কিভাবে উইন্ডোজ ১১ তে ফাইল ফোল্ডার লক করবো
প্রিয় পাঠক, আজকে আমাদের আর্টিকেলের আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে উইন্ডোজ ১১ তে ফাইল ফোল্ডার লক করবো । আমরা আজকে আর্টিকেলে চারটি সেরা উপায় এ ফাইল ফোল্ডার লক করা শিখব । আমাদের কম্পিউটারে অনেক জরুরী ডকুমেন্টস কিংবা ছবি ইত্যাদি অনেক কিছু থেকে থাকে। আমাদের সেফ রাখা খুবই জরুরী ।
কেউ যেন আমাদের ডিভাইস ব্যবহার করে কোন কিছু ডিলিট করে না ফেলে তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে । এগুলো ক্ষতি থেকে বাঁচার জন্য আজকে আপনাদের সামনে আমি ফ্রি কিছু এ নিয়ে হাজির হয়েছি আর্টিকেলের মাধ্যমে আশা করি আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন এবং দেখিয়ে দেওয়া নিয়ম অনুসারে কাজ করবেন।
সূচিপত্রঃ কিভাবে উইন্ডোজ ১১ তে ফাইল ফোল্ডার লক করবেন
rhrtech
উইন্ডোজ ১১ ফাইল ফোল্ডার লক করার সেরা ৪টি উপায়
আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আর্টিকেল আলোচনা করব সেটি হচ্ছে । উইন্ডোজ ১১ তে কিভাবে ফাইল ফোল্ডার লক আনলক করব ? উইন্ডোজ ১১ তে যদি আপনি ফাইল ফোল্ডার আনলক করার উপায়টি জেনে নেন । তাহলে আপনি windows 7 windows 8 এবং windows 10 এগুলোতেও আপনি ওই একই নিয়মে ফাইল ফোল্ডার লক আনলক করতে পারবেন ।
আমি আমি সবথেকে বেশি উইন্ডোজ ১১ নিয়ে আলোচনা করছি । কারণ উইন্ডোজ ১১ এখন অনেক পপুলার হয়ে গিয়েছে । সবাই এখন উইন্ডোজ ১১ ব্যবহার করতেছে । উইন্ডোজ ১১ অনেক জনপ্রিয়তা পেয়েছে । তো উইন্ডোজ ১১ তে কিভাবে ফাইল ফোল্ডার লক আনলক করবেন এ বিষয় নিয়ে আজকে আপনাদের জানাবো এবং প্রাক্টিক্যালি দেখাবো ।
আপনি গুগলে সার্চ করলে অনেক সফটওয়্যার পাবেন আসলে সেগুলো সফটওয়্যার হয়ে থাকে পেইড অথবা অনেক ঝামেলাকৃত সফটওয়্যার হয়ে থাকে । আমরা অনেক এনালাইসিস করে অনেক রিসার্চ করে । সেরা চারটি উপায়ে ফাইল ফোল্ডার লক আনলক করা দেখিয়েছি এই আইডি গেলে । আপনি যদি এই চারটি উপায়ে কম্পিউটারের ফাইল ফোল্ডার আনলক লক করেন।
তাহলে সারা জীবন কোন সমস্যা হবে না । এই মাধ্যম হচ্ছে সেরা মাধ্যম । অনেক কথা বলে ফেললাম তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নেই কিভাবে আমরা চারটি উপায়ে ফাইল ফোল্ডার লক আনলক করব । তার আগে আমি জানাবো আপনাদের যে উইন্ডোজ ১১ ফাইল ফোল্ডার লক করার চারটি উপায় সম্পর্কে । এই চারটি উপায়ে কি কি তো চলুন দেখা যাক ।
- উইন্ডোজ ১১ ফাইল ফোল্ডার লক করার পদ্ধতি উপায়
- Winnar-zip সফটওয়্যার এর মাধ্যমে ফাইল ফোল্ডার লক করা
- টেক্সট ডকুমেন্ট তৈরি করে ফাইল ফোল্ডার লক করা
- Lockdir.exe সফটওয়্যার এর মাধ্যমে ফাইল ফোল্ডার লক করা
- Anvi-Folder-Locker এর মাধ্যমে ফাইল ফোল্ডার লক করা
উইন্ডোজ ১১ Winnar-zip সফটওয়্যার এর মাধ্যমে ফাইল ফোল্ডার লক করা উপায় ১
এক নম্বর উপায় হচ্ছে প্রথম কাজটি হচ্ছে আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করে আপনার ডিভাইসে ইন্সটল করে নিতে হবে সেই সফটওয়্যারটির নাম হচ্ছে উইনার Winnar - কোন সমস্যা নাই আমরা সফটওয়্যার ডাউনলোড লিংক এখানে প্রোভাইড করে দিচ্ছি ।
Winnar-Software- GO To Your Browser Then Search Here Winnar Software.
সফটওয়্যারটি ডাউনলোড করা হয়ে গেলে । তারপর আপনি সফটওয়্যারটি ইন্সটল করে নিবেন ইন্সটল করে নেওয়ার পর । চলুন আমরা স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট এর মাধ্যমে দেখিয়ে দেই আশা করি স্ক্রিনশট এর মাধ্যমে দেখিয়ে দিলে আপনারা খুব সুন্দরভাবে বিষয়টি বুঝতে পারবেন ।
Winnar-Software এর মাধ্যমে ফোল্ডার লক পদ্ধতি একঃ
সর্বপ্রথমে আপনি চলে যাবেন আপনার লোকাল ডিস্ক কে । তার মানে আপনার ফাইল ফোল্ডার অপশনে চলে যাবেন যাওয়ার পর যে ফোল্ডারটা আপনি লক করতে চাচ্ছেন পাসওয়ার্ড দিয়ে । সেই ফোল্ডার টার উপর আপনি রাইট বাটন ক্লিক করবেন । ক্লিক করার পর Add to archive এইটাতে ক্লিক করবেন । স্ক্রিনশট দেখুন ।
তারপর আপনাকে Archive Format সিলেট করতে হবে ওখানে আপনি RAR করে দিবেন। দেওয়ার পর নিচে দেখুন সেট এ পাসওয়ার্ড একটা অপশন আছে । ওখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ড দিয়ে দিন আপনার ইচ্ছামত । পাসওয়ার্ড দেওয়ার পর ওকে করুন । আপনার ফোল্ডারটি পাসওয়ার্ডের আওতায় লক হয়ে গিয়েছে । তো চলুন আমরা এবার স্ক্রিনশট এর মাধ্যমে দেখি নেই ।
আপনার যদি পাসওয়ার্ড সেট করা হয়ে যায় সেট করার পর আপনি ওকেতে ক্লিক করার পর ।সবগুলো ফাইল কনভার্ট হতে একটু সময় নেবে যদি ফাইল সাইজ একটু বড় হয়ে থাকে তাহলে একটু সময় লেগে যাবে আর যদি ফাইল সাইজ খুবই ছোট হয়ে থাকে তাহলে ১০-১৫ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে । স্ক্রিনশট দেখুন ফাইল ক্রিয়েটিং হচ্ছে এবং বাম সাইডে দেখুন একটা ফোল্ডার ক্রিয়েট হচ্ছে।
এটা সম্পূর্ণ পুরোপুরি হওয়ার পর । সাইডে আর একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে সেটা হচ্ছে জিপ ফোল্ডার । ওই জিপ ফোল্ডারের ভিতরে আপনার যেগুলো ফাইল লক করলেন ওগুলো ফাইল ওই ফোল্ডারের মধ্যে থেকে যাবে লক অবস্থায় ।
এখন আমি জিপ ফাইলের মধ্যে ঢুকে যে কোন একটা ফাইল ওপেন করার চেষ্টা করব । চেষ্টা করলে কিন্তু ওপেন হবে না পাসওয়ার্ড চাইবে। তো তখন আমাকে পাসওয়ার্ড দিয়ে ওকে করে তারপর ওই ফোল্ডার ফাইল ওপেন করতে হবে তাহলে আমি যে কোন ফাইল দেখতে পারবো যে কোন ছবি দেখতে পারবো ।
এইটা ছিল আপনার উইনার জিপ ফাইলের মাধ্যমে ফাইল ফোল্ডার লক করা । আশা করি Winnar Softaware এর মাধ্যমে কিভাবে আপনার ফাইল ফোল্ডার লক আনলক করবেন সবগুলো বিষয়টুকু বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ । এরপর আরও উপায় শেয়ার করব আপনাদের মাঝে । তো এই উপায় যদি আপনার ভালো না লেগে থাকে। তাহলে আপনি নেক্সট উপায় গুলো ফলো করতে পারেন।
টেক্সট ডকুমেন্ট তৈরি করে ফাইল ফোল্ডার লক করা ২
টেক্সট ডকুমেন্ট তৈরি করে আপনি আপনার ফাইল ফোল্ডার লক করতে পারবেন । এখানে কোন সফটওয়্যার ডাউনলোড করতে হচ্ছে না কোন সফটওয়্যার ইন্সটল করতে হচ্ছেনা । কোন প্রকার ঝামেলা নেই আপনি শুধু এই আর্টিকেল পড়ে । উইন্ডোজের ডিফল্টভাবে ফাইল ফোল্ডার লক করতে পারবেন । বিষয়টি অনেক মজার ।
এবং এভাবে ফাইল ফোল্ডার লক করে রাখলে কেউ বুঝতে পারবে না।তো ফাইল ফোল্ডার লক করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে । তা হচ্ছে যেখানে আপনি যে ফোল্ডারটি আপনি লক করতে চাচ্ছেন ঠিক ওইখানেই । আপনাকে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে নোটপ্যাড তৈরি করতে হবে । তো চলুন আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনশটে দেখে নিন ।
Step 1 :
New > Text Document । ডকুমেন্ট তৈরি হওয়ার পর আপনাকে নোটপ্যাড টি ওপেন করতে হবে ।
Step 2: টেক্সট ডকুমেন্ট এর ভিতর একটা কোড নিয়ে গিয়ে আপনাকে পেস্ট করতে হবে । করতে আমরা আপনাকে নিচে দিয়ে দেব । এই কোডের ভিতরে লাল মার্ক করা দেখুন স্ক্রিনশট দেখানো আছে। YOUR PASSWORD এই ইংরেজিতে ইওর পাসওয়ার্ড এখানে আপনি যেই পাসওয়ার্ড দিয়ে ফাইল ফোল্ডার লক করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন ।
--------------------------------------------------------------------------------------------------------------------
@ECHO OFF
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Private goto MDPrivate
:CONFIRM
echo Are you sure to lock this folder? (Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Private "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock Your Secure Folder
set/p "pass=>"
if NOT %pass%== YOUR PASSWORD goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Private
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDPrivate
md Private
echo Private created successfully
goto End
:End
--------------------------------------------------------------------------------------------------------------------পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে ctrl+S দিয়ে সেভ করে নিবেন সেভ করার পর ওখানে রিনেম করতে হবে । আপনার যে নাম ভালো লাগে সে নাম দিয়ে এক্সটেনশন টি দেবেন । মানে ডটের পর .Bat দেবেন । তারপর সেভ করবেন । তো চলুন আমি আপনাদের বিষয়টা স্ক্রিনশট আরেকটির মাধ্যমে বুঝিয়ে দিই ।
দেখুন এখানে Private এরপর .Bat দিয়ে এক্সটেনশন দেওয়া আছে । এই এক্সটেনশন টি না দিলে কোন কাজ হবে না । আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই কনসেপটি যদি আপনি পূরণ করে থাকেন তাহলে নেক্সট কনসেপ্ট শুরু করা যাক।
Step 3: Private এই ফোল্ডারটি আপনি ডাবল ক্লিক করে ওপেন করুন ওপেন করার পর আর একটি ফোল্ডার সাইটে অটোমেটিক চলে আসবে । ওই ফোল্ডারে আপনি যেগুলো লক করে রাখতে চাচ্ছেন সেগুলো কপি করে নিয়ে এসে ওই ফোল্ডারে রাখবেন । রাখার পর আপনি আবারো ওই Private.Bat ফাইলে আবার ডাবল ক্লিক করবেন ।
তারপর সিএমডি CMD অপশন আসবে ওইখানে লেখা থাকবে Are you Sure to Lock This Folder ? এটার মানে আপনি অবশ্য বুঝতে পেরেছেন এখানে বুঝাচ্ছে যে আপনি কি ফোল্ডার লক করতে চাচ্ছেন । তারপর দুটো অপশন থাকবে (Y/N) এখানে Y মানে Yes আর N মানে No ।
আপনি যদি Y টাইপ করেন টাইপ করে কিবোর্ডের Enter বাটনে ক্লিক করেন । তখন আপনার ফোল্ডারটি লক হয়ে যাবে । চলুন আমরা স্ক্রিনশটের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি ।
Y টাইপ করে ইন্টার করার পর আপনার কাঙ্খিত ফোল্ডারটি লকড হয়ে যাবে । তারপর অটোমেটিক ভাবে ওই ফাইল ফোল্ডার হাইড হয়ে যাবে । আমরা আগে যেই ফোল্ডার ক্রিয়েট করেছিলাম প্রাইভেট নামে ওই ফাইলে আবার আমাদের ডাবল ক্লিক করতে হবে ।
Step 4: ওই ফাইল ফোল্ডারের ডবল ক্লিক করার পর আবার সিএমডি CMD ওপেন হবে ওপেন হওয়ার পর ওখানে লেখা থাকবে Enter Your Password to Unlock Your Secure Folder ।
এখানে আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে YOUR PASSWORD দিয়ে রেখেছি যদি আপনি এইটা দিয়ে দেখেন তাহলে কিন্তু কাজ করবে না । আপনাকে একটি নির্দিষ্ট পাসওয়ার্ড সেট করে দিতে হবে ওখানে । তাহলে তখন কাজ করবে ।
তারপর আপনাকে আপনার পাসওয়ার্ডটি দিয়ে আবার কি বোর্ডের Enter বাটনে ক্লিক করতে হবে ।পাসওয়ার্ড দিয়ে ইন্টার করার পর আবার ওই ফাইল ফোল্ডার অটোমেটিক ভাবে চলে আসবে । আশা করি উইন্ডোজ সিস্টেমের ডিফল্টভাবে যেই লক করা যেত এ বিষয়টি বুঝতে পেরেছেন ।
উইন্ডোজ ১১ ফাইল ফোল্ডার লক করার সফটওয়্যার
আমরা ইতিমধ্যে দুইটা উপায় আপনাদের শেয়ার করেছি এবং ভালোভাবে বুঝিয়েছি । এখন আমরা দেখাবো আরো দুইটা সফটওয়্যার এর মাধ্যমে আপনি কিভাবে আপনার ফাইল ফোল্ডার লক করবেন । আপনি যদি গুগলে সার্চ করেন কিংবা ইউটিউব এ সার্চ করেন ।
যে কিভাবে ফাইল ফোল্ডার লক করবেন তাহলে ওরা অনেক পেইড সফটওয়্যার নিয়ে আলোচনা করে তো ওগুলো অনেক ঝামেলা করে ওগুলো ব্যবহার করতে অনেক সমস্যা ফেস করতে হয় । তো আমরা ফ্রি দুটো সফটওয়্যার নিয়ে আলোচনা করব এবং দুইটা সফটওয়্যার এর কাজ সম্পূর্ণভাবে দেখাবো ।
Lockdir.exe সফটওয়্যার এর মাধ্যমে ফাইল ফোল্ডার লক করা
Lockdir.exe এইটা একটি অনেক ইউজফুল সফটওয়্যার । এই সফটওয়্যার অনেকেই ব্যবহার করে থাকে এবং এটার রিভিউ খুব ভালো । এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি যদি ফাইল ফোল্ডার লক করে রাখেন তাহলে কেউ খুলতে পারবেনা আপনার স্ট্রং পাসওয়ার্ড দিয়ে আপনি যদি লক করে রাখেন । তো চলুন এই সফটওয়্যার এর মাধ্যমে আমরা কিভাবে ফাইল ফোল্ডার লক করব দেখে নেই ।
Step 1 : প্রথমে একটা কথা মাথায় রাখতে হবে আপনি যে ফোল্ডার লক করতে চাচ্ছেন সে ফোল্ডারের ভিতরে ওই সফটওয়্যারটি রাখতে হবে । তো প্রথমে আপনাদের জানাই এই সফটওয়্যারটি কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন । সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনি আমার দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি সফটওয়্যার ডাউনলোড করে নেবেন ।
Step 2 : সফটওয়্যার ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যারটি আপনি যে ফোল্ডারে লক করে রাখতে চাচ্ছেন সেই ফোল্ডারটির ভিতরে গিয়ে আপনি এই সফটওয়্যারটি কপি করে নিয়ে গিয়ে রাখবেন ।
যেমন দেখুন স্ক্রিনশট দেখায় আপনাদের ।
Step 3 : সফটওয়্যারটি কপি করে নিয়ে গিয়ে যে ফোল্ডার ব্লক করবেন ওই ফোল্ডারে রাখার পর ।সফটওয়্যার এর উপর ডাবল ক্লিক করে ওপেন করবেন ।
ওপেন করার পর পাসওয়ার্ড দিয়ে দিবেন । পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর Protect এ ক্লিক করবেন । তাহলে আপনার ফাইল ফোল্ডার প্রটেক্ট হয়ে গেল এবং লক হয়ে গেল ।
Anvi-Folder-Locker এর মাধ্যমে ফাইল ফোল্ডার লক করা
ফাইনালি লাস্ট স্টেপে এসে আমরা দেখব আরেকটি সফটওয়্যার এর মাধ্যমে কিভাবে আমরা ফাইল ফোল্ডার লক করতে পারি । এটি একটি আরো জনপ্রিয় একটি সফটওয়্যার । এই সফটওয়্যার ও অনেক জনপ্রিয় এবং এটিও রিভিউ অনেক সুন্দর ভালো । এই সফটওয়্যার হিউজপরিমাণ ইউজার রয়েছে এটা অনেক ইউজফুল একটি সফটওয়্যার ।
