প্রফেশনাল ভাবে নতুন ফাইবার একাউন্ট খোলার নিয়ম

প্রিয় পাঠক আপনি কি প্রফেশনাল ভাবে নতুন ফাইবার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, আপনি যদি একটি প্রফেশনাল ভাবে নতুন ফাইবার একাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই এই আর্টিকেলটি আপনার জন্য খুবই উপকৃত। অনেকেই প্রপার ভাবে ফাইবার একাউন্ট খোলা দেখায় না । তো কিভাবে একটি প্রফেশনাল ভাবে নতুন ফাইবার অ্যাকাউন্ট খুলবেন।
ফাইবার একাউন্ট খোলার নিয়ম
সবকিছু প্রপার ভাবে একদম এ-টু জেড সবকিছু নিয়ে এই আর্টিকেলে সম্পুর্ন্ন আলোচনা করা হয়েছে।এবং সবশেষে কিভাবে কাজ পাবেন এগুলো বিষয় নিয়ে গোপন ট্রিক্স শেয়ার করা হয়েছে আশা করছি আপনি এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ে একটি প্রপার প্রফেশনাল ফাইবার একাউন্ট তৈরি করবেন ইনশাল্লাহ।

সূচিপত্রঃ প্রফেশনাল ভাবে নতুন ফাইবার একাউন্ট খোলার নিয়ম ২০২৫

rhrtech

ফাইবার একাউন্ট কি এবং ফাইবার এ কিভাবে কাজ করে

প্রিয় পাঠক, ফাইবার হচ্ছে এমন একটি মার্কেট প্লেস, এখানে যদি আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাকে, কাজের দক্ষতা অর্জন করতে হবে প্রথমে , এই সব বিষয়ে আমি পরে আলোচনা করতেছি এখন আপনাদের জানাই ফাইবার একাউন্ট কি ? এবং এটা কিভাবে কাজ করে। ফাইবার হচ্ছে এমন একটি মার্কেটপ্লেস ।

এখানে মানুষ কাজ করে দিতে আসে এবং কাজ করেও নিতে আসে , উদাহরণ হিসেবে আপনাকে বুঝিয়ে বলি, ধরুন আপনি একটা টি-শার্ট ডিজাইন করে নেবেন। এটি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এর কাজ তো আপনি মানুষ পাচ্ছেন না এগুলো কাজ করে নেয়ার জন্য আপনি ফাইবার মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করতে পারেন ।


এবং আপনি একজন বায়ার হিসেবে যেকোন ফ্রিল্যান্স বিষয়ক কাজ করে নিতে পারবেন । এবং এখানে আপনি দক্ষতা অর্জন করেও আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারেন এবং এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন । সংক্ষেপে বলতে গেলে ফাইবার মার্কেটপ্লেসে কোন কাজের জন্য কোন মানুষকে ভাড়া করে ।

তাকে নির্দিষ্ট অর্থ দিয়ে কাজ করিয়ে নেয় এবং যে কাজ করিয়ে দেয় সে একজন ফ্রিল্যান্সার । সে এখানে অর্থের বিনিময়ে কাজ করতেছে । তো প্রথমত আপনাকে এগুলো কাজ করে নিতে এবং করে দিতে হলে আপনাকে এসব বিষয়ে জানতে হবে কাজ শিখতে হবে । কাজ শিখা হয়ে গেলে ফাইবার মার্কেটপ্লেসে একটি প্রফেশনাল ভাবে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে ।

এবং সে একাউন্ট খুলতে অনেক অভিজ্ঞতার প্রয়োজন । এগুলো অভিজ্ঞতা সম্পর্কে এবং কিভাবে একটি প্রফেশনাল ফাইবার মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট তৈরি করবেন সব কিছু আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করেছি এবং গোপন ট্রিক্স শেয়ার করেছি । আশা করি এই আর্টিকেলটি আপনি যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ে বুঝে থাকেন।


