কিভাবে Facebook id Deactivate করতে হয় নতুন নিয়মে ২০২৫

প্রিয় পাঠক, আপনি কি গুগলে কিভাবে Facebook id Deactivate করতে হয় এগুলো বিষয় নিয়ে খোঁজাখুঁজি করছেন । আপনি কি সঠিক ইনফরমেশন পাচ্ছেন না । কোন সমস্যা নেই আজকে আপনাদের সামনে RHR TECH কিভাবে Facebook id Deactivate করতে হয় । এবং ফেসবুক আইডি ডিলিট করার নিয়ম । এই সকল কিছু নিয়ে আজকের আর্টিকেল ।
Not-found
সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে । আপনি যদি সম্পূর্ণ আর্টিকেল মনোযোগ সহকারে পড়েন এবং বুঝেন । তাহলে অবশ্যই আপনার মাথায় কিভাবে Facebook id Deactivate করতে হয় এগুলো বিষয় নিয়ে আর কোন চিন্তা থাকবে না । তো চলুন আজকের আর্টিকেলটি শুরু করা যাক ।

সূচিপত্র : কিভাবে Facebook id Deactivate করতে হয় নতুন নিয়ম ২০২৫

rhrtech

ভূমিকা

পৃথিবীর সবচেয়ে সেরা জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম হলো ফেসবুক সোশ্যাল মিডিয়া । এই ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দিনের বেশিরভাগ সময়ে কাটিয়ে থাকি । ফেসবুক ব্যবহার করার জন্য আমাদের একটি নির্দিষ্ট প্রোফাইল তৈরি করতে হয় । এবং প্রোফাইল তৈরি করতে আমাদের লাগে ফোন নম্বর অথবা জি-মেইল । বর্তমান ফেসবুক সম্পর্কে জানে না ।

এমন ব্যক্তি কমই পাওয়া যায় । আজকের আর্টিকেলে আপনাদের ফেসবুকের সকল বিষয় নিয়ে তুলে ধরবো ইনশাল্লাহ । ফেসবুক কিভাবে ব্যবহার করবেন ফেসবুক আইডি কিভাবে ডিলিট ডিএকটিভ করবেন সবকিছু এই আর্টিকেলে বুঝিয়ে দেওয়া হয়েছে । আপনি যদি সম্পূর্ণটা ভালোভাবে পড়েন তাহলে সব থেকে সেরাটা বুঝতে পারবেন ।

ফেসবুক আইডি ডিলিট করার নিয়ম

পৃথিবীতে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে না এমন ব্যক্তি কমই পাওয়া যায়। ফেসবুক ব্যবহার করা জানলেন ফেসবুক একাউন্ট করা জানেন । ফেসবুক ডিলিট করার নিয়ম হয়তো আপনি জানেন না । এই আর্টিকেলের আলোচ্য বিষয় হচ্ছে ফেসবুক আইডি ডিলিট করার নিয়ম । ধরুন যে আপনার ফেসবুকে কোন একটি সমস্যা হয়ে গেল ।

এবং যাচ্ছেন যে এই আইডি আর আমার দরকার নেই । তাহলে আপনি ফেসবুক আইডি একবারেই ডিলিট করে দিতে পারেন । ধরুন আপনি একজন ফেসবুক ব্যবহারকারী ফেসবুকে থাকা ব্যক্তিগত ডাটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ একজন ব্যবহারকারী আপনার উপর রয়েছে । আপনি চাইলেই যে কোন সময় আপনার ফেসবুক আইডি ডিলিট করার সিদ্ধান্ত নিতে পারবেন ।

একটা ফেসবুক আইডি ডিলিট করার আগে আপনাদের আরেকটি ধারণা দিয়ে দিই - ফেসবুক আইডি ডিএক্টিভ এবং ফেসবুক ডিলিট এ দুইটি মাধ্যম আছে প্রথম মাধ্যম হচ্ছে ফেসবুক ডিএক্টিভ ফেসবুক ডিএক্টিভ করলে কি হবে ? ফেসবুক ডিএক্টিভ করলে সেই ফেসবুক আইডি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে । কিন্তু আপনি যদি ফেসবুক ডিলিট করে দেন ।


তাহলে আর ওই ফেসবুক আইডি পাওয়ার কখনো কোন সম্ভাবনা নেই । তবে হ্যাঁ ডিলিট করার ৩০ দিনের মধ্যে চাইলে আপনি ফেসবুক অ্যাকাউন্টটি ফিরে পেতে পারেন হ্যাঁ পাওয়া যাবে ও । আপনি চাইলে মোবাইল অ্যাপ কিংবা কম্পিউটার ব্রাউজার থেকে ফেসবুক একাউন্ট ডিলিট করে নিতে পারবেন ।অ্যাকাউন্ট ডিলিট করার ৩০ দিন যদি পার হয়ে যায় ।

তাহলে কখনো কোনোভাবেই ওই ফেসবুক অ্যাকাউন্ট আর ফিরে পাওয়া যাবে না । এখন চলুন আমরা দেখে নিই ফেসবুক আইডি ডিলিট করার নিয়ম -

মোবাইল অ্যাপ App থেকে বা ব্রাউজার থেকে ফেসবুক আইডি ডিলিট করার নিয়মঃ

আপনার ডিভাইসে Facebook App ফেসবুক অ্যাপ ওপেন করুনডান সাইটে উপরে (থ্রি লাইন) বাটনে ট্যাপ করুনসেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন সিলেক্ট করুন তারপর সেটিংস সিলেক্ট করুনতারপর পার্সোনাল এন্ড একাউন্ট ইনফরমেশন এটি সিলেক্ট করুনতারপর Account Ownership একাউন্ট অনার্শিপ এন্ড Control কন্ট্রোল এরপরে সিলেক্ট করুন ।

প্রোফাইল এক্সেস অ্যান্ড কন্ট্রোল Profile Access & Controlএবার আপনার কাঙ্খিত অপশনটি চলে এসেছে Deactivation ডিএক্টিভিশন এন্ড ডিলেশন Deletion এই অপশনে ট্যাপ করুনআপনি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাইলে ডিলিট একাউন্ট সিলেক্ট করে Continue To Account Deletion এই অপশনে ট্যাব করুনফেসবুক একাউন্ট ডিলিট করার কারণ । 

জানিয়ে Continue to account deletion এই অপশন সিলেক্ট করুনস্ক্রল ডাউন করে নিচের দিকে ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করে নিন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হতে ৩০ দিন সময় নিবে তার আগে আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট ভুলেও লগইন করেন তাহলে ওই ডিলেশন বন্ধ হয়ে যাবে ।
আপনি চাইলে কম্পিউটার ডিভাইসে ব্রাউজার থেকেও । এইভাবে সেম নিয়মেই ফেসবুক আইডি ডিলিট করতে পারবেন কোন সমস্যা হবে না ।

হারানো ফেসবুক আইডি কিভাবে ফিরে পাবো

ফেসবুকে কোন কোন সময় মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরেও সেই আইডি খুঁজে পাওয়া যায় না । আবার কখনো ধরেন আপনার ফেসবুক পাসওয়ার্ড ভুলে গিয়েছেন । এসব নিয়ে মাথায় অনেক দুশ্চিন্তা আসে যে হারানো ফেসবুক আইডি কিভাবে ফিরে পাবো । আজকে আপনাদের ক্লিয়ার বুঝিয়ে দেবো যে হারানো ফেসবুক আইডি কিভাবে ফিরে পাব ?

আপনি দেখেন যখন আপনার ফেসবুক আইডিতে ঢুকতে পারছেন না ? এবং পাসওয়ার্ড সঠিক দিচ্ছেন তবুও ঢোকা যায় না । তখন আপনি একটা কথা ভেবে নেবেন যে এখানে অন্য কোন সমস্যা রয়েছে যেমন আপনার একাউন্টের ফোন নাম্বার কিংবা জি-মেইলের সমস্যা ।

কি কি কারনে আপনার ফেসবুক আইডি হারিয়ে যেতে পারে

আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি দীর্ঘদিন পর লগইন করে থাকেন তবে অনেক ক্ষেত্রে এমন সমস্যা দেখা দিতে পারে । আরো কিছু কারণ রয়েছে যার কারণে আপনার ফেসবুক আইডি হারিয়ে যেতে পারে তো চলুন দেখা যাক কি কারন সেগুলোঃ

আপনার একই নাম্বার দিয়ে একাউন্ট ফেসবুক খোলা থাকলে হারিয়ে যেতে পারেআপনার যদি একটা জিমেইল অনেক ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত করা থাকে । তাহলে হারিয়ে যেতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি অন্য কোন ফোনে লগইন থাকে । তাহলে হারিয়ে যেতে পারে দীর্ঘদিন সময় ধরে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার না করলে ।


ফেসবুক একাউন্ট হারিয়ে যেতে পারেযদি অনেকগুলো ফেসবুক আইডি লগইন থাকে তাহলে ফেসবুক আইডি হারিয়ে যেতে পারে

উপরের যে কয়টি স্টেপ দেখানো হয়েছে এই কয়টি স্টেপের কাজ কখনো ভুলেও করবেন না । আর যদি করে থাকেন তাহলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন । তারপর আবার পুনরায় ঠিক করে নেবেন । আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন । তবে আমার সাজেশন হচ্ছে এক নাম্বার বা একই জিমেইল দিয়ে একটা ফেসবুক একাউন্টে ব্যবহার করবেন ।

দুই বা ততোধিক অ্যাকাউন্ট ব্যবহার করবেন না । অনেক সময় একই মোবাইল নাম্বার বা জিমেইল ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট চালানো যায় । ওই সময় আপনি যদি মনে করেন যে - একই ফোন নাম্বার বা জিমেইল দিয়ে দিয়ে তো দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করা যাচ্ছে তাতে কি সমস্যা চালাতেই থাকি ? এইটা যদি করে থাকেন তাহলে অবশ্যই আপনার ভুল হবে । আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ।

আপনার ফেসবুক আইডি কিভাবে ফিরে পাবেন তার উপায়

আপনি যখন দেখবেন আপনার ফোন নাম্বার কিংবা জিমেইল সমস্যার কারণে ফেসবুক আইডি হারিয়ে গেছে তখন আপনার একটাই পথ খোলা আছে । সেটি হচ্ছে আপনাকে একটু কষ্ট করে আপনার ফেসবুকে আইডির ইউজার নেম বের করতে হবে । ইউজার নেম বের করার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর প্রোফাইল লিংক দরকার । আপনি আপনার ইউজার নেম বের করার পর কিংবা প্রোফাইল লিংক বের করার পর ।

আপনাকে প্রথমে ক্রোম ব্রাউজারে গিয়ে ফেসবুক লগ ইন ফ্রম বের করতে হবেতারপর ইমেইল আর ফোন নাম্বার এর জায়গায় আপনাকে ইউজার নেম দিয়ে দিতে হবেআপনার পাসওয়ার্ড যদি মনে থাকে তাহলে ওখানে পাসওয়ার্ড দিয়ে লগইন করার চেষ্টা করতে পারেন তারপর লগইন হয়েও যেতে পারে ।
তারপরেও যদি না হয় তাহলে ফরগেট করুন । 

এভাবে চেষ্টা করলে আপনার হারানো ফেসবুক আইডি ফিরে পেতে পারেন । ফেসবুক আইডি ফিরে পাওয়ার আমি যেগুলো উপায় দেখেছি এটা হচ্ছে লিগাল উপায় । ফেসবুক আইডি ফিরে পাওয়ার কোন বাইপাস অপশন নেই তবে এটা হচ্ছে রিয়েল এবং লিগাল উপায় । আজকে আর্টিকেলের আলোচ্য বিষয় ছিল কিভাবে Facebook id Deactivate করতে হয় ।

কিভাবে Facebook id Deactivate করতে হয়

আমি এর আগেও বলেছি ফেসবুক আইডি ডিলিট করা এবং দিয়ে একটিভ করা দুইটাই আলাদা নিয়ম । তবে আপনি যদি ফেসবুক ডিএক্টিভ করেন তাহলে আপনি পরে ফেসবুক লগইন করতে পারবেন কোন সমস্যা নেই ।

তো চলুন আজকে আমরা জেনে নেই কিভাবে Facebook id Deactivate করতে হয় । মোবাইল বা ডেক্সটপে কিভাবে Facebook id Deactivate করতে হয় এই দুইটা নিয়মই আপনাকে দেখিয়ে দিব আমরা এই আর্টিকেলে ।

কম্পিউটারে কিভাবে Facebook id Deactivate করতে হয়

প্রথমত আপনাকে ফেসবুকে প্রবেশ করে ডান দিকের থ্রি লাইন বাটনে ক্লিক করতে হবেতারপর সেটিংস এন্ড প্রাইভেসি তারপর সেটিংসটি সিলেক্ট করতে হবেতারপর প্রাইভেসি থেকে ইউর ফেসবুক ইনফরমেশন এই অপশনে ক্লিক করতে হবেতারপর Deactivation and deletion এ ক্লিক করতে হবেএবার Continue বাটনে ক্লিক করে একাউন্ট Deactivate সম্পূর্ণ করুন

এখন আপনার কম্পিউটার বা ডেস্কটপে ফেসবুক ডিএক্টিভেট কমপ্লিট এরপর চলুন দেখে নিয়ে আমরা যে মোবাইলে কিভাবে আপনি ফেসবুক ডিএক্টিভেট করবেন ।

মোবাইল দিয়ে কিভাবে Facebook id Deactivate করতে হয়

এর আগে কম্পিউটার কিংবা ডেস্কটপে কিভাবে Facebook id Deactivate করতে হয় এইটা জানিয়েছি। এখন দেখাবো যে মোবাইল দিয়ে কিভাবে Facebook id Deactivate করতে হয় । চলুন শুরু করা যাক কিভাবে Facebook id Deactivate করতে হলে যা যা করতে হবে নিচে লিস্টিফায় অনুযায়ী সবকিছু দেখানো হলোঃ

Facebook অ্যাপ এ প্রবেশ করার পর ডান দিকে থ্রি লাইনে ট্যাপ করুনএরপর স্ক্রলিং করে নিচে আসুন তারপর Settings & Privacy অপশন সিলেক্ট করুনতারপর Settings এ ট্যাপ করুনPersonal Information থেকে Manege Account অপশনে ট্যাপ করুনতারপর Deactivation and deletion এই অপশনে ট্যাপ করুনডি অ্যাক্টিভেট করার জন্য Deactivate account সিলেক্ট করে ।

Continue to account deactivation এই অপশনে ট্যাপ করুন । তারপরের কাজ হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে একাউন্ট ডিএক্টিভের প্রক্রিয়া সম্পন্ন করুন । কেউ কেউ ফেসবুক ডিএক্টিভেট করা কি অনেক বেশি কিছু মনে করে । ব্যাপারটা জটিল মনে করে । ফেসবুক ডিএক্টিভেট করলে সেই ফেসবুকটি আপনি আবার পুনেরা লগইন করতে পারবেন কোন সমস্যা নেই।

তবে আপনি যদি ফেসবুক ডিলিট করে ফেলেন তাহলে কখনোই সেই আইডি ফিরে পাবেন না ।

আজকে এই আর্টিকেলে আপনাদের এই পার্থক্যটুকুই বোঝানোর চেষ্টা করেছি । আমরা সবসময় পাঠকদের সবচেয়ে সেরা কিছু দেওয়ার চেষ্টা করি পাঠকদের সঙ্গে ভালো কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যাতে করে পাঠকরা ভালো কিছু শিখতে পারে । এবং জানতে পারে । আজকের আর্টিকেলের আলোচ্য বিষয় ছিল কিভাবে Facebook id Deactivate করতে হয় ।

এবং সবকিছু ভালোভাবে গুছিয়ে বুঝিয়ে বলা হয়েছে আর্টিকেলের মাধ্যমে । ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন ।

ফেসবুক আইডি কতদিন ডিএক্টিভ রাখা যায়

ফেসবুক আইডি কতদিন ডিএক্টিভ রাখা যায় ? এই প্রশ্ন যদি আপনার মনের মধ্যে এসে থাকে তাহলে সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের । আপনার অবশ্যই জেনে রাখা উচিত যে ফেসবুক আইডি কতদিন ডিএক্টিভ রাখা যায় ? আপনি জানলেন যে - কিভাবে Facebook id Deactivate করতে হয় । কিন্তু ফেসবুক আইডি কতদিন ডিএক্টিভ রাখা যায় এইটা আপনি জানলেন না ?

তাহলে বিষয়টি কেমন হয়ে দাঁড়ায় না ? কোন চিন্তা নেই আমরা আপনাকে আপনার চিন্তা মুক্ত করে দেবো । আপনি যদি ফেসবুক একাউন্ট ডিলিট করে ফেলেন । তাহলে ৩০ দিন যদি আপনার একাউন্ট লগইন না করেন তাহলে অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে কোন সমস্যা ছাড়াই । এবং টোটালি ফেসবুক ৯০ দিন সময় নেয় ।


৩০ দিন সময় নেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে । এবং বাকি ৩০ দিন সময় নেয় আপনার ফেসবুকের যত ইনফরমেশন তথ্য আছে সবগুলো চিরতরে মুছে দেয়ার জন্য । আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ।

ডিএক্টিভ ফেসবুক আইডি এক্টিভ করার নিয়ম

এর আগের শিরোনামে আপনাদের শেয়ার করেছি যে ফেসবুক আইডি কতদিন ডিএক্টিভ রাখা যায় ।এখন বিষয় হচ্ছে ডিএক্টিভ ফেসবুক আইডি এক্টিভ করার নিয়ম । আপনি যদি ডিএক্টিভ ফেসবুক আইডি একটিভ করতে চান । তাহলে ওই যে আইডি আপনি ডিএক্টিভ করেছিলেন । সেই আইডির জিমেইল অথবা পাসওয়ার্ড কিংবা ফোন নাম্বার ।

অথবা পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করলে । ডিএক্টিভ অপশন অফ হয়ে যাবে এবং আপনার ফেসবুক পুনরায় একটিভ হয়ে যাবে । আপনি যদি ৩০ দিন অতিক্রম করে ফেলেন ৩০ দিন পর যদি গিয়ে ডিএক্টিভ করা ফেসবুক আইডি একটিভ করতে চান তাহলে আর হবে না। কারণ ফেসবুক একাউন্ট ডিএক্টিভ করতে সময় নেই ৩০ দিন ।

৩০ দিন পর যদি গিয়ে আপনি ওই আইডি একটিভ করতে চান । তাহলে আর হবে না । কিভাবে Facebook id Deactivate করতে হয় । এইটা নিয়ে আমি সর্বপ্রথমে আলোচনা করেছি । এবং শেষ আলোচনা হচ্ছে ডিএক্টিভ ফেসবুক আইডি এক্টিভ করার নিয়ম । আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন ।

এরপরেও যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের আরো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ।

লেখক এর মন্তব্য

প্রিয় পাঠক, কিভাবে Facebook id Deactivate করতে হয় এবং যত কিছু শিরোনাম নিয়ে আজকের আর্টিকেলটি তুলে ধরা হয়েছে অবশ্যই সবগুলো সুন্দর করে ভালোভাবে বুঝতে পেরেছেন । যদি আপনি কিছু না বুঝে থাকেন । তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের । সম্পূর্ণ সেরাটা দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ।

আর এই আর্টিকেল থেকে আপনি যদি বিন্দু পরিমান উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারাও এগুলো বিষয় জানতে পারে ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নিতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url