আমরা প্রথম দিকে শেয়ার করেছি নরমাল কিছু বিষয় নিয়ে এখন যেগুলো আসতেছে সেগুলো শেয়ার করতেছি এগুলো হচ্ছে বেস্ট সফটওয়্যার আপনি চাইলে এগুলো সফটওয়্যার মাধ্যমে ফাইল ফোল্ডার লক করতে পারেন ।
তো প্রথমে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন সফটওয়্যারটি কোথায় পাবেন আমরা এখানে সফটওয়্যারটি ডাউনলোডের লিংক দিয়ে দেব । চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেই কিভাবে সফটওয়্যার ডাউনলোড করে এটার কাজ শুরু করব ।
Step 1 : সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমাদের দেওয়ার লিংকে ক্লিক করলে আপনার ডিভাইসে সরাসরি সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে । সফটওয়্যারটির নাম Anvi Folder Locker । এই সফটওয়্যারটি ডাউনলোডের লিংক নিচে দেওয়া হল আপনারা চাইলে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন কিংবা গুগলে সার্চ দিয়েও ডাউনলোড করে নিতে পারেন ।
সফটওয়্যারটি ডাউনলোড করা হয়ে গেলে আমরা স্টেপ 2 এ বাকি কাজগুলো দেখিয়ে দেব ।
Step 2: সফটওয়্যারটি ডাউনলোড করার পর আপনি আপনার ডিভাইসে সফটওয়্যারটি ইন্সটল করে নেবেন ইন্সটল প্রসেস শেষ হওয়ার পর। ফিনিশে ক্লিক করে ওকে করে দেবেন ।
আপনার ডিভাইসের সফটওয়্যারটি ইন্সটল হয়ে গিয়েছে ।
Step 3: ইনস্টল হওয়ার পর আপনার ডেক্সটপে দেখবেন ওই সফটওয়্যার এর শর্টকাট ভার্সন শো করবে।
তখন আপনার কাজ হচ্ছে ওই সফটওয়্যার এর ওপর ডাবল ক্লিক করে ওপেন করা । ওপেন করার পর ওখানে তিনটা স্টেপ আপনাকে পূরণ করতে হবে একটা হচ্ছে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে তারপর ওই পাসওয়ার্ডটি পুনরায় দ্বিতীয় স্টেপে দিতে হবে । দেওয়ার পর তিন নাম্বার স্টেপে গিয়ে আপনাকে ইমেইল দিতে হবে ।
যাতে করে আপনি যদি কোন সময় আপনার এই সফটওয়্যার এর পাসওয়ার্ড ভুলে যান সে ক্ষেত্রে আপনি ফরওয়ার্ড করতে পারবেন তখন আপনার ইমেইলের মাধ্যমে পিন দেওয়া হবে ভেরিফাই করার পর আপনার পাসওয়ার্ডটি আবার ফরগেট করতে পারবেন । তো এই সফটওয়্যারটি সেটা করে একদম ইজি , আশা করি আপনি নিজে নিজে ভাল হবে সেটা করে নিতে পারবেন ।
Step 4: আপনি যে ফোল্ডারটি লক করতে যাচ্ছেন সেই ফোল্ডারের চলে যাবেন যাওয়ার পর ওই ফোল্ডারের উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পর । সবার নিচে চেক করে দেখবেন যে লেখা আছে Lock With Anvi Folder Locker ওখানে আপনাকে ক্লিক করতে হবে ।
লেখক এর শেষ মন্তব্য
প্রিয় পাঠক, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি উইন্ডোজ ১১ তে কিভাবে ফাইল ফোল্ডার লক করবেন । এগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করেছি । তো আশা করি আপনি বিষয়গুলো সম্পূর্ণ ভালোভাবে বুঝেছেন এবং পড়েছেন । আর কোথাও যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনার সমস্যাটা সমাধান করে দেয়ার চেষ্টা করব ।
আর এই আর্টিকেল পড়ে যদি আপনি বিন্দু পরিমান উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না । আর প্রযুক্তি বিষয়ে কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ।
এই ওয়েবসাইটের নিতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url