জিপি থেকে অন্য অপারেটরে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম ২০২৪
প্রিয় পাঠক , আপনি হয়তো জানেন না যে জিপি অপারেটর থেকে ব্যালেন্স ট্রান্সফার করা যায় । আমরা ভুলবশত বিকাশ কিংবা নগদ থেকে । টাকা পাঠাতে লেগে ভুল করে রিচার্জ করে ফেলি । তো ওই মুহূর্তে আমরা তো আর রিচার্জকৃত টাকাটা আমরা আর বিকাশে ব্যাক নিতে পারি না । তখন আমরা টেনশনে পড়ে যায় । তো কোন টেনশন নেই ।
রিচার্জকৃত ব্যালেন্স আমরা ট্রান্সফার করে নিতে পারি এক সিম থেকে আরেক সিমে । তো চলুন আজকের এই আর্টিকেলে আমরা দেখাবো জিপি থেকে অন্য অপারেটরে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম । আজকের আর্টিকেলের মূল বিষয়টুকুই হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম এক অপারেটর থেকে আরেক অপারেটরে ।
জিপি গ্রামিন সিম ব্যালেন্স ট্রান্সফার রেজিস্ট্রেশন করার নিয়ম
আপনি যদি জিপি গ্রামীন সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করে অন্য আরেকটি জিপি গ্রামীন সিমে ব্যালেন্সটি নিতে চান । তাহলে অবশ্যই প্রথমত আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে । রেজিস্ট্রেশন করা একদম সিম্পল । এক্ষেত্রে শুধু জিপি থেকে জিপিতেই ব্যালেন্স ট্রান্সফার করা সম্ভব অন্য কোন অপারেটরে ব্যালেন্স ট্রান্সফার করা যাবে না ।
জিপি ব্যালেন্স ট্রান্সফার করতে হলে প্রথমে আপনাকে । মোবাইলের ডায়ালপ্যাড থেকে *১২১*১৫০০# এটি ডায়াল করতে হবে । ডায়াল করার পর এক নাম্বার আপনাকে সিলেক্ট করতে হবে 1.Regestitaion তারপর সেন্ড করতে হবে । সেন্ড করার পর আপনাকে গ্রামীণফোন থেকে একটি মেসেজ দেওয়া হবে । ওই মেসেজে আপনার একটি পিন কোড দেওয়া থাকবে ।
ওই পিন কোড ছাড়া আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না। কিভাবে আপনি ব্যালেন্স ট্রান্সফার করবেন এইটুকু যদি আপনি এই আর্টিকেলের মাধ্যমে না বুঝে থাকেন তাহলে অবশ্য আমাদের কমেন্ট করে জানাবেন । আমরা আপনাকে আরো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ।
জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফারের নিয়ম ও শর্তাবলী
ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনাকে যেগুলি নিয়ম জানতে হবে তা হচ্ছে প্রথমে অফারটি পেতে হলে আপনাকে ৬ মাসের অধিক সময় ধরে গ্রামীণ ফোন নেটওয়ার্ক ব্যবহার করতে হবে । এবং ৩০০ টাকা বা তার অধিক রিচার্জ করতে হবে । যদি আপনার গ্রামীন সিমে ৩০০ টাকা রিচার্জ না থেকে থাকে । ৩০০ টাকা রিচার্জ না করে থাকেন তাহলে এ সার্ভিসটি আপনার জন্য প্রযোজ্য নয় ।
তারপর আপনি সর্বনিম্ন ১০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন । এবং আপনি প্রতি মাসে ১০ বার করে রিচার্জ করতে পারবেন । এই অফারটি শুধু প্রিপেইড সাবস্ক্রাইবারগণ উপভোগ করতে পারবেন এবং প্রিপেইড থেকে পোস্টপেইড কাউকে ব্যালেন্স পাঠাতে পারবেন কোন সমস্যা হবে না ।
এইগুলো নিয়ম যদি আপনি মেনে থাকেন । তাহলে আপনি নির্দ্বিধায় এই সার্ভিসটি উপভোগ করতে পারবেন এবং ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন । চলুন নেক্সট স্টেপে আমরা দেখে নেই যে কিভাবে জিপিতে ব্যালেন্স ট্রান্সফার করবেন । জিপি থেকে জিপিতে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম নিচে দেখানো হলো ।