তাহলে অবশ্যই আপনি ফাইবার মার্কেটপ্লেস সম্বন্ধে আর কোন কনফিউশন থাকবে না আপনার মাথায়। তবে ফাইবার মার্কেটপ্লেস একাউন্ট তৈরি করতে হলে আপনার মাথায় যেগুলো বিষয়ে রাখতে হবে এবং যেগুলো বিষয়ে জানতে হবে তার সবকিছু নিয়ে নিচের শিরোনামে আলোচনা করা হয়েছে আশা করি সম্পূর্ণটা মনোযোগ পড়বেন ।

ফাইবার একাউন্ট খোলার আগে যেগুলি বিষয়ে জানতে হবে

অনেকেই হুটহাট করে কোথাও শুনে ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করে বসে। ফাইবার সম্বন্ধে সম্পূর্ণটা না জেনে সম্পূর্ণটা না বুঝে এখানে একাউন্ট তৈরি করে বসে এবং তার ভিতরে কোন অভিজ্ঞতাও নেই । উত্তেজনা বসত এগুলো কাজ করে বসে ফলে পড়ে মনের ভিতর ভুল একটা দুশ্চিন্তা চলে আসে । সো আপনাদের আগে আমি বলে রাখি এখানে একাউন্ট করলে।

আপনাকে প্রথমত অভিজ্ঞতা অর্জন করতে হবে যে কোন একটি নির্দিষ্ট কাজের ওপর । আপনি যদি কোন কাজ সম্বন্ধে না জেনে এখানে অ্যাকাউন্ট করে বসে থাকেন তাহলে কখনো এখানে আপনি সফলতা অর্জন করতে পারবেন না এবং উপার্জন করতে পারবেন না । এইখানে ফাইবার অ্যাকাউন্ট খোলার আগে যে বিষয়টি মাথায় রাখতে হবে।

সেটা হচ্ছে আপনাকে যেকোনো একটি সঠিক গাইড লাইন অনুসরণ করে আপনাকে একটি কাজের উপর দক্ষতা অর্জন করতে হবে সেটি যেই কাজই হোক । যেমন ধরুন আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এর উপর কোর্স করলেন এবং প্রফেশনাল ভাবে ডিজিটাল মার্কেটিং শিখে ফেলেছেন ।


এখন আপনি ফাইবার মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট তৈরি করে কাজ করতে পারবেন এবং কাজ খুঁজতে পারবেন । আর আপনি যদি একটা কাজ ভালোভাবে শিখে থাকেন তাহলে কাজ পাওয়াটা আপনার দ্বারা কোন ব্যাপারই না । তাই সবার আগে আমাদের সাজেশন থাকবে আপনি কারো কথা না শুনে প্রথমে আপনি কোন কাজের উপর অভিজ্ঞতা অর্জন করবেন ।

তারপর আপনি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন সাইবার একাউন্টের মত আরও অনেক মার্কেটপ্লেস একাউন্ট রয়েছে তবে সব থেকে ফাইবার মার্কেটপ্লেসি হচ্ছে একটি জনপ্রিয় মার্কেটপ্লেস এখানে কোন পেমেন্ট নিয়ে ঝামেলা নেই । এখানে সবকিছু যদি আপনি অর্জন করতে পারেন সবকিছু সম্বন্ধে আপনি যদি জানতে পারেন তাহলে এটাই আপনার জন্য পারফেক্ট হবে আমরা মনে করি ।

তো যাই হোক ফাইবার অ্যাকাউন্ট খোলার আগে আপনাকে জানতে হবে যেকোনো একটি কাজ সম্বন্ধে। তবে আমাদের কিছু সাজেশন শেয়ার করছি আপনি চাইলে আমাদের সাজেশন ফলো করে কাজগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ । আপনি প্রথমে চাইলে যে কাজটি শিখতে পারেন তার মধ্যে এক নাম্বার হচ্ছে (Digital Marketing) ডিজিটাল মার্কেটিং।


তারপর রয়েছে (SEO-Optimization) এস সি ও অপটিমাইজেশন, তারপর রয়েছে (Graphics-Design)গ্রাফিক্স ডিজাইন। এগুলো কাজ শিখার জন্য আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন এবং সঠিক সাজেশন পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাকে সঠিক সাজেশন দেবো ইনশাল্লাহ।

