কিভাবে ভালো রাউটার চিনবেন - ভালো রাউটার চেনার উপায় ২০২৫
প্রিয় পাঠক, দিন দিন প্রযুক্তির চাহিদা বেড়ে চলেছে এবং সাথে সাথে বেড়ে চলেছে ইন্টারনেটের চাহিদা তো - আজকে আমাদের আর্টিকেলের আলোচ্য বিষয় থাকবে যে রাউটার সম্বন্ধে সেরা কয়টি রাউটার নিয়ে আজকের আর্টিকেলে তুলে ধরা হয়েছে সেই সেরা কয়েকটি রাউটারের ভালো দিক এবং খারাপ দিক । রেঞ্জ এবং কোনটি বেস্ট রাউটার ।
তারপর কোন কোম্পানির রাউটারটি ভালো ।এবং সবগুলো রাউটারের দাম সম্বন্ধে আজকেরে আর্টিকেলে আমরা আপনাকে সবকিছু ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ । আপনি যদি এগুলো সম্বন্ধে জানতে চান অবশ্যই আমাদের আর্টিকেলটি পড়তে থাকুন।
সূচিপত্রঃ কিভাবে ভালো রাউটার চিনবেন - ভালো রাউটার চেনার উপায় ২০২৫
rhrtech
২০২৫ সালে সবচেয়ে ভালো রাউটার কোনটি - Best wifi Router 2025
আপনি যদি লক্ষ্য করেন বাংলাদেশের বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির রাউটার পাবেন।কিন্তু কোনটি ভাল কোনটি ভাল সার্ভিস দিবে । এটা কিন্তু নতুনরা খুবই কম বুঝে । দোকানদার উল্টাপাল্টা বুঝিয়ে খারাপ রাউটারটি আপনাকে ভালো মনে করিয়ে দিবে । এবং আপনি সেটা সেটআপ করার পর দেখবেন যে এটার সার্ভিস অতটা ভালো না ।
এরকম অনেক সমস্যা হয়ে থাকে ।এজন্য আপনাকে জানতে হবে যে কোনটি ভাল রাউটার কোন রাউটারের ভালো রেঞ্জ দিবে । এবং কোনটির কভারেজ এরিয়া কতদূর । এসব কিছু বিষয়ে আপনাকে জানতে হবে । না হলে আপনি রাউটার কেনার পর ধরা খেয়ে যাবেন । লক্ষ্য করলে দেখবেন বাজারে রাউটারের সংখ্যা কম নেই এবং রাউটারের চাহিদাও কম নেই ।
বাজার বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন দামের রাউটার অ্যাভেলেবেল রয়েছে । এখানে আপনি কনফিউজড হয়ে যেতে পারেন যে কোনটা থেকে কোনটা নিবেন । আর এসব কনফিউশন দূর করার জন্য RHR TECH রয়েছে আপনাদের সঙ্গে সব সময় ।এই মুহূর্তে বাজারে সবথেকে বেশি চাহিদা পণ্য এবং সব থেকে বেশি বিক্রি হয় ।
সেই রাউটারটি সেটি হচ্ছে Xiaomi ব্র্যান্ডের তিনটি ভার্সন রয়েছে তার মধ্যে একটি হচ্ছে Mi Router 4A। আজকে আর্টিকেলে আমরা সেরা দুইটি রাউটার নিয়ে আলোচনা করব তো চলুন একটা লিস্টের মাধ্যমে সেই রাউটার গুলোর সংখ্যা আপনাদের দেখিয়ে দেই ।
- Mi Router 4C
- TpLink
- Mi Router 4A
Mi Router 4C
তো প্রথমে আলোচনা করব Mi Router 4C নিয়ে Xiaomi রাউটার মূলত সাদা রঙের হয়ে থাকে । এবং দেখতেও অনেক সুন্দর হয় । এই রাউটার এ রয়েছে চারটি শক্তিশালী High-Gain এনটিনার । যার ফলে ভালো সিগনাল পাওয়া যায় এবং সার্ভিসও ভালো দিয়ে থাকে । কাভারেজ এরিয়া ও অনেক দূর থেকে আপনি ব্যবহার করতে পারবেন ওয়াইফাই সংযোগ চালাতে পারবেন ।
এতে ব্যবহার করা হয়েছে 64 MB ৬৪ এমবি রাম । এবং একই সাথে সর্বোচ্চ ৬৪টি ডিভাইস কানেক্ট করে চালাতে পারবেন। এই রাউটারের সর্বোচ্চ ৩০০ এমবিপিএস পর্যন্ত স্পিড সাপোর্ট করবে । এবং রাউটারটি 2.4G সিঙ্গেল ব্র্যান্ডে চলবে । এবং রাউটারের পিছনে রয়েছে ভেন্টিলেশন স্পেস এটিকে সহজে গরম হওয়া থেকে বাঁচাবে ।
এতে আরো ব্যবহার করার হয়েছে ডুয়েল কোর প্রসেসর এবং অতিরিক্ত লোডের সময়ও ভালো পারফরম্যান্স দিবে । এই Mi Router 4C দুটি ভার্সনে বাজারে পাওয়া যাবে একটি চাইনিজ ভার্সন আর একটি গ্লোবাল ভার্সন । চাইনিজ ভার্সন এর দাম পড়বে মাত্র ১২০০ টাকা । আর গ্লোবাল ভার্সন এর দাম পড়বে ১৪৯০ টাকা ।
আরো পড়ুনঃ কিভাবে 4k এবং 8k ভিডিও ডাউনলোড করা যায়
তবে আমার অনেক অভিজ্ঞতা থেকে বলতেছি আপনাদের গ্লোবাল ভার্সন টা নেওয়াটাই সবথেকে ভালো হবে। তো পাঠক Mi Router 4C রাউটার নিয়ে এ পর্যন্ত আমরা আলোচনা করেছি । তো চলুন এখন আমরা আরও একটি রাউটারের ফিচার দেখব এবং সেই রাউটার সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানবো ।
TpLink
সব রাউটারের আগে বাজারে বেশি বিক্রিত রাউটার টি হচ্ছে TpLink রাউটার । এবং জনপ্রিয় রাউটার বললেই চলে । নরমালি যে রাউটারটি বেশি চলছে এবং বেশি জনপ্রিয়তা লাভ করছে এবং ভালো সার্ভিস দিচ্ছে সেই রাউটারের মধ্যে টিপি লিংক রাউটারের ব্রান্ড রয়েছে যে ভার্সনটি রয়েছে সেটি হচ্ছে এবং সেই রাউটারের মডেলটি হলো TpLink-WR841N ।
আধুনিক রাউটারের সব সুবিধায় এই রাউটারের মধ্যে পাবেন আপনি । রাউটারে আপনি সর্বোচ্চ 300 mbps পর্যন্ত স্পিড পেয়ে যাবেন। এবং একসঙ্গে আপনি ৬৪ টি ডিভাইস এবং ৬৪ জন কানেক্ট করে উরাধুরা ভাবে চালাতে পারবেন । এতে ব্যবহার করা রয়েছে মিমো টেকনোলজি যার ফলে ভিডিও স্ট্রিমিং এবং গেমিং খুব স্মুথলি করতে পারবেন ।
এবং এই রাউটারের পিছনে চারটি Lan Port রয়েছে । আরো রয়েছে রিসেট করার বাটন । যার মাধ্যমে আপনি রাউটারটি পুনরায় রিসেট করে আবার নতুন করে নিতে পারবেন নতুন করে সেটআপ করে নিতে পারবেন । এই রাউটারটি আপনি মোবাইলে একটি অ্যাপসের মাধ্যমে এক্সেস করে ব্যবহার করতে পারবেন এবং এখানে দেখতে পারবেন ।
আরো পড়ুনঃ 4k এবং 8k ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার
কয়টি ডিভাইস কানেক্ট করা হচ্ছে এবং সেগুলো ডিভাইস আপনি চাইলে ব্লক করে দিতে পারবেন সহজেই ইউজার কন্ট্রোল করতে পারবেন । এই অ্যাপটি আপনি প্লে স্টোরেই পেয়ে যাবেন । অ্যাপসটির নাম হচ্ছে Tether । এটির দাম সম্পর্কে বলতে গেলে এটির বাজারজাত মূল্য ১৫৯০ টাকা ।
তবে এই রাউটার হচ্ছে একটি ভার্সনই রয়েছে এটির কোন অন্য কোন ভার্সন নেই । এই রাউটারে কোন চাইনিজ ভার্সন কিংবা গ্লোবাল ভার্সনের ঝামেলা নেই সহজ কথা বলতে গেলে প্যারা নেই । টিপি লিংক রাউটার নিয়ে আমাদের আলোচনা করা শেষ । এখন আপনাদের আরো একটি রাউটার নিয়ে আলোচনা করব ।
Mi Router 4A
লাস্ট স্টেপে এসে আমরা আলোচনা করব Xiaomi র লেটেস্ট মডেলের রাউটার Mi Router 4A কে নিয়ে । এই রাউটারের সব থেকে বড় সুবিধা হচ্ছে এই রাউটারটি ডুয়েল ব্র্যান্ড সাপোর্টেড তার মানে হচ্ছে একই সঙ্গে আপনি 2.4G এবং 5.1G সিগন্যাল ব্রডকাস্ট করতে পারবে । এটি রয়েছে ১২৮ মেগাবাইট এর DDR3 RAM । যার ফলে এটি অনেক বেশি লোড সহ্য করতে পারবে ।
সেই সাথে এই রাউটারে ব্যবহার করা হয়েছে । ডুয়েল কোর 880 মেগাহার্জ প্রসেসর । যার ফলে এই রাউটারের প্রসেসিং স্পিড অন্যান্য রাউটারের চাইতে অনেক বেশি । ডুয়েল ব্র্যান্ড সাপোর্ট করার কারণে অনেক বেশি স্পিড পাওয়া যাবে ।Mi Router 4A এই রাউটারের আবার রয়েছে দুইটি ভার্সন।
Mi Router 4A - Gigabit Version
Gigabit Version এর Lan এ আপনি সর্বোচ্চ স্পিড পাবেন ১০০০ এমবিপিএস প্রতি সেকেন্ডে ।
এই ভার্সনের বাজারযাত মূল্য হচ্ছে ২৫৫০ টাকা ।
Mi Router 4A -Non Gigabit Version
Mi Router 4A -Non Gigabit Version এর Lan এ আপনি সর্বোচ্চ স্পিড পাবেন ১০০ এমবিপিএস প্রতি সেকেন্ডে । এই ভার্সনের বাজারযাত মূল্য হচ্ছে ২৪৫০ টাকা ।
এই দুটি ভার্সনেরই আবার চাইনিজ এবং গ্লোবাল ভার্সন রয়েছে তবে আমাদের রিকমেন্ডেড থাকবে যে গ্লোবাল ভার্সন টাই নেওয়া। Mi Router রাউটারটিও আপনি এপস এর মাধ্যমে এক্সেস করতে পারবেন এবং যেকোনো জায়গা থেকেই আপনি এই অ্যাপসে ইউজার কন্ট্রোল করতে পারবেন ।এখন আপনি চাইলে ব্লক করতে পারবেন এবং আনব্লক করতে পারবেন যেকোনো জায়গা থেকে ।
এবং স্পিডও কমিয়ে দিতে পারবেন । আপনি প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন এই অ্যাপসটি । রাউটারের নাম দিয়ে সার্চ করলেই এই অ্যাপসটি পেয়ে যাবেন । তবে সবশেষে আমি একটা কথা আপনাদেরকে শেয়ার করবো সেটি হচ্ছে । আমাদের এই কয়দিনের এক্সপেরিয়েন্স থেকে এবং পরীক্ষা-নিরীক্ষা করে দেখলাম যে ।
সব পরীক্ষা-নিরীক্ষা করার পর আমাদের কাছে মনে হয়েছে যে সব থেকে ভালো হবে Mi Router 4C এবং আপনার যদি প্রাইস হাই হয়ে থাকে । তাহলে আপনি Mi Router 4A এর দুটি ভার্সন ক্রয় করতে পারেন একটি হচ্ছে Mi Router 4A -Non Gigabit Version এবং আরেকটি হচ্ছে Mi Router 4A -Non Gigabit Version ।
বাংলাদেশে কোন কোম্পানির রাউটার ভালো হবে
উপরের অংশে আমরা খুব সুন্দর করে বুঝিয়েছি এবং আলোচনা করেছি যে বাংলাদেশে কোন কোম্পানির রাউটারটি ভালো হবে । আশা করি এই আর্টিকেলটি পুরোটাই পড়লে আপনার মাথা থেকে কনফিউশন দূর হয়ে যাবে । এবং ভালোভাবে জানতে পারবেন যে কোন রাউটারটি ভালোভাবে এবং বাংলাতে কোন কোম্পানির রাউটার ভালো হবে ।
আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরো একবার আলোচনা করতেছি সংক্ষেপে । কোন রাউটার দিয়ে আপনি কিনবেন এবং কোন রাউটারটির ভালো হবে কোন কোম্পানির রাউটারটি ভালো হবে । আমি সংক্ষেপে রাউটার গুলোর নাম বলে দিচ্ছি এই রাউটার গুলো নিয়ে উপরের অংশে খুব সুন্দর করে বিস্তারিত আলোচনা করা হয়েছে ।
আপনি চাইলে বিস্তারিতটি খুব ভালোভাবে পড়ে নিতে পারবেন । প্রথমে আমরা যে এই রাউটারটি নিয়ে আলোচনা করছি সেই রাউটারটির নাম হচ্ছে Mi Router 4C এবং TpLink তারপর Mi Router 4A এই তিনটির আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে । উপরের অংশে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনি একটু কষ্ট করে পড়ে নিবেন ।
এই তিনটি রাউটার হচ্ছে বাজারের সবচেয়ে বেস্ট রাউটার । এবং এই রাউটারগুলো আপনি খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন এবং নেট স্পিড ওয়াইফাই স্পিড খুব সুন্দর পাবেন । যদি আপনার নেট প্রোভাইডার আপনাকে নেট কম দিয়ে থাকে তাহলে সে ক্ষেত্রে কিছু করার নেই তবে । এই রাউটার গুলি নিয়ে আপনি কখনোই ঠকবেন না । কারণ এগুলো রাউটার আমরা প্রায় ব্যবহার করি এবং রাউটার গুলোর রিভিউ করে থাকি ।
High Range-হাই রেঞ্জ রাউটার চেনার উপায় ২০২৫
আপনি সবকিছু দেখলেন একটা রাউটারের একটা রাউটারের যত কিছু আছে সব কিছু বুঝে শুনে । ক্রয় করার চিন্তা করতেছেন । কিন্তু এখানে আপনাকে আরো একটি বিষয় দেখতে হবে সেটা হচ্ছে রেঞ্জ । কারণ আপনার রাউটারের রেঞ্জ যত বেশি হবে আপনি তত দূর থেকে আপনি সেই wi-fi এর নেট কানেকশন ব্যবহার করতে পারবেন ।
এক্ষেত্রে আপনাকে আমরা একটা সাজেশন দিব সেটা হচ্ছে আপনি যখন রাউটার ক্রয় করতে বাজারে যাবেন । তখন আপনি সেই দোকানদার এর কাছে থেকে জিজ্ঞেস করে নিবেন যে এই রাউটারের রেঞ্জ কত এবং এই রাউটার কতদূর পর্যন্ত সার্ভিস দিবে । একটা রাউটারের সাধারণত ৩০০ মিটার পর্যন্ত থাকে এবং অপরদিকে ওয়ারলেস রাউটার এর ইনডোরে Indoor এ থাকে ১৫০ ফুট ।
ও আউটডোরে Outdoor এ থাকে ৩০০ ফুট । আপনি যদি রাউটারের সার্ভিস বেশি দূর পর্যন্ত পেতে চান কিংবা ধরুন এক কিলোমিটার কিংবা দুই কিলোমিটার । তাহলে আমাদের সাজেশন থাকবে আপনি অবশ্যই আউটডোর রাউটারটি কিনবেন । আশা করি হাই রেঞ্জ রাউটার চেনার উপায় সম্পর্কে আপনার ধারণা ক্লিয়ার ।
২০২৫ সালে ভালো রাউটারের দাম কত - Best Wifi Router Prcie 2025
আজকের আর্টিকেলে আমরা সেরা যেগুলো রাউটার নিয়ে আলোচনা করেছি তার মধ্যে । আপনি যদি এগুলো রাউটার মধ্যে ক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনাকে ১৫০০ থেকে ১৬০০ টাকার বাজেট রাখতে হবে । তাহলে আপনি বাজারে গিয়ে ভালো মানের একটি রাউটার কিনতে পারবেন ।তবে আপনার বাজার যদি বেশি হয়ে থাকে তাহলে আরও বড় বড় রাউটার কিনতে পারবেন ।
আরো সুন্দর সুন্দর রাউটার কিনতে পারবেন । তবে আমি যেগুলো সাজেস্ট করেছি এগুলো কিন্তু ভাইবেন না যে দামে কম । ভালো হবে কিনা ভালো সার্ভিস পাব কিনা । আমি আপনাদের ১০০% গ্যারান্টি দিতে পারি এই রাউটার এই ব্র্যান্ডের রাউটার গুলো কখনোই খারাপ হয় না এবং আপনি ব্যবহার করে আপনি আমাদের কমেন্ট বক্সে এসে জানাবেন ।
যে রাউটারটি আপনার কেমন লেগেছে এবং কেমন সার্ভিস পাচ্ছেন । আমরা সব সময় চেষ্টা করি পাঠকদের সেরা কিছু সাজেশন দেওয়ার এবং সঠিক তথ্য জানানোর এবং ভালো ভালো ইনফরমেশন গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এবং সেরা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি । আমরা সব সময় ওয়েবসাইটের আর্টিকেলের মাধ্যমে টপ সিক্রেট বিষয়গুলো।
পাঠকদের শেয়ার করি যাতে করে আমাদের পাঠক সব সময় ফ্রিতে এগুলো সিক্রেট পেয়ে যান । তো আপনি ২০২৪ সালে এসে যদি ভালো রাউটারের দাম সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই কয়টি রাউটারের দাম অনুযায়ী আপনি এগুলো রাউটার কিনতে পারেন । তবে আপনার যদি আরো রাউটার সম্বন্ধে জানতে ইচ্ছে করে কিংবা আরো বড় বাজেটের রাউটার ।
সম্পর্কে জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবকিছু ক্লিয়ার করে দেব এবং আরো বড় বড় বাজেটের রাউটার নিয়ে আর্টিকেলে তথ্য দেওয়ার চেষ্টা করব আমরা আছি আপনার অপেক্ষায় শুধু আপনি কমেন্ট করে জানাবেন আমরা সাথে সাথে আরো সুন্দরভাবে আরো একটি আর্টিকেলের মাধ্যমে সবকিছু বুঝিয়ে দেয়ার চেষ্টা করব ।
শুধু এই রাউটার সম্বন্ধে না আপনি যে বিষয়ে জানতে চান আমরা সেই বিষয়ে আপনাকে জানাবো সেই বিষয় নিয়েই আমরা আর্টিকেলে তুলে ধরব । এতক্ষণ ধরে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ । এবং পরবর্তীতে আরো কিছু জানার থাকলে আপনি কমেন্ট করে আমাদের জানাবেন ।
লেখকের শেষ মন্তব্য
তো প্রিয় পাঠক আজকে আমরা আর্টিকেলের মাধ্যমে কোন রাউটার বেস্ট হবে কোন কোম্পানির রাউটার ভালো হবে কোন রাউটারে ভালো রেঞ্জ দিবে এবং কোন রাউটারে ভালো সার্ভিস দিবে এগুলো সম্বন্ধে এই আজকের এই আর্টিকেলে আলোচনা করেছি । রাউটার ক্রয় করার আগে এগুলো সম্বন্ধে জেনে থাকা খুবই খুবই জরুরী ।
তাছাড়া আপনি যদি রাউটার কিনতে চান আপনি যদি এগুলো বিষয়ে না জেনে থাকেন তাহলে কিন্তু দোকানদার আপনাকে ৭-৫ বুঝিয়ে খারাপ জিনিস ভালো বানিয়ে আপনার কাছে বিক্রয় করে দিবেন । তো আজকের এই আর্টিকেলে এগুলো সম্বন্ধে আমরা আলোচনা করেছি আশা করি আর্টিকেলটি পড়ার মাধ্যমে কনফিউশন দূর হয়েছে ।
আমাদের এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করা হয় এবং সিক্রেট কিছু তথ্য শেয়ার করা হয় । নতুন নতুন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন ধন্যবাদ ।
এই ওয়েবসাইটের নিতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url