- অফারটি পেতে হলে আপনাকে ৬ মাসের অধিক সময় ধরে গ্রামীণফোন নেটওয়ার্ক বা সিম ব্যবহার করতে হবে এবং একবারে ৩০০ টাকা কিংবা তার বেশি রিচার্জ করতে হবে।
- সর্বনিম্ন ১০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন
- আপনি প্রতি মাসে ১০ বার করে রিচার্জ করতে পারবেন
- এই অফারটি শুধু প্রিপেইড সাবস্ক্রাইবারগণ উপভোগ করতে পারবেন এবং প্রিপেইড থেকে পোস্টপেইড কাউকে ব্যালেন্স পাঠাতে পারবেন কোন সমস্যা হবে না
জিপি গ্রামিন সিমে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম
আপনি যদি উপরোক্ত নিয়ম এবং শর্তাবলী মেনে থাকেন । তাহলে অবশ্যই আপনি জিপিতে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন কোন সমস্যা ছাড়াই । জিপিতে ব্যালেন্স ট্রান্সফার করতে হলে প্রথমে আপনাকে আপনার ফোনের ডায়ালপ্যাড থেকে ডায়াল করতে হবে *১২১*১৫০০# তারপর কল দিতে হবে । আপনার যদি দুইটা সিম থেকে থাকে ।
একটা রবি এবং আরেকটা জিপি তাহলে আপনাকে গ্রামীণফোন সিলেক্ট করতে হবে । সিলেক্ট করার পর কল দিতে হবে । কল দেওয়ার পর । ট্রান্সফার ব্যালেন্স নামে একটা অপশন আছে দুই নম্বর অপশন Transfer Balance এটি সিলেক্ট করতে হবে তারপর দুই লিখে সেন্ড করতে হবে । সেন্ড করার পর একটা অপশন আসবে ওখানে লেখা থাকবে ।
Please Enter Gp Mobile Number (Example:017XXXXXXXX) এরকম অপশন দেওয়া থাকবে মানে ফাঁকা জায়গায় যেই সিমে আপনি ব্যালেন্স ট্রান্সফার করবেন সেই সিমের নাম্বার ওখানে দিয়ে দিবেন । দেওয়ার পর সেন্ড করবেন । ফোন নাম্বার দিয়ে সেন্ড করার পর আরেকটি অপশন আসবে সেখানে আপনাকে অ্যামাউন্ট দিতে হবে আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন।
তা ওখানে দিতে হবে তবে মনে রাখতে হবে আপনার ওখানে দশ থেকে ১০০ টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন তো ১০ থেকে ১০০ টাকার মধ্যে আপনি কত টাকা ট্রান্সফার করতে যাচ্ছেন ওই পরিমাণ টাকা আপনি ওখানে বসিয়ে দিবেন তারপর সেন্ড করবেন । সেন্ড করার পর আরেকটি অপশন আসবে ওখানে আপনাকে পিন নাম্বার দিতে হবে ।
রেজিস্ট্রেশন করার সময় মেসেজের মাধ্যমে যে পিন দিয়েছিল ওই পিনটি আপনি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর গ্রামীণফোন মেসেজ একটা অপশন আসবে এখানে লেখা থাকবে (You Will get an SMS soon. Thank You - Grameenphone.) তারপর যেই সিমে আপনি টাকাটি পাঠাবেন ওই সিমে ফ্লেক্সিলোডের মত একটি মেসেজ চলে যাবে ।
আপনার সিমে যে ব্যালেন্স ছিল ওই ব্যালেন্স থেকে আপনি যেই ব্যালেন্স ওখানে ট্রান্সফার করেছেন ততটুকু ব্যালেন্স ওই সিমে ট্রান্সফার হয়ে যাবে । আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন । আর যদি বুঝতে না পেরে থাকেন তাহলে স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট এর মাধ্যমে নিচে বুঝিয়ে দেওয়া হলঃ
১ নাম্বার স্টেপঃ মোবাইল থেকে ডায়াল করুন *১২১*১৫০০#
২ নাম্বার স্টেপঃ ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসে (2.Transfer Balance) ট্রান্সফার ব্যালেন্স সিলেক্ট করুন
৩ নাম্বার স্টেপঃ যেই নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটি এখানে প্রেস করুন ।
৪ নাম্বার স্টেপঃ কত টাকা আপনি ওই নাম্বারে পাঠাবেন সে টাকার পরিমাণ এখানে বসান ।
৫ নাম্বার স্টেপঃ রেজিস্ট্রেশনকৃত পিন নাম্বার দিয়ে সেন্ড করুন ।
৬ নাম্বার স্টেপঃ অবশেষে আপনার ব্যালেন্স ট্রান্সফার সম্পূর্ণ ।
এই নিয়ম ছিল অফলাইন নিয়ম যা আপনি বাটন ফোন থেকে ডায়াল করে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন । এবং আপনি চাইলে অ্যাপস থেকে মাই জিপি এপস থেকে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন । মাই জিপি অ্যাপস থেকে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন তার নিয়ম নিচে দেখানো হলো তো চলুন শুরু করা যাক।
My Gp মাই জিপি অ্যাপস থেকে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম
আমরা এর আগে আর্টিকেলে দেখেছি অফলাইন মেথডে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবো ডায়াল করে। তো এখন আমরা দেখব মাই জিপি অ্যাপস থেকে কিভাবে সহজে ব্যালেন্স ট্রান্সফার করে নিতে পারি । তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে । সর্বপ্রথম আপনাকে মাই জিপি এপস ওপেন করতে হবে ওপেন করার পর ।
মাই জিপি এপ্স এর মধ্যে সবার নিচে একাউন্টের বাম সাইডে সার্ভিস নামে একটা অপশন আছে ওখানে ক্লিক করতে হবে । ক্লিক করার পর প্রথম সিরিয়ালে দেখতে পারবেন ব্যালেন্স ট্রান্সফার নামের একটি অপশন । তারপর ওই ব্যালেন্স ট্রান্সফার এ ক্লিক করতে হবে । ক্লিক করার পর । Enter recipient Number : এই অপশনে আপনার যে সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন ।
ওই সিমের নাম্বার বসাতে হবে । তার নিচের অপশনে দশ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তার জন্য আপনাকে ওখানে এমাউন্ট দিতে হবে আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন । এমাউন্ট বসানো হয়ে গেলে । তার নিচে আপনার ওই পিন নাম্বারটি দিতে হবে যে পিন রেজিস্ট্রেশন করার সময় আপনি পেয়েছিলেন ।
সবকিছু সম্পূর্ণ হয়ে গেলে তারপর আপনি ট্রান্সফারের ক্লিক করবেন । অবশেষে আপনার সিমে যদি ব্যালেন্স থেকে থাকে তাহলে আপনার যেই সিম ওই সিম থেকে যতটুকু ব্যালেন্স আপনি ট্রান্সফার অ্যামাউন্টে বসিয়েছেন ওই পরিমাণ ব্যালেন্সই আপনার ওই সিমে চলে যাবে বিষয়টা খুব মজার নাহ্ ।
আরো পড়ুনঃ সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম ২০২৪
তো আপনার যদি আর্টিকেলের মাধ্যমে বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমরা স্ক্রিনশটের মাধ্যমে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি । তো চলুন শুরু করা যাক ।
১ নাম্বার স্টেপঃ মাই জিপি অ্যাপ ওপেন করুন
২ নাম্বার স্টেপঃ সবার নিচে এমাউন্টের বাম সাইডে সার্ভিসে ট্যাপ করুন
৩ নাম্বার স্টেপঃ ব্যালেন্স ট্রান্সফার অপশনে ট্যাপ করুন
৪ নাম্বার স্টেপঃ যে সিমে টাকা পাঠাবেন সেই সিমের নাম্বার এবং অ্যামাউন্ট তারপর পিন দিয়ে টান্সফার করুন ।
অ্যাপস থেকে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন জিপি সিম থেকে জিপি সিমে সম্পূর্ণটা লেখার মাধ্যমে এবং প্র্যাকটিক্যালি স্ক্রিনশট এর মাধ্যমে দেখানো হয়েছে । আপনি যদি এখনও বুঝতে না পেরে থাকেন । তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।
জিপি থেকে অন্য অপারেটরে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম ২০২৪
দেখুন অনেক আর্টিকেল এবং অনেক ইউটিউবে টাইটেলে প্রকাশ করা হয়ে থাকে যে জিপি থেকে অন্য অপারেটরে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম । এবং জিপি থেকে রবিতে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম । তারপর রবি থেকে বাংলালিংকে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম । এইরকমভাবে অনেককে বলে থাকেন এবং ইউটিউবে গুগল এ । অনেক আর্টিকেলের টাইটেলে দেখানো থাকে ।
আসলে এ বিষয়টি সম্পূর্ণটাই ভুল । কখনো এক অপারেটর থেকে অন্য অপারেটরে ব্যালেন্স ট্রান্সফার করার কোন মাধ্যম নেই । আপনি যদি এ কথা ভেবে থাকেন তাহলে এটা আপনার ভুল ভাবনা ভুল সিদ্ধান্ত । তবে হ্যাঁ আপনি গ্রামীন সিম থেকে গ্রামীন সিমেই ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন । রবি থেকে রবিতে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন ।
বাংলালিংক থেকে বাংলা লিংকেই ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন । এবং সর্বশেষে airtel থেকে airtel সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন । কোন সমস্যা হবে না । তবে এক অপারেটর থেকে অন্য আরেক অপারেটরে ব্যালেন্স ট্রান্সফার করার কোন মাধ্যম নেই । আশা করি বুঝতে পেরেছেন বিষয়টুকু।
আমরা সব সময় পাঠকদের সত্যটা এবং ভেরিফাইড তথ্য দেওয়ার চেষ্টা করি যাতে করে আমাদের পাঠক আমাদের দ্বারা ভালো কিছু শিখতে পারে এবং উপকৃত হয় ।
জিপি ব্যালেন্স ট্রান্সফার পিন ভুলে গেলে কি করণীয়
আপনি যদি জিপি ব্যালেন্স ট্রান্সফারের পিন ভুলে যান তাহলে আপনার করণীয় হবে । আগে আমি আপনাদের দেখায় অফলাইন থেকে কিভাবে ব্যালেন্স ট্রান্সফারের পিন রিসেট করবেন এবং ভুলে গেলে কি করবেন । আপনি যদি অফলাইনে ব্যালেন্স ট্রান্সফারের পিন ফরগেট করতে চান কিংবা রিসেট করতে চান । তাহলে আপনাকে আপনার আগের পিন নাম্বার দিয়ে ফরগেট করতে হবে ।
তাছাড়া অফলাইন মেথডে এটা হবে না । তবে হ্যাঁ আপনি চাইলে মাই জিপি এপ্স থেকে পিন রিসেট করে নিতে পারবেন কোন প্রকার সমস্যা ছাড়াই । তো চলুন অ্যাপস থেকে কিভাবে পিন রিসেট করা যায় দেখে নেই । পিন রিসেট করার জন্য আপনাকে আবারো আগের নিয়মে অ্যাপস এ ঢুকতে হবে । ঢোকার পর আবারো সার্ভিস নামে ওই ট্যাবে ক্লিক করতে হবে ।
ক্লিক করার পর ব্যালেন্স ট্রান্সফার অপশনটিতে ক্লিক করতে হবে । তারপর ট্রান্সফারের উপর দেখুন Forgot PIN? নামে একটা অপশন আছে ওই অপশনে ক্লিক করে দিন । ক্লিক করার পর আপনার ফোনে একটি এসএমএস চলে আসবে । ওই এসএমএসে আপনার ব্যালেন্স ট্রান্সফারের পিন দেওয়া থাকবে । আশা করি জিপি ব্যালেন্স ট্রান্সফার পিন ভুলে গেলে কিভাবে পুনরুদ্ধার করবেন বিষয়টুকু বুঝাতে পেরেছি ।
লেখকের শেষ মন্তব্য
প্রিয় পাঠক, আজকে আমরা আর্টিকেলে সম্পূর্ণটা আলোচনা করেছি যে কিভাবে আপনি এক অপারেটর থেকে আরেক অপারেটরে ব্যালেন্স ট্রান্সফার করবেন । কোন নিয়মে ট্রান্সফার করলে ভালো হবে এবং কোন অপারেটর থেকে কোন অপারেটরে ব্যালেন্স ট্রান্সফার করা যাবে । সবকিছু আজকে এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে।
আপনি যদি আর্টিকেল থেকে বিন্দু পরিমান উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন । যাতে করে তারাও উপকৃত হতে পারে এবং তারাও এ বিষয়গুলি জানতে পারে । আমরা প্রতিনিয়ত এই ওয়েবসাইটে বিভিন্ন তথ্য প্রকাশ করে থাকি । বিভিন্ন প্রকার শিক্ষনীয় বিষয় আমরা এই ওয়েবসাইটে প্রকাশ করে থাকে ।পরবর্তী কোনো তথ্য জানতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।
এই ওয়েবসাইটের নিতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url