তো চলুন আমরা এগুলো বিষয় সম্বন্ধে জানলাম এখন আমরা প্রফেশনালি ফাইবার একাউন্ট খোলার নিয়ম দেখবো এবং একটি একাউন্ট তৈরি করব।

প্রফেশনাল ভাবে ফাইবার একাউন্ট খোলার নিয়ম ২০২৫

তো পাঠক আপনি সম্পূর্ণ কাজ শিখলেন এবং দক্ষতা অর্জন করলেন তো এখন আপনার কাজ একটি ফাইবার একাউন্ট তৈরি করা , তো প্রফেশনাল ভাবে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে আপনাকে যেকোনো মেথড ফলো করতে হবে সব আমরা এখানে দেখিয়ে দিচ্ছি কোন সমস্যা নেই ।একটি ফাইবার একাউন্ট তৈরি করার জন্য প্রথমে আপনাকে আপনার কাঙ্খিত ব্রাউজারে সার্চ করতে হবে।

Fiverr.com লিখে তারপর আপনি মার্কেটপ্লেসটিতে চলে যাবেন । যাওয়ার পর ওখানে দেখবেন Join এ ক্লিক করবেন। আপনাদের যদি লেখার মাধ্যমে বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমরা নিচে স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি সমস্যা নেই ।

স্টেপ ০১ঃ ব্রাউজারে সার্চ দিন Fiverr.com লিখে তারপর মার্কেটপ্লেস এর ওপরে দেখুন ডান সাইডে Join বাটনে ক্লিক করুন।

প্রফেশনাল ভাবে ফাইবার একাউন্ট খোলার নিয়ম ২০২৪

স্টেপ ০২ঃ Join বাটনে ক্লিক করার পর আরও একটি ড্যাশবোর্ড চলে আসবে ওখানে আপনি কন্টিনিউ উইথ ইমেইল Continue with email বাটনে ক্লিক করবেন । আমরা যেভাবে দেখিয়ে দেবো এভাবে আপনি কাজ করবেন তাছাড়া কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রোড হতে সমস্যা দেখা দিবে ।

প্রফেশনাল ভাবে ফাইবার একাউন্ট খোলার নিয়ম ২০২৪

স্টেপ ০৩ঃ এই স্টেপে এসে আপনাদের আরো কয়েকটি বিষয়ে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি ফাইবার একাউন্ট খুলতে যেগুলো প্রয়োজন -
  • 1. Professional Email
  • 2. Professional Photo
  • 3. Behance Account
  • 4. Dribble Account
  • 5. Linkedin Account
  • 6. Phone Number
  • 7. Perfectly Bio
আপনি চেষ্টা করবেন এই সাতটি জিনিসই আপনার কাছে রাখার । এই সাতটি মাধ্যম যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনার একটি পারফেক্ট ফাইবার একাউন্ট তৈরি করা হবে । এইগুলো বিষয়ে পরবর্তীতে আপনার বায়ার আপনার একাউন্টটি চেক করলে ফলো করলে এগুলো দেখতে পারবে তখন আপনাকে আর বিস্তারিত সবকিছু বুঝিয়ে বলতে হবে না ।


আপনার অ্যাকাউন্ট দেখেই বুঝে নেবে যে আপনি কেমন সেলার ।

স্টেপ ০৪ঃ Continue with email এই ইন্টারফেজে আসার পর আপনি আপনার একটি প্রফেশনাল ইমেইল যেটা ব্র্যান্ডিং ইমেইল সেই ইমেইল এখানে দেওয়ার চেষ্টা করবেন। এবং তারপর একটি স্ট্রং পাসওয়ার্ড দেয়ার চেষ্টা করবেন সেই পাসওয়ার্ডটি থাকবে ৮ চ্যারেক্টরের।

