও না অতটা । তবে এই বিষয়টি সংশোধন করার জন্য আমাদের রয়েছে গ্রামাটিক্যাল এরর চেকার । ইংরেজি ভাষার ক্ষেত্রে ইংরেজির জন্য আমাদের যা করতে হবে সেটি হচ্ছে ।


আমরা যদি ব্রাউজারে লেখালেখি করি । ব্রাউজারের গ্রামারটিকাল চেক করার জন্য আপনাকে অবশ্যই Grammarly ব্যবহার করতে হবে ।তার জন্য আপনাকে গুগলে সার্চ করতে হবে Grammarly Chrome Extension লিখে । তারপর কোন ওয়েবসাইট থেকে আপনি Grammarly ডাউনলোড করে ইন্সটল করবেন তা নিচে দেওয়া হলঃ

Not-Found

লিংকে ক্লিক করে তারপর আপনি গ্রাম আর্টিকেলটি আপনার ক্রোম ব্রাউজারে সেটআপ করে নিবেন সেটাপ করার পর আপনি কিভাবে গ্রামারটিকাল এরর চেক করবেন তা দেখানো হলোঃ

Not-Found

Grammarly আপনার chrome ব্রাউজারে সেটআপ করার পর আপনি ব্রাউজারে যেকোনো ব্রাউজিং সাইটে আপনি যদি লেখালেখি করতে চান ইংরেজিতে তাহলে দেখুন স্ক্রিনশটে দেখানো আছে । যে লেখা আছে ইংরেজিতে iam faine এই দুইটা ওয়ার্ডের নিচে দেখুন পিংক কালার আন্ডারলাইন চলে এসেছে । ওই মুহূর্তে আপনাকে বুঝে নিতে হবে ।


যে এখানে গ্রামারটিকাল এরোর রয়েছে এখন আপনার কাজ হচ্ছে ওইটাকে সংশোধন করা। সংশোধন করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে। আপনি শুধু মাউস পয়েন্টার ওখানে নিয়ে যাওয়ার সাথে সাথে আপনার ওখানে শো করবে সঠিক উচ্চারণটি সঠিক গ্রামারটিকাল । আরেকটি স্ক্রিনশট এর মাধ্যমে আপনাদের দেখানো হলোঃ

Not-Found

এখানে আপনি মাউস পয়েন্টার নিয়ে গেলেই Popup অপশন আসবে তারপর আপনাকে সঠিক উচ্চারণে ক্লিক করতে হবে । তাহলে আপনার ভাষাটি শুদ্ধ হয়ে গেল । এভাবেই গ্রামারটিকাল চেক করতে হয় ইংরেজি গ্রামারটিকাল । আশা করি ইংরেজিতে গ্রামাটিক্যাল এরর চেকার এর বিষয়টি বুঝতে পেরেছেন । এ বিষয়ে আরো জানা থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন ।

বাংলা গ্রামাটিক্যাল এরর চেকার

আমরা এর আগে দেখলাম যে ইংরেজি গ্রামারটিকাল কিভাবে চেক করবেন । এবং কিভাবে সংশোধন করবেন সেটাও দেখিয়েছি । এখন আমরা দেখব যে বাংলাতে লেখালেখি করে যদি কোথাও ভুল হয়ে থাকে সেটা যদি আমরা বুঝতে না পেরে থাকি তাহলে আমরা সেটিও সংশোধন করতে পারি । বাংলা আর্টিকেল এর ক্ষেত্রে কোন ক্রোম এক্সটেনশন নেই ।


বাংলা গ্রামারটিকাল চেক করার জন্য আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে । অভ্র কিবোর্ড ডাউনলোড করতে হবে আমাদের ডিভাইসে । তারপর সেখান থেকে আমাদের Spell Cheker অপশন আছে ওইখানে ক্লিক করে আমাদের Spell Cheker টি বের করতে হবে । কোথায় পাবো আমরা Spell Cheker স্ক্রিনশট এর মাধ্যমে নিচে ছবিতে দেখানো হলো ।

Not-Found

কম্পিউটারের উইন্ডোজ স্টার্ট মেনুতে ক্লিক করার পর অভ্র কিবোর্ড এর একটা ফোল্ডার আসবে ওই ফোল্ডার এ ক্লিক করার পর একটা ফাইল আসবে সেই ফাইলটির নাম Spell Cheker এরপরের কাজটি হচ্ছে অভ্র স্পেল চেকার ওপেন হওয়ার পর আপনাকে ওখানে বাংলা লিখতে হবে কিভাবে লিখতে হবে কিভাবে সংশোধন করবেন তা আরেকটি স্ক্রিনশট এর মাধ্যমে নিচে দেখানো হল ।

Not-Found

স্ক্রিনশট এ যেভাবে দেখানো আছে ওইভাবেই আপনাকে কাজ করতে হবে চিত্রের মাধ্যমে দেখানো আছে কোনটাতে আগে ক্লিক করবেন সহজ ভাষায় আপনাদের আরো সুন্দর করে বুঝিয়ে দিলাম ।
Spell chek > Spell Check Now F7 তারপর আরেকটি অপশন আসবে সেটিও আপনাদের স্ক্রিনশটে দেখানো হলো ।

Not-Found

এখানে আপনি যে ওয়ার্ডটি ভুল সংশোধন করতে চান স্পেলচেকার এ ক্লিক করলে অটোমেটিক ভাবে ভুলটি ধরে নিবে তারপর ওখানে আপনাকে কয়েকটি ওয়ার্ড সাজেশন করবে । আপনাকে সঠিকটি যাচাই করে Change Once এ ক্লিক করলে শুধু একটা ওই ওয়ার্ডটাই সঠিক হবে । আর আপনি যদি Change All এ ক্লিক করেন ।

ওই ওয়ার্ড আপনার প্যারাগ্রাফ এর মধ্যে যে কয়বার থাকবে সবগুলো ওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে । একটি ওয়ার্ড সংশোধন করে এই আর্টিকেলের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হলো । আশা করি বাংলা গ্রামারটিকাল কিভাবে চেক করবেন বিষয়টি বুঝতে পেরেছেন ।

Plagiarism প্লেজারিজম কি? কেন করবেন না What is Plagiarism ?

প্লেজারিজম মানে হচ্ছে চুরি করা কিংবা কোন ওয়েবসাইটের আর্টিকেল অবিকল হুবহু কপি করে নিজের নামে চালিয়ে দেওয়ার নামই হচ্ছে প্লেজারিজম । সহজ ভাষায় বলতে গেলে অন্যের আর্টিকেল চুরি করে নিজের সাইটে নিজের নামে চালিয়ে দেওয়াকেই প্লেজারিজম বলে । যার ফলে যে ব্যক্তি আর্টিকেলটি লিখেছিল তারা অনেক দিক থেকে ক্ষতি হবে ।

এটি একটি বেআইনি কাজ এটি একটি অপরাধ । তাই কখনো প্লেজারিজম করা যাবে না । নিজের থেকে কোন বিষয় নিয়ে আর্টিকেল লিখতে হবে নিজের বুদ্ধি কাজে লাগাতে হবে । অন্যের আর্টিকেল কখনো কপি করে নিজের সাইটে লেখা যাবে না । তাহলে সেটা প্লেজারিজম এর অন্তর্ভুক্ত । আপনি যদি প্লেজারিজম করে থাকেন ।

আর সেটা যদি আসল মালিকের চোখে পড়ে তাহলে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে আইনের আওতায় নিয়ে আসবে । আশা করি Plagiarism কি? বিষয়টি বুঝতে পেরেছেন । প্লেজারিজম কেন করবেন না সেটিও বুঝিয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে আরো যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন ।

আর্টিকেল স্পিনিং ও স্ক্র্যাপিং বিশ্লেষণ

এই শিরোনামের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আর্টিকেল স্পিনিং ও স্ক্র্যাপিং বিশ্লেষণ ? প্রথমে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যে আর্টিকেল স্পিনিং টা কি ? ধরুন আপনি কোন প্যারাগ্রাফ কোন ওয়েবসাইট থেকে কপি করলেন ইংরেজি প্যারাগ্রাফ । কপি করার পর একটা ওয়েবসাইট আছে সে ওয়েবসাইটের নাম হচ্ছে Free-Article-Spinner ।

কোন ওয়েবসাইট থেকে প্যারাগ্রাফ কপি করে আনার পর এই আর্টিকেল স্পিনার ওয়েবসাইটে গিয়ে । স্ক্রিন বাটনে ক্লিক করার সাথে সাথে ডান সাইটে কপি করা প্যারাগ্রাফের থেকে আরেকটি স্পিনিং প্যারাগ্রাফ তৈরি হবে যেটা আগের কপি করা প্যারাগ্রাফের সাথে কোন মিল থাকবে না । এই কাজটাকে বলা হয় আর্টিকেল স্পিনিং ।

এখন আপনি যদি আর্টিকেল স্পিনিং করে গুগল এডসেন্সের মাধ্যমে ইনকাম করতে চান । অবশ্যই সেটিও করতে পারবেন তবে আপনি যদি প্রফেশনাল ভাবে ইনকাম করতে চান । তাহলে আমাদের সাজেশন হবে আপনাকে কখনো আর্টিকেল স্পিনিং করা যাবে না । আর্টিকেল স্পিনিং করার ফলে আপনার ওয়েবসাইট যদি google ট্র্যাক করতে পারে ।

তাহলে আপনার ওয়েবসাইট পার্মানেন্ট ভাবে বন্ধ করে দিতে পারে । আপনি কি চান যে আপনার ওয়েবসাইটটি পার্মানেন্ট ভাবে বন্ধ হয়ে যাক । প্রফেশনাল ভাবে কাজ করতে হলে আপনাকে মেধা কাজে লাগিয়ে কাজ করতে হবে । চাইলে আপনি আর্টিকেল স্পিনিং করতে পারেন । তবে আমাদের পক্ষে সাজেশন না হবে ।

এখন আপনাদের আরেকটি বিষয়ে জানাই সেটি হচ্ছে আর্টিকেল স্ক্র্যাপিং কি ? আর্টিকেল স্ক্র্যাপিং হচ্ছে কোন একটি ধরুন করোনাভাইরাস একটি কিওয়ার্ড আপনি যদি একটা স্ক্র্যাপিং করা ওয়েবসাইটে গিয়ে করোনাভাইরাস কিওয়ার্ড লিখে দেন তারপর স্ক্রাপ বাটনে ক্লিক করেন ।

তাহলে ওই করোনাভাইরাস সম্পর্কে যত বড় আর্টিকেল দেওয়ার দরকার স্ক্র্যাপিং করে আপনাকে দিয়ে দিবে । এইটা কে বলা হয় আর্টিকেল স্ক্রাপিং আশা করি আর্টিকেল স্পিনিং ও স্ক্র্যাপিং বিশ্লেষণ এ বিষয়টুকু সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন ।

লেখক এর শেষ মন্তব্য

প্রিয় পাঠক আজকে আমাদের আর্টিকেলের আলোচ্য বিষয় ছিল যে মোবাইল ফোন এবং ডেক্সটপ থেকে স্ক্রিনশটস টেকনিকস এবং আরো অনেক কিছু বিষয় নিয়ে আশা করি আপনি আর্টিকেলটি মনোযোগ সহকারে ভালো হয়ে পড়েছেন এবং । বুঝেছেন আর্টিকেলটি যদি ভালো করে বুঝে থাকেন তাহলে ভালো কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন । এবং এই আর্টিকেলটি যদি আপনার কোন উপকারে এসে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার বন্ধু-বান্ধবদের শেয়ার করবেন ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নিতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url