ফাইবার কি এবং ফাইবার মার্কেটপ্লেস সম্পর্কে সকল বিস্তারিত

 প্রিয় পাঠক, ফাইবার হল একটি প্রফেশনাল মার্কেটপ্লেস ফাইবার মার্কেটপ্লেসে মানুষ আছে সেলার খুজতে এবং বায়ার খুঁজতে । ফাইবার মার্কেটপ্লেসে অর্থের বিনিময়ে বায়াররা সেলারের মাধ্যমে কাজ করে নিয়ে থাকেন । তো আপনি কিভাবে প্রফেশনাল ভাবে একটি কাজের উপর দক্ষতা অর্জন করে ফাইবার মার্কেটপ্লেসে আপনার ক্যারিয়ার সাজাবেন । 
ফাইবার কি এবং ফাইবার মার্কেটপ্লেস সম্পর্কে সকল বিস্তারিত
সবকিছু নিয়ে আজকের এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে । আশা করি আপনি যদি এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে ভালো একটি গাইডলাইন এবং ফাইবার মার্কেটপ্লেস সম্বন্ধে সব ধারণা ক্লিয়ার হয়ে যাবে । এবং সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ।

ফাইবার মার্কেটপ্লেস কি ফাইবার মার্কেটপ্লেসে কিভাবে কাজ করে

আমরা অনেকেই fiver মার্কেটপ্লেস সম্পর্কের জানিনা । আবার অনেকেই আছে মার্কেটপ্লেসটা মানেই বোঝেনা । তো আমরা একদম বেসিক থেকে শুরু করব ফাইবার মার্কেটপ্লেস আসলে কি এটি কিভাবে কাজ করে । সহজ ভাষায় বলতে গেলে ফাইবার মার্কেটপ্লেস হচ্ছে একটি বাজার যেমন ধরুন আপনার এলাকায় একটা বাজার রয়েছে ওই বাজারে আপনি একটা দোকান খুলে বসলেন । 

তো আপনার দোকানে বিভিন্ন রকমের পণ্য আছে আপনি সেগুলো পণ্য বিক্রি করে টাকা উপার্জন করতে পারেন ।তো এই ক্ষেত্রেও একই বিষয় ফাইবার মার্কেটপ্লেস টাও এমন একটি জায়গা যেখানে আপনি ফ্রিল্যান্সিংয়ের যে কোন একটা সেক্টরের কাজ শিখে দক্ষতা অর্জন করে আপনি ফাইবার মার্কেটপ্লেসে দোকান খুলতে পারেন । মানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন । 

তো ফাইবার মার্কেটপ্লেসে একাউন্ট করতে হলে প্রথমত আপনাকে কোন কাজের উপর দক্ষতা অর্জন করতে হবে সেটি যেই কাজই হোক । যেমন ধরুন ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, লোগো ডিজাইন, ইত্যাদি ইত্যাদি । ফ্রিল্যান্সিং সেক্টরে কাজের অভাব নাই আপনি যেকোন একটা কাজ নিয়ে দক্ষতা অর্জন করতে পারলে। 
তারপর আপনি ফাইবার মার্কেটপ্লেসে এসে একটি সুন্দর করে প্রফেশনাল ভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন । তৈরি করার পর আপনার প্রোফাইল সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর একটা গিগ তৈরি করবেন । এখন হয়তো আপনার মাথায় আসতে পারে এই গিগ টা কি ? এগুলো নিয়ে কোন চিন্তা করার দরকার নেই ।

আমরা নিজের শিরোনামের নিচের আর্টিকেলে আরো আলোচনা করতেছি গিগ নিয়ে । আপনি শুধু এখন জেনে রাখেন যে ফাইবার মার্কেটপ্লেস কি এবং ফাইবার মার্কেটপ্লেস কিভাবে কাজ করে । আশা করি ফাইবার মার্কেটপ্লেস কি এগুলো সম্পর্কে আপনার ধারণা ক্লিয়ার হয়েছে । 

আর যদি কোন সমস্যা থেকে থাকে বুঝতে কোন সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কোথায় আপনার বুঝতে সমস্যা আমরা আপনাকে সাহায্য করবো ।

ফাইবার মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করার আগে যেগুলো বিষয়ে জানতে হবে

খাইবার মার্কেটপ্লেস এ একাউন্ট করার আগে আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে তার মধ্যে ফার্স্ট হচ্ছে আপনাকে প্রফেশনাল ভাবে কাজ শিখতে হবে প্রফেশনাল ভাবে ওই একটা স্পেসিফিক কাজ নিয়ে দক্ষতা অর্জন করতে হবে । আপনার মাথায় অবশ্যই ঘুরপাক খেতে পারে একটা প্রশ্ন যে আমি কি ফাইবারে ভালো কিছু করতে পারবো ।

আমি কি ফাইবারে ভালোভাবে কাজ করতে পারব প্রফেশনাল কাজ করতে পারব । দেখুন ফাইবারে যেমন প্রফেশনাল কাজের চাহিদা রয়েছে তেমনি প্রফেশনাল মানুষ এবং প্রফেশনাল সেলারেরও চাহিদা রয়েছে । তাই আপনাকে প্রথমত একটা বিষয় মাথায় রাখতে হবে ফাইবারে যদি আপনি সাকসেস হতে চান তাহলে আপনাকে প্রফেশনাল ভাবে যেকোনো একটা কাজের উপর দক্ষতা অর্জন করতে হবে।
উদাহরণ হিসেবে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি আমরা হয়তোবা এটাই বুঝে থাকি যে ধরুন যে গ্রাফিক্স ডিজাইন একটা কাজ। তো গ্রাফিক্স ডিজাইনের ভেতরে কিন্তু অনেক ক্যাটাগরি রয়েছে । আমরা অনেকেই মনে করি যে গ্রাফিক্স ডিজাইন জানে। মানে সে সবকিছু ডিজাইন জানে বিষয়টা কিন্তু এমন না । গ্রাফিক্স ডিজাইনের ভেতর যেগুলো ক্যাটাগরি রয়েছে।

তার মধ্যে আমি কয়েকটি ক্যাটাগরি তুলে ধরছি তার মধ্যে রয়েছে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন । এখানে আরো অনেক ক্যাটাগরি রয়েছে আমি এই কয়টা স্পেসিফিক ক্যাটাগরি তুলে ধরলাম । তো ধরুন আপনি লোগো ডিজাইন নিয়েই কাজ করে যাচ্ছেন এবং লোগো ডিজাইনে আপনি একজন প্রফেশনাল ডিজাইনার । 

আপনি যদি এই একটা স্পেসিফিক বিষয় নিয়ে একটা স্পেসিফিক স্কিল অর্জন করে থাকেন তাহলে আপনি ফাইবার মার্কেটপ্লেসে সফলতা অর্জন করতে পারবেন । এবং কেউ আপনাকে আটকাতে পারবেনা । প্রথমে আপনাদের বলেছি ফাইবার মার্কেটপ্লেসের যেমন প্রফেশনাল কাজের চাহিদা রয়েছে তেমন কিন্তু প্রফেশনাল মানুষেরও চাহিদা রয়েছে ।
প্রফেশনাল মানুষ বলতে যিনি সার্ভিস প্রোভাইড করে যিনি সেলার তাকে বোঝানো হয়েছে । এবং সবশেষে আরো কিছু বিষয় আপনাদের বলে দেই তার মধ্যে হচ্ছে ফাইবারে ভালো কিছু করতে হলে আপনাকে প্রথমত আরো কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। তার মধ্যে একটি হচ্ছে কমিউনিকেশন স্কিল, তার মানে হচ্ছে কথা বলার ধরন ।

আপনাকে বায়ারের সাথে কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে, আপনার কথা বলার ধরন দেখে যেন বায়ার ইম্প্রেসড হয় এই রকম কথা বলার ধরন জানতে হবে ।আপনি যদি কথা বলতে না পারেন তাহলে মার্কেটপ্লেসে ভালো কিছু করতে পারবেন না । তাই প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে যে কোন একটি বিষয়ে দক্ষতা এবং প্রফেশনাল ভাবে কাজ শিখতে হবে ।

এবং কমিউনিকেশন স্কিল পারফেক্ট হতে হবে । তারপর আরো কিছু বিষয় রয়েছে তার মধ্যে হচ্ছে আপনার সার্ভিসের প্যাকেজটি ভ্যালুয়েবল রাখতে হবে । সার্ভিস সুন্দরভাবে সাজাতে হবে তার মানে হচ্ছে আপনার প্রোফাইলের গিগ সবকিছু পারফেক্ট ভাবে সাজাতে হবে । যখন দেখবেন যে আপনার সবকিছু পারফেক্ট নেই রয়েছে সবকিছু প্রফেশনাল টাইপের হয়ে গিয়েছে । 

তখন ফাইবার অ্যালগরিদম আপনার অ্যাকাউন্ট কে আপনার গিগ কে ফাইবার অ্যালগরিদম নিজেই রেঙ্কে তুলে দিবে । আপনাকে বায়ার খুঁজতে হবে না আপনার অ্যাকাউন্ট কে ফাইবার নিজেই যতগুলো বায়ার রয়েছে সবার কাছে পৌঁছে দেবে । তাই প্রথমত আগে যেকোনো একটি বিষয়ে দক্ষতা অর্জন করুন এবং কথা বলা শিখুন কমিউনিকেশন স্কিল ডেভলপ করুন । 
ইনশাআল্লাহ তখনই আপনি ফাইবার মার্কেটপ্লেসে ভালো কিছু করতে পারবেন । আশা করি ফাইবার মার্কেটপ্লেসে একাউন্ট করার আগে যেগুলো বিষয়ে জানতে হবে সেগুলো বিষয় জানতে পেরেছেন আর কোন কিছুতে যদি কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।

ফাইবার মার্কেটপ্লেস এর সুবিধা

ফাইবার মার্কেটপ্লেস হচ্ছে একটি প্রফেশনাল মার্কেটপ্লেস, ফাইবার মার্কেটপ্লেস এর সুবিধা বলতে গেলে বলেও শেষ করা যাবে না । ফাইবার মার্কেটপ্লেস অন্যান্য মার্কেটপ্লেস এর মত যেমন ধরুন ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস এ বিট করতে হয় কনটেস্ট করতে হয় । কিন্তু ফাইবার মার্কেটপ্লেস এর ক্ষেত্রে ফাইবারে কখনো কোন সময় কনটেস্ট করতে হয় না । 

ফাইবারে শুধু যেকোনো একটি কাজ নিয়ে দক্ষতা অর্জন করলে সেই কাজের উপর সার্ভিস প্রোভাইড করে একটা গিগ তৈরি করা হয় আর ওই গিগ যদি প্রফেশনাল টাইপের হয়ে থাকে একদম পারফেক্ট হয়ে থাকে । তাহলে ফাইবার নিজেই দিকটাকের ব্যাঙ্কে নিয়ে যায় । এবং সেখান থেকেই বায়ার চলে আসে আমাদের প্রোফাইলে এসে আমাদের সম্পর্কে দেখে ।
এবং আমরা কেমন কাজ করি কেমন সার্ভিস প্রোভাইড করি সবকিছু দেখে তারপর আমাদের মেসেজ করে । তারপর বায়ার সেলার এর সঙ্গে কমিউনিকেশন করে কথা বলে তার কমিউনিকেশন যদি ভালো হয়ে থাকে তাহলে তাকে সার্ভিসটি দিয়ে থাকে এবং তাকে একটি মূল্য দিয়ে থাকে । তারপরেও আরো কিছু মাধ্যম রয়েছে এখানে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠিয়েও কাজ পেতে পারেন । 

ফাইবারে সব সময় বায়ার রা পোস্ট করে থাকেন তাদের কাজ বিষয়ে যে এরকম কাজের জন্য লোক প্রয়োজন এরকম অফার দিয়ে থাকেন সেখানে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারেন আপনি সুন্দর করে একটি বার রিকোয়েস্ট সাজিয়ে পোস্ট করতে পারেন।আর আপনার বাইয়ের রিকোয়েস্ট পোস্ট যদি বায়ারের পছন্দ হয়ে যায় তাহলে আপনাকে সেখান থেকে অর্ডার দিবে । 
আপনি যদি ভাল দক্ষতা অর্জন করে ফাইবারে মিনিমাম 40 থেকে 50 টা বায়ার ম্যানেজ করতে পারেন এবং তাদের সাথে যদি আপনার একটা ভালো সম্পর্ক হয়ে যায় এবং আপনি যদি ফাইবারে ভালো রিভিউ অর্জন করতে পারেন তাহলে এই ফাইবারে হতে পারে আপনার ক্যারিয়ার । আশা করি বিষয়টা ভালো বুঝতে পেরেছেন ।

ফাইবার মার্কেটপ্লেসে কি কি কাজ পাওয়া যায়

ফাইবার মার্কেটপ্লেসে কাজের অভাব নেই, ফাইবার মার্কেটপ্লেস এর কাজ আমি এই আর্টিকেলে দিয়েও ফুরাতে পারবো না , তবে আমি কিছু স্পেসিফিক কাজ নিয়ে আপনাদের তুলে ধরছি । আপনি যদি একটা বিষয়ে কিংবা একটা নিস নিয়ে একটা ক্যাটাগরি নিয়ে দক্ষতা অর্জন করলে ফাইবারে কাজ শুরু করে দিতে পারবেন । 

তার জন্য আপনাকে এক্সপার্ট হতে হবে প্রফেশনাল কাজ জানতে হবে । নরমাল টাইপের কাজ শিখে কখনো ফাইবারে ভালো কিছু করতে পারবেন না । তো চলুন ফাইবার মার্কেটপ্লেস এ কি কি কাজ পাওয়া যায় আমরা একটা তালিকার মাধ্যমে দেখিয়ে দেই ।
  • গ্রাফিক্স ডিজাইন (Graphics Design)
  • ডিজিটাল মার্কেটিং (Digital Marketing)
  • রাইটিং এন্ড ট্রান্সলেশন (Writing & Translation)
  • Video এডিটিং এবং এনিমেশন (Video & Animation)
  • মিউজিক এন্ড অডিও (Music & Audio)
  • ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট (Web Design & Development)
  • ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট (Virtual Assistant)

গ্রাফিক্স ডিজাইন (Graphics Design)

গ্রাফিক্স ডিজাইন হচ্ছে একটি সর্বোচ্চ বড় ক্যাটাগরি এই গ্রাফিক্স ডিজাইনের মধ্যে রয়েছে আরো অনেক ক্যাটাগরি যেমন যেমন লোগো ডিজাইন ইলুস্ট্রেশন এডোবি ফটোশপ আইকন ডিজাইন প্যাটার্ন ডিজাইন ল্যান্ডস্কেপ ডিজাইন ইত্যাদি ইত্যাদি ।
অনেক ধরনের কাজ রয়েছে অনেক ধরনের ডিজাইন রয়েছে। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন এর যে কোন একটা ক্যাটাগরি নিয়ে কাজ শিখতে চান তাহলে যেকোনো একটা ক্যাটাগরি নিয়েই কাজ করতে হবে । আশা করি গ্রাফিক ডিজাইনের বিষয়টা বুঝতে পেরেছেন ।

ডিজিটাল মার্কেটিং (Digital Marketing)

ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কিন্তু অনেক অনেক বেশি । আপনি যদি ডিজিটাল মার্কেটিং যে কোন একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন এবং ওই কাজে যদি দক্ষতা অর্জন করে থাকেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন । ফ্রিল্যান্সিংয়ের কোন কাজই ছোট না সব কাজ করে আপনি ভালো কিছু করতে পারবেন । 

ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক ক্যাটাগরি রয়েছে তার মধ্যে রয়েছে সার্চ ইঞ্জিন optimization, সোশ্যাল মিডিয়াম মার্কেটিং ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ভিডিও মার্কেটিং, কমিউনিটি ম্যানেজমেন্ট লোকাল এসিও, টেক্সট মেসেজ মার্কেটিং , ইত্যাদি ইত্যাদি অনেক ক্যাটাগরির কাজ রয়েছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ।

রাইটিং এন্ড ট্রান্সলেশন (Writing & Translation)

রাইটিং এন্ড ট্রান্সলেশন এর ক্ষেত্রেও আপনি যদি রাইটিং এ এক্সপার্ট হন এবং ট্রান্সলেশন এক্সপার্ট হন তাহলে ফাইবারে আপনি ভাল ক্যারিয়ার করতে পারবেন । যেমন ধরুন আপনি আর্টিকেল রাইটিং করতে পারেন কিংবা ট্রান্সলেশন করতে পারেন স্পেসিফিক কোন ভাষা থেকে আরেকটি ল্যাঙ্গুয়েজে। যেমন ধরুন আপনি ইংরেজি ল্যাঙ্গুয়েজ থেকে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারেন । 

এরকম ভাবে আপনি যেকোন ভাষা ল্যাংগুয়েজ ট্রান্সলেশন করতে পারেন । তারপর রয়েছে কোয়ালিটি ফুল আর্টিকেল রাইটিং আপনি যদি একজন ভালো আর্টিকেল রাইটার হয়ে থাকেন এবং একটি আর্টিকেল এসিও ফ্রেন্ডলি লিখতে পারেন এবং ওয়েবসাইটে ব্লগ আর্টিকেল দেখতে পারেন তাহলে আপনি রাইটিং এন্ড ট্রান্সলেশন করেও ফাইবারে ভালো কিছু করতে পারবেন । 
writing and translation-এর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে যেমন কন্টেন্ট রাইটিং আর্টিকেল এন্ড ব্লগ পোস্ট ট্রান্সলেশন ওয়েবসাইট কনটেন্ট, স্ক্রিপ্ট রাইটিং, ক্রিয়েটিভ রাইটিং, ট্রান্সক্রিপশন ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কাজ রয়েছে এ রাইটিং ট্রান্সলেশন এর মধ্যে আপনি চাইলে এই বিষয়টিতেও দক্ষতা অর্জন করতে পারেন ।

Video এডিটিং এবং এনিমেশন (Video & Animation)

ভিডিও এডিটিং এবং এনিমেশানের স্তর টা অনেক বড় তবে ভিডিও এডিটিং এবং এনিমেশনের কাজ প্রফেশনালি শিখতে গেলে অনেক সময় লেগে যায় । আপনি বেসিকভাবে ভিডিও এডিটিং শিখে কখনো ভালো কিছু করতে পারবেন না মার্কেটপ্লেসে ভালো কিছু করতে হলে আপনাকে আগে ভিডিও এডিটিং এর দক্ষতা অর্জন করতে হবে এবং প্রফেশনাল ভিডিও এডিটর হতে হবে । 

যেমন ক্যারেক্টার অ্যানিমেশন, লোগো অনিমেশন, টেক্সট অ্যানিমেশন, ভিডিও টেমপ্লেট এডিটিং, ইন্ট্রো এবং আউট্রো ভিডিওস , 3D থ্রিডি প্রডাক্ট অ্যানিমেশন, স্লাইড শো ভিডিওস, কর্পোরেট ভিডিওস, এবং প্রফেশনাল ভিডিও এডিটিং । 

এরকম অনেকগুলো ক্যাটাগরি রয়েছে আপনি এগুলো ঘেটে ঘেঁটে দেখতে পারেন ফাইবারে গিয়ে । এবং আপনি ভালো একটা আইটি ইনস্টিটিউট দেখে কোর্স করে ভালোভাবে এডিটিং শিখতে পারেন ।

মিউজিক এন্ড অডিও (Music & Audio)

মিউজিক এবং অডিও এর কাজ শিখেও আপনি ফাইবার মার্কেটপ্লেসে আপনার ক্যারিয়ার সাজাতে পারেন , তার জন্য আপনাকে প্রফেশনাল ভাবে কাজ শিখতে হবে মিউজিক এন্ড অডিওর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে যেমন প্রডিউসার এন্ড কম্পসার্স, তারপর রয়েছে সং রাইটার Songwriters, Beat Making, Singers & Vocalists, Session Musicians, Jingles & Intros,
এরকম অনেক ক্যাটাগরি রয়েছে ভয়েস ওভার একটা ক্যাটাগরি রয়েছে তারপর ডিজে মিক্সিং ক্যাটাগরি রয়েছে সাউন্ড ডিজাইন ক্যাটাগরি রয়েছে । ইত্যাদি ইত্যাদি অনেক ক্যাটাগরি রয়েছে । তো আপনি চাইলেও এই ক্যাটাগরি নিয়েও কাজ শিখে ফাইবারে কাজ করতে পারেন ।

ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট (Web Design & Development)

ওয়েব ডিজাইনের ক্যাটাগরিটা রয়েছে অনেক বড় তার মধ্যে ওয়েব ডিজাইন শিখতে লাগে অনেক সময় এবং ওয়েব ডিজাইন শিখতে হলে আপনার ধৈর্য শক্তি বাড়াতে হবে । এবং আপনি যদি ধৈর্য শক্তি দিয়ে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ডিজাইন ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনাকে ফ্রিল্যান্সিং সেক্টরে কেউ আটকাতে পারবে না । 

ওয়েব ডিজাইনের ক্ষেত্রে অনেকগুলো ডিজাইন রয়েছে তার মধ্যে রয়েছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট ওয়েবসাইট মেন্টেনেন্স ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, শপিফাই, সফটওয়্যার ডেভেলপমেন্ট রয়েছে, ওয়েবসাইট টু অ্যাপ ইত্যাদি ইত্যাদি অনেক ডিজাইন রয়েছে আপনি যে কোন একটা বিষয়ে দক্ষতা অর্জন করতে পারেন ।

ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট (Virtual Assistant)

ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এমন একটি সেবা আপনি আপনার ঘরে বসে থেকে আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপের মাধ্যমে অনলাইনে সারা বিষ্যের যে কোন কোম্পানিকে সাহায্য করতে পারবেন । এই কাজের জন্য প্রথমত আপনাকে কম্পিউটারের সঠিক ব্যবহার জানতে হবে।

এবং ইংলিশে ইংরেজিতে ভালোভাবে কমিউনিকেশন করতে জানতে হবে ইংরেজিতে ভালোভাবে কথা বলা জানতে হবে । আশা করি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সম্বন্ধে বুঝতে পেরেছেন ।

ফাইবার একাউন্ট প্রফেশনাল ভাবে খোলার নিয়ম

আপনি যদি একটা ভালো স্কিল অর্জন করে থাকেন যে কোন একটা কাজের উপর ভালো দক্ষতা অর্জন করে থাকেন তাহলে এখন সময় আপনাকে প্রফেশনাল ভাবে একটি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার । আপনাদের জন্য একটা সুখবর রয়েছে আপনি যদি আমার দেওয়া লিংকে ক্লিক করে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে ১০০ ডলার বোনাস পেয়ে যাবেন ।

আমার দেওয়া লিংকে ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ক্লিক করুন Fiverr.com

প্রফেশনাল ভাবে ফাইবার একাউন্ট তৈরি করতে আরো একটি আর্টিকেল তৈরি করা হয়েছে । আপনি এই লিঙ্কে ক্লিক করে প্রফেশনাল ভাবে ভাইবার মার্কেটপ্লেস একাউন্ট তৈরি করার পুরো নিয়মটি দেখে অ্যাকাউন্ট করুন ।

ফাইবার মার্কেটপ্লেস কাদের জন্য সেরা

যারা যারা চাকরি করতে চান না এবং স্বপ্ন রয়েছে যে অনলাইন জগতে ভালো কিছু করবে, এবং ভালো একটা ধৈর্য শক্তি রয়েছে, আর ভালো দক্ষতার উপর কাজ করে দিয়ে অর্থ উপার্জন করবে এ কথা যদি ভেবে থাকে তাহলে ফাইবার মার্কেটপ্লেস হচ্ছে তাদের জন্য সেরা । অনলাইনে অনেক সার্ভিস রয়েছে যেমন গ্রাফিক্স ডিজাইন এর একটি সার্ভিস ডিজিটাল মার্কেটিং এর একটি সার্ভিস ইত্যাদি।
অনেক ধরনের সার্ভিস রয়েছে । এইসব কাজের উপর দক্ষতা অর্জন করে অনলাইনে অনেক মানুষ কাছ থেকে অর্থ উপার্জন করতেছেন ফাইবার মার্কেটপ্লেস থেকে । আপনি চাইলেও একজন ভালো দক্ষ ফ্রিল্যান্সার হয়ে সাইবার মার্কেটপ্লেসের কাজ শুরু করে দিতে পারেন । তার জন্য আপনাকে যেকোনো একটি কাজে দক্ষতা অর্জন করতে হবে।

যেমন ধরেন গ্রাফিক্স ডিজাইন কিংবা ডিজিটাল মার্কেটিং । আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর এক্সপার্ট হতে চান তাহলে আপনাকে ডিজিটাল মার্কেটিং এর যে কোন একটা স্পেসিফিক ক্যাটাগরিতে কাজ শিখতে হবে সব ক্যাটাগরিতে কাজ শিখতে গেলে আপনি পারবেন না ।

কাজ শেখা হয়ে গেলে ফাইবার মার্কেটপ্লেসে আপনি একাউন্ট করে অর্থ উপার্জন করতে পারবেন । সব দিক দিয়ে ফাইবার মার্কেটপ্লেস হচ্ছে সেরা একটি মার্কেটপ্লেস ।

ফাইবার মার্কেটপ্লেস গিগ কি ও কিভাবে তৈরি করে

ফাইবার মার্কেটপ্লেস এর গিগ সম্পর্কে আমরা অনেকেই জানিনা । ফাইবারের গিগ মানে হচ্ছে যে একটা সার্ভিসের ডিটেইলস । ধরুন আপনি গ্রাফিক্স ডিজাইনের লোগো ডিজাইন করতে পারেন তো লোগো ডিজাইনের সব কিছু রিকোয়ারমেন্টস আপনি লোগো ডিজাইন করে দিবেন সেই ডিজাইন করে দেওয়ার বিনিময়ে আপনি কত মূল্য নির্ধারণ করেছেন। 

এবং কেমন ডিজাইন করে দেবেন এগুলো বিষয় নিয়ে সম্পূর্ণ একটি তথ্য সাজিয়ে ফাইবার মার্কেটপ্লেসে রাখা যায় । এই তথ্যগুলো যেখানে রাখলাম ওই জায়গাটাকেই বলা হয় গিগ । আশা করি গিগ এর বিষয়টা বুঝতে পেরেছেন ।

ফাইবার গিগ র‌্যাংকে নিয়ে আসার গোপন ট্রিক্স

ফাইবার গিগ ব্যাংকে নিয়ে আসার জন্য প্রথমতই আপনাকে একটিভ থাকতে হবে । এবং আপনার গীগ ভালোভাবে সাজানো থাকতে হবে । বায়ার মেসেজ দিলে দেরি করে রিপ্লাই দেওয়া যাবে না । বা আর মেসেজ দিলে সাথে সাথে রেসপন্স করতে হবে ।
গিগের টাইটেলে মেইন কিওয়ার্ড ব্যবহার করতে হবে । মেইন কিওয়ার্ড ডেসক্রিপশনে বারবার ব্যবহার করা যাবে না । ইম্প্রেসিভ একটা ইমেজ তৈরি করতে হবে। এ সকল বিষয়গুলো যদি আপনি পালন করতে পারেন তাহলে আপনার ফাইবার গিগ ব্যাংকে উঠে যাবে ইনশাআল্লাহ ।

ফাইবার মার্কেটপ্লেসে কিভাবে কাজ পাবো ও কাজ পাওয়ার উপায়

আমরা উপরোক্ত আর্টিকেলের যতগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি আপনি যদি সম্পূর্ণটা ভালোভাবে পড়ে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন ফাইবার মার্কেটপ্লেসে কিভাবে কাজ পাবেন এবং কাজ পাওয়ার উপায় এগুলো সম্বন্ধে । তবে ফাইবার মার্কেটপ্লেস এ কাজ পাওয়ার আরো কয়েকটি গোপন ট্রিক্স রয়েছে তার মধ্যে এক নাম্বার হচ্ছে । 
আপনার গিগ যত জায়গায় পারেন শেয়ার করে দিবেন এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনি আপনার বায়ার খুঁজবেন । গিগ রেংকিং নিয়ে যদি কোন সমস্যা হয়ে থাকে কিংবা আরো কিছু জানার থেকে থাকে আপনার তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই আপনাকে আরো কিছু বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ।

লেখক এর শেষ মন্তব্য

প্রিয় পাঠক আজকে আমাদের আর্টিকেলের আলোচ্য বিষয় ছিল ফাইবার কি এবং ফাইবার মার্কেটপ্লেস সম্পর্কে সকল বিস্তারিত । আপনি যদি আর্টিকেলটি সম্পন্ন পুরোপুরি মনোযোগ দিয়ে পড়ে থাকেন আশা করি ভালো কিছু শিখতে পেরেছেন এবং ভালো কিছু বুঝতে পেরেছেন । আমরা সবসময় পাঠকদের সবথেকে সেরা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি এবং সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি ।

আমাদের এই ওয়েবসাইটে প্রতিনিয়ত অনলাইন ইনকাম রিলেটেড এবং সঠিক গাইডলাইন তারপর সঠিক ইনফরমেশন পাবলিশ করা হয় । আপনি যদি সঠিক ইনফরমেশন এবং সঠিক গাইডলাইন পেতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট প্রতিনিয়ত ভিজিট করবেন । আর এর আর্টিকেলের মাধ্যমে আপনি যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নিতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url