প্রফেশনাল ভাবে ফাইবার একাউন্ট খোলার নিয়ম ২০২৪

পাসওয়ার্ডের মধ্যে কিছু অক্ষর থাকবে বড় হাতের এবং এসব অক্ষর থাকবে ছোট হাতের এবং পাসওয়ার্ড এর মধ্যে একটি নাম্বার রাখতে হবে যেমনঃ RahTh#89 এরকমভাবে আপনি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করার চেষ্টা করবেন । তারপর Continue কন্টিনিউ করবেন।


স্টেপ ০৫ঃ তারপর আরেকটি ইন্টারফেজ আসবে ওই ইন্টারফেসে আসার পর ওখানে আপনি একটি ইউনিক টাইপের একটি ইউজার নেম বাছাই করে ওখানে ইউজার নেম দিবেন।

প্রফেশনাল ভাবে ফাইবার একাউন্ট খোলার নিয়ম ২০২৪

ইউজার নেমটি যেন ইউনিক টাইপের হয় এরকম ইউজার নেম দেয়ার চেষ্টা করবেন। ইউজার নেম দেওয়া হয়ে গেলে আপনি Create My Account এই বাটনে ক্লিক করবেন। তারপর আপনার ভাইবার একাউন্ট ক্রিয়েশন ডান । এখন আপনাকে আরো কয়েকটি ধাপ সম্পন্ন করতে হবে । সেগুলি ধাপ আপনাকে পরবর্তী স্টেপে দেখিয়ে দেবো । সে পর্যন্ত আপনি দেখতে থাকুন এবং পড়তে থাকুন ।

ফাইবার একাউন্ট ভেরিফাই করার নিয়ম ১০০% এপ্রুভড

ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আমরা যে কয়টি স্টেপে ক্রিয়েট করা দেখেছি এই কয়টি স্টেপে ক্রিয়েট করা হয়ে গেলে । তারপর আমাদের আরও অনেক কাজ বাকি রয়েছে সেগুলো কাজ করে নিতে হবে এবং ভেরিফাই করতে হবে। তো চলুন আমরা আবার ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ ভেরিফাই এর কাজ সম্পন্ন করে নেই।

স্টেপ-০১ঃ প্রথমে উপরে ডান পাশে ফাইবারের প্রোফাইলে ক্লিক করুন।

ফাইবার একাউন্ট ভেরিফাই করার নিয়ম ১০০% এপ্রুভড

স্টেপ-০২ঃ তারপর প্রোফাইলের ড্যাশবোর্ডে আসার পর প্রথমে আপনাকে প্রফেশনাল টাইপের একটি ছবি বাছাই করতে হবে এবং ছবি যদি না থেকে থাকে তাহলে আপনি সুন্দর করে একটি ছবি তুলবেন কিংবা একটি লোগো দেওয়ার চেষ্টা করবেন ।

ফাইবার একাউন্ট ভেরিফাই করার নিয়ম ১০০% এপ্রুভড

স্ক্রিনশটে আমরা দেখিয়ে দিয়েছি আপনি তিনটা ধাপ সম্পন্ন করবেন প্রথম ধাপ হচ্ছে একটি প্রোফাইল পিকচার দ্বিতীয় ধাপ হচ্ছে ডিসপ্লে নেম তারপর আপডেট করতে হবে । স্ক্রিনশটে আমরা দেখেছি কোন কোন স্টেপ আপনি প্রথমে এড করবেন। 
তো অ্যাড করার পর প্রোফাইল পিকচার এবং ডিসপ্লে নেম দেওয়ার পর যেরকমটা দেখাবে সেটা আমি নিচের স্ক্রিনশটে দেখিয়ে দিচ্ছি । তো আমার দেখিয়ে দেওয়া স্ক্রিনশট দেখে আপনি আইডিয়া নেবেন যে এরকম করে আপনি প্রোফাইল পিকচার এবং দেওয়ার চেষ্টা করবেন।

ফাইবার একাউন্ট ভেরিফাই করার নিয়ম ১০০% এপ্রুভড

এভাবে আপনি আপনার প্রোফাইল রাখার চেষ্টা করবেন । তবে কারো কোন কিছু কপি করা যাবে না এখানে নিজের মত করে নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে । ফাইবারে কোন কপি পেস্ট চলে না আশা করি বুঝাতে পেরেছি।

স্টেপ-০৩ঃ তারপর ওই প্রোফাইল ড্যাশবোর্ডে থেকেই একটু স্ক্রলিং করে নিচে আসতে হবে । নিচে আসার পর আরও তিনটি ধাপ পূর্ণ করতে হবে তার মধ্যে প্রথম ধাপ হচ্ছে ডেসক্রিপশন এবং দ্বিতীয় ধাপ হচ্ছে ল্যাঙ্গুয়েজ তৃতীয় ধাপ হচ্ছে স্কিল । মানে আপনি কোন কোন কাজ জানেন এবং কোন কোন কাজের উপর দক্ষতা অর্জন করেছেন।

ফাইবার একাউন্ট ভেরিফাই করার নিয়ম ১০০% এপ্রুভড

প্রথমে আপনি অন্যান্য ফাইভারে অ্যাকাউন্ট গুলো ফলো করে দেখবেন তাদের ডেসক্রিপশন গুলো কেমন এবং কি রকম ডেসক্রিপশন ব্যবহার করেছে লিখেছেন তারা। ওইগুলো ডেসক্রিপশন দেখে একটু আইডিয়া নেবেন নিয়ে নিজের মত করে একটি সুন্দর করে ডেসক্রিপশন লিখবেন । তবে হ্যাঁ কোন কিছু কপি করা যাবে না। 

তারপর আপনি ভাষা এড করবেন এখানে আমি যে বিষয়ে যে ভাষা জানি সেই দুটো ভাষায় যুক্ত করেছি একটি হচ্ছে ইংলিশ বেসিক এবং বাংলা Fluent । তবে আপনি যে যে ভাষা জানেন সেগুলো ভাষা এখানে এড করতে পারেন সমস্যা নেই।

স্টেপ-০৪ঃ তারপর আপনি স্কিল এড করবেন এড নিউ বাটনে ক্লিক করে করে আপনি যে যে দক্ষতা অর্জন করেছেন সেগুলো দক্ষতা ওখানে অ্যাড করবেন।

ফাইবার একাউন্ট ভেরিফাই করার নিয়ম ১০০% এপ্রুভড

প্রোফাইল ড্যাশবোর্ড এর কাজ আমাদের সম্পন্ন এখন আমাদের আরো অনেক কিছু কাজ বাকি রয়েছে সেগুলো কাজ দেখে নেব এখন ।

স্টেপ-০৫ঃ প্রোফাইল ড্যাশবোর্ডের মাঝখানে একটি বাটন রয়েছে সে বাটন টির নাম দেওয়া আছে Become a seller ওই বাটনে ক্লিক করব।

ফাইবার একাউন্ট ভেরিফাই করার নিয়ম ১০০% এপ্রুভড

তারপর যতগুলো অপশন আসবে সবগুলোতে কন্টিনিউ করে দেব। কারেন্ট নিয়োগ করতে করতে আমাদের আরও একটি ইন্টারফেস ড্যাশবোর্ড চলে আসবে ওই ড্যাশবোর্ড হচ্ছে আমাদের ভেরিফিকেশনের মূল ড্যাশবোর্ড।

স্টেপ-০৬ঃ Seller Onboarding Dashboard আসার পর উপরে দেখাবে Completion Rate : 10% এখানে আপনাকে সর্বোচ্চ ৮০% কিংবা ৭০% সম্পন্ন করতে হবে । তো প্রথমে আপনাকে যার এনআইডি আছে সেই এনআইডি অনুযায়ী ফাস্ট নাম এবং লাস্ট নাম দিতে হবে।  কারণ এনআইডি অনুযায়ী নাম না দিলে পরবর্তীতে ভেরিফিকেশনের সময় সমস্যা হবে।

ফাইবার একাউন্ট ভেরিফাই করার নিয়ম ১০০% এপ্রুভড

ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর একাউন্ট ২৫ পার্সেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। এবং তারপর নিচে আরো অনেকগুলো ধাপ আছে আপনি দেখে নিতে পারবেন ওগুলো ধাপ যদি পূর্ণ না করা থাকে তাহলে আপনি নিজে নিজে পূর্ণ করে রাখবেন। তারপর সম্পূর্ণ করা হয়ে গেলে সবার নিচে দেখবেন কন্টিনিউ বাটন তারপর আপনি কন্টিনিউ করে পরবর্তী পেজে চলে যাবেন।

স্টেপ-০৭ঃ প্রফেশনাল ইনফো এইপিজে আসার পর আপনাকে অকুপেশন এবং কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি ওই কাজ নিয়ে দক্ষতা অর্জন করেছেন সেখানে বছর সিলেক্ট করে নিতে হবে মানে আপনি যেই কাজটি করেছেন সেই কাজের কত দিনের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার শুরুর সাল থেকে এবং শেষের সাল পর্যন্ত বর্তমান সালটি এড করবেন। 

তারপর আপনাকে দুই থেকে পাঁচটা কাজ এড করতে হবে সেগুলো কাজের উপর চেক মার্ক দিতে হবে যেমন স্ক্রিনশটে দেখানো হলো।

ফাইবার একাউন্ট ভেরিফাই করার নিয়ম ১০০% এপ্রুভড

এ কয়টি ধাপ যদি আপনার সম্পন্ন হয়ে থাকে তাহলে আপনি নিচে এসে কন্টিনিউ করে পরবর্তী ধাপে চলে যেতে পারেন। আপনার যদি পার্সোনাল ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি পার্সোনাল ওয়েবসাইটও এড করতে পারবেন নিচে এবং সার্টিফিকেশান এড করতে পারবেন এবং তারপর এডুকেশন এড করে নিতে পারবেন ।

যদি এগুলো আপনার থেকে থাকে তাহলে এড করে নিবেন এড করার পর কান্টিনিউ বাটনে ক্লিক করে পরবর্তী পেতে চলে যাবেন ।

ফাইবার একাউন্টে মোবাইল নাম্বার ভেরিফিকেশন

মোবাইল নাম্বার ভেরিফিকেশন এই পেজে এসে আপনি দুইটি অপশন দেখতে পারবেন প্রথম অপশন হচ্ছে ইমেইল ভেরিফিকেশন এবং দ্বিতীয় অপশন হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন। তো আমাদের প্রথমে ইমেইলটা ভেরিফিকেশন করা আছে এই কারণে এই মেন ভেরিফাইড দেখাচ্ছে। এখন আমরা ফোন নাম্বারটি ভেরিফিকেশন করব। ফোন নাম্বার ভেরিফিকেশন করার জন্য । Add Phone Number এ ক্লিক করব।

ফাইবার একাউন্টে মোবাইল নাম্বার ভেরিফিকেশন

এড বাটনে ক্লিক করার পর আমাদের আরও একটি পেজে ওই পেজে আমাদের ফোন নাম্বারটি অ্যাড করতে হবে। তো চলুন ওই পেজে কিভাবে ফোন নাম্বার অ্যাড করব স্ক্রিনশট এর মাধ্যমেই দেখে নিন।

ফাইবার একাউন্টে মোবাইল নাম্বার ভেরিফিকেশন

ফোন নাম্বার বসানোর পর ভেরিফাই বাই মেসেজ এবার ক্লিক করে আমরা ভেরিফাই করে নেব। আমাদের ফোনে একটি মেসেজ আসবে মেসেজে কোড আসছে ওই কোডটি আমাদের আরো একটি পেজে বসাতে হবে।

ফাইবার একাউন্টে মোবাইল নাম্বার ভেরিফিকেশন

কোড বসিয়ে দেওয়ার পর Submit Code এ ক্লিক করব। তারপর আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল একটি নোটিফিকেশন মেসেজ চলে আসবে।


এখানে ভেরিফিকেশন কমপ্লিট লেখা দেখানোর নিচে ওকে বাটনে ক্লিক করে তারপর আমাদের সামনে আরো একটি নোটিফিকেশন মেসেজ আসবে সেই মেসেজে লেখা থাকবে সিকিউরিটি অপশন। ওখানে কিছু প্রশ্ন থাকবে যেমন ধরুন আপনি যখন পাসওয়ার্ড কিংবা কিছু ভুলে যাবেন তখন আপনাকে কিছু সিকিউরিটি question ধরা হবে। 

আপনি যদি সঠিক উত্তরটি দিতে পারেন তাহলে আপনার পক্ষে একাউন্টটি ফিরিয়ে আনা সম্ভব হবে এই জন্য এখানে এখন আপনাকে সিকিউরিটি question এড করতে হবে।

ফাইবার একাউন্টে মোবাইল নাম্বার ভেরিফিকেশন

সিকিউরিটি question এড করা হয়ে গেলে ফিনিশ বাটনে ক্লিক করে এই প্রসেস টি সম্পন্ন করে নেবেন। এগুলো ধাপ সব যদি সম্পূর্ণ হয়ে থাকে তাহলে আপনাকে গিগ তৈরি করার পেজে নিয়ে যাবে। আর কোথাও যদি ভুল হয়ে থাকে কোন কিছু স্টেপ যদি ভুল করে থাকেন তাহলে গিগ তৈরি করার পেজে নিয়ে যাবে না।
 
ফাইবার একাউন্টে মোবাইল নাম্বার ভেরিফিকেশন

এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত গিগ তৈরি করার ড্যাশ বোর্ড। তো আমরা পরবর্তী আর্টিকেলে আলোচনা করব এই গিগ কি গিগ কিভাবে তৈরি করবেন কোন গিগ তৈরি করলে আপনি তাড়াতাড়ি ফাইবারে অর্ডার পাবেন সবকিছু নিয়ে আমরা আরও একটি আর্টিকেলে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।

মোবাইল দিয়ে ফাইবার একাউন্ট খোলার নতুন নিয়ম

আপনি এবার চাইলেও মোবাইল দিয়েও ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন । তবে অ্যাপস এর মাধ্যমে ফাইবার একাউন্ট করলে সেটি ভালো হবে না। তার জন্য আপনাকে আপনার ফোনের ব্রাউজার থেকে ডেক্সটপ মোড করে নিতে হবে। এবং ডেস্কটপ মোড থাকা অবস্থায় আপনাকে ওই ব্রাউজারেই ফাইবার একাউন্ট ক্রিয়েট করতে হবে।

আমি যেভাবে দেখালাম ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা এ টু জেড সম্পূর্ণ সবকিছু এইভাবেই এইরকম করেই আপনি মোবাইল ফোনে মোবাইল ফোনে ব্রাউজারে ফাইবার একাউন্ট তৈরি করে নিতে পারবেন। কোন কিছুর পরিবর্তন নাই। আমি যেমনটা এভাবে দেখেছি এইরকম করেই আপনি আপনার মোবাইল ফোনে ব্রাউজার থেকে ফাইবার একাউন্ট তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ।

আর আপনার যদি মোবাইল ফোন থেকে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমরা আপনাকে সহযোগিতা করব।

লেখক এর শেষ মন্তব্য

প্রিয় পাঠক আজকে এ আর্টিকেলে আমরা সম্পূর্ণ আলোচনা করেছি একটি প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন এবং সেটি কিভাবে ভেরিফিকেশন করবেন। সব কিছু এ টু জেড আলোচনা করেছি এবং সবকিছু পারফেক্ট ভাবে দেখিয়ে দিয়েছি যাতে করে আমাদের পাঠকদের এগুলো বিষয়ে কোনো কনফিউশন যেন না থেকে থাকে। 

আপনার তবেও যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা আপনাকে আরো সব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর পাঠক আপনি যদি আমাদের এই আর্টিকেল থেকে বিন্দু পরিমান উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার নিকটস্থ বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারাও যেন এগুলো বিষয় জানতে পারে এবং সেগুলো বিষয়ে কাজ করতে পারে ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নিতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url