4k এবং 8k Ultra ভিডিও ডাউনলোড করার গোপন ট্রিক্স ২০২৫
প্রিয় পাঠক, আপনি হয়তো অনেক খোঁজাখুঁজি করে থাকেন যে কিভাবে 4k এবং 8k Ultra ভিডিও ডাউনলোড করা যায় ? হয়তোবা গুগলে সার্চ করলে আপনি কনফিউশনে পড়ে যান যে কোন ওয়েবসাইটটিতে যাব এবং কোন সফটওয়্যারটি ভালো হবে ? তাই না ? কোন চিন্তা নেই আজকে আপনাদের আমি এই আর্টিকেলের মাধ্যমে ।
সব থেকে সেরা একটি সফটওয়্যার এর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি ফ্রিতে 4k এবং 8k Ultra ভিডিও ডাউনলোড করতে পারবেন । সম্পূর্ণ আর্টিকেলটি যদি আপনি মনোযোগ সহকারে পড়েন তাহলে আর লাইফ টাইম কোনদিন এই বিষয়ে কোন সমস্যায় পড়তে হবে না ইনশাল্লাহ । তো চলুন আলোচনা শুরু করা যাক ।
সূচিপত্রঃ 4k এবং 8k Ultra ভিডিও ডাউনলোড করার গোপন ট্রিক্স ২০২৫
rhrtech
কিভাবে 4k এবং 8k ভিডিও ডাউনলোড করা যায়
আমরা অনেকেই ইউটিউবে কিংবা যে কোন ভিডিও শেয়ারিং প্লাটফর্মে এইচডি HD-Resolution রেজুলেশনের ভিডিও দেখে থাকি । আমাদের বিভিন্ন ক্ষেত্রে কিংবা বিভিন্ন সময়ে সেগুলো ভিডিও ডাউনলোড করার প্রয়োজন হতে পারে । আমরা বিনোদনের জন্য কিংবা দরকারি কোন কাজের জন্য ভিডিওগুলি ডাউনলোড করে রেখে দিতে পারি ।
আর সেটা যদি এইচডি রেজুলেশনের হয়ে থাকে তাহলে ব্যাপারটা মজার হয়ে যায় না ! আমরা হিউম্যান আমরা সব সময় সেরাটা পছন্দ করি । ভিডিও দেখার ক্ষেত্রে আমরা ইউটিউবে এইচডি রেজুলেশনে ভিডিও দেখতে স্বাচ্ছন্দ মনে করে । এবং এই ভিডিওটা যখন আমরা ডাউনলোড করতে যাই । বিভিন্ন এক্সটেনশন কিংবা বিভিন্ন সফটওয়্যার থেকে থাকে ।
যেমন ধরুন সেভ ফ্রম নেট Save Form Net এটি একটি সফটওয়্যার ওয়েব ব্রাউজার । এখানে শুধু সর্বোচ্চ 720px Resolotion এর ভিডিও ডাউনলোড করা সম্ভব । তার বেশি রেজুলেশন এর ভিডিও এখানে ডাউনলোড করা সম্ভব না । এরপর আরও অনেক থার্ড পার্টি সফটওয়্যার কিংবা ওয়েব ব্রাউজার আছে । ওগুলো অতটা ভালো হয়ে থাকে না।
আর ওগুলো ফ্রিও হয় না পেইড সফটওয়্যার হয়ে থাকে। তো আজকে আমরা আলোচনা করব ফ্রিতে কিভাবে কোন প্রকার ঝামেলা ছাড়া সর্বোচ্চ 4k এবং 8k ভিডিও ডাউনলোড করব । এই সফটওয়্যার থেকে আপনি মোবাইল থেকেও 4k এবং 8k ভিডিও ডাউনলোড করতে পারবেন । যেকোনো প্লাটফর্ম থেকে এখানে ভিডিও ডাউনলোড করতে পারবেন ।
যেমন ধরুন টিক টক, ফেসবুক, Likee ,Vimeo ইত্যাদি । যত ধরনের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আছে সব প্লাটফর্ম থেকে আপনি নির্দ্বিধায় ভিডিও ডাউনলোড করতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়া । আমি সব সময় পাঠকদের সেরাটা দিতে পছন্দ করি আজকে আমার কাছে এই সফটওয়্যারটি অনেক ভালো মনে হয়েছে এবং এই সফটওয়্যার থেকে আমি ভিডিও ডাউনলোড করে মজা পেয়েছি ।
তাই আপনাদেরও বিষয়টা শেয়ার করলাম । অবশ্যই আপনারা আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ে সফটওয়্যারটি সেটাপ করবেন । তাহলে বুঝতে পারবেন সফটওয়্যারটির কাজ কেমন । তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করে দেই ।
4k এবং 8k ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার
4k এবং 8k ভিডিও ডাউনলোড করার জন্য আমরা গুগল এ কিংবা বিভিন্ন সার্চ ইঞ্জিনের সার্চ করে থাকি।4k ডাউনলোডার লিখে তো এখানে আমরা সঠিক রেজাল্ট পাই না আমরা হতাশায় পড়ে যাই যে কোন সফটওয়্যারটি ভালো হবে । কোন সফটওয়্যার ডাউনলোড করলে আমি ভিডিও ডাউনলোড করতে পারব এইচডি রেজুলেশনের ।
তো এখানে অনেক ধরনের লিংক থাকে অনেক ধরনের ওয়েবসাইট শো করে। আমরা চাইলেও তখন অতগুলো ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারি না আমরা সব সময় চাই শর্টকাট ওয়ে । যেন আমরা শর্টকাটে কোন কিছু পেয়ে যায় । তো আমি আপনাদের শর্টকাট ওয়ে নিয়ে হাজির হয়েছি আজকে । এই সফটওয়্যার ডাউনলোড করার জন্য আপনাদের কোথাও সার্চ করতে হবে না ।
গুগলে সার্চ করতে হবে না । আপনাদের সুবিধার্থে আমি আমার ড্রাইভে সুন্দর করে আপলোড দিয়ে।আপনাদের লিংক শেয়ার করতেছি যাতে করে আপনাদের কোথাও খুঁজে করতে না হয় । আপনারা অতি সহজে যেন এই সফটওয়্যারটি পেয়ে যান । সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমাদের ড্রাইভ লিংক নিচে দেওয়া হল আপনি ড্রাইভ এ গিয়ে সফটওয়্যারটি ডাউনলোড করে নিবেন ।
4K & 8K ভিডিও ডাউনলোডার সফটওয়্যার ড্রাইভ লিঙ্কঃ - Download Here
এই ড্রাইভ থেকে আপনি কোন প্রকার ঝামেলা ছাড়াই সফটওয়্যার টি ডাউনলোড করে নিতে পারেন ।
সফটওয়্যার ড্রাইভ থেকে ডাউনলোড করা হয়ে গেলে । কিভাবে আপনার ডিভাইসে সেটা ল্যাপটপ কিংবা ডেক্সটপ হোক কিভাবে সেখানে ইন্সটল করবেন । সব প্রক্রিয়া নিচের শিরোনামে দেখানো হলো।
4k এবং 8k ভিডিও ডাউনলোডার সফটওয়্যার ইন্সটল করার নিয়ম
4k এবং 8k ভিডিও ডাউনলোডার সফটওয়্যার ইন্সটল করতে হলে প্রথমে আপনাকে । খুঁজে বের করতে হবে ড্রাইভ থেকে আপনি কোথায় ডাউনলোড করে রেখেছেন সেই সফটওয়্যারটি । সফটওয়্যারটির লোকেশন পেয়ে গেলে । আপনি সেখান থেকে প্রথমে সফটওয়্যার এর ওপর ডাবল ক্লিক করবেন । কিংবা রাইট বাটনে ক্লিক করবেন । করার পর ওপেন এ ক্লিক করবেন ।
তারপর যেগুলো স্টেপ আসবে সবগুলো নেক্সট করে দিবেন । নেক্সট করার পর সর্বশেষে লাঞ্চ নামে একটা অপশন থাকবে ওখানে ক্লিক করবেন তাহলে আপনার সফটওয়্যারটি সাথে সাথে ওপেন হয়ে যাবে । তখন থেকে আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়াই । আপনার যদি এই লেখার মাধ্যমে বুঝতে অসুবিধা হয়ে থাকে ।
তাহলে আমরা স্ক্রিনশট এর মাধ্যমে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি । আমরা চাই যেন পাঠ হোক আমাদের তারা ভালো কিছু বুঝতে পারে শিখতে পারে । তো চলুন কিভাবে আপনার ড্রাইভ থেকে ডাউনলোডকৃত সফটওয়্যারটি ইন্সটল করবেন । সব প্রসেস স্টেপ বাই স্টেপ নীচে আলোচনা করা হলো।
১ নাম্বার স্টেপঃ ফাইল লোকেশন বের করুন যেমন নিচে দেখানো হলোঃ
২ নাম্বার স্টেপঃ সফটওয়্যার এর উপরে ডাবল ক্লিক করুন কিংবা রাইট বাটন ক্লিক করে ওপেন করুন।ওপেন করার পর এখানে চেক মার্ক কে সাইন দিতে হবে তারপর ইনস্টল বাটনে ক্লিক করতে হবে ।
৩ নাম্বার স্টেপঃ তারপর সেটআপ প্রগ্রেস দেখাবে কিছুক্ষণ অপেক্ষা করবেন ।
৪ নাম্বার স্টেপঃ তারপর ইন্সটলেশন সাকসেসফুল কমপ্লিট দেখাবে । তখন বুঝে নিতে হবে আপনার কাঙ্খিত সফটওয়্যার টি ইন্সটল করা সাকসেস ।
এখন আমাদের কাজ সফটওয়্যার টি ওপেন করে । সফটওয়্যার এর দারুন দারুন ফিচার উপভোগ করা। এই সফটওয়্যার দ্বারা পৃথিবীর যেকোন ভিডিও প্লাটফর্মের এইচডি রেজুলেশনের সর্বোচ্চ এইচডি HD রেজুলেশনের ভিডিও আমরা ডাউনলোড করতে পারব কোন প্রকার ঝামেলা ছাড়া । সর্বনিম্ন বিষয়টা হচ্ছে আপনি ৩৬০ পিক্সেল থেকে শুরু করে ।
8k রেজুলেশন এর ভিডিও ডাউনলোড করতে পারবেন। এর পরের স্টেপে আপনাদের আমি দেখাবো । সফটওয়্যার এর মাধ্যমে কিভাবে আপনি HD রেজুলেশনের ভিডিওগুলো ডাউনলোড করবেন সব টিচার নিয়ে আমরা পরবর্তী শিরোনামে দেখিয়েছি ।
কিভাবে 4k এবং 8k ভিডিও ডাউনলোড করব শর্টকাটে
এখন আপনাদের দেখাবো কিভাবে আপনি ওই সফটওয়্যার এর ভিতরে প্রবেশ করে আপনি । যেকোন ভিডিও এইচডি রেজুলেশনে ডাউনলোড করবেন । তো সর্বপ্রথম আপনাদের একটা কথা বলে নেই । আপনি এই সফটওয়্যার এর ভিতরে থেকেই ইউটিউব ব্রাউজ করতে পারবেন । এই সফটওয়্যার এর ভিতরে আপনি ফেসবুক ব্রাউজ করতে পারবেন ।
এবং যত ধরনের ব্রাউজিং সাইট রয়েছে সবকিছু সাইটে ব্রাউজ করতে পারবেন । তো প্রথমে আমি দেখাবো কিভাবে আপনি ব্রাউজ করে ভিডিও গুলো ডাউনলোড করবেন । এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে আপনি চাইলে প্লেলিস্ট সম্পূর্ণটাই একবারে ডাউনলোড করে নিতে পারবেন ।
এরকম ফিচার অন্য কোন সফটওয়্যার দিয়ে থাকে না । তো চলুন ব্রাউজিং করে কিভাবে আমরা ডাউনলোড করব ভিডিও তা দেখে নেই স্টেপ বাই স্টেপ ।
১ নাম্বার স্টেপঃ আমরা প্রথমে ইউটিউব ব্রাউজ করব ইউটিউব ভিডিও ডাউনলোড করব ।
২ নাম্বার স্টেপঃ আর হ্যাঁ আপনাদের আরেকটি বিষয় জানাতে ভুলে গিয়েছি সেটি হচ্ছে টপ মেনুতে কিছু অপশন আছে ওখানে আপনি । দেখে নিতে পারবেন আপনি কত রেজুলেশনে ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন এবং সেটি অডিও কিংবা ভিডিও ।
আপনি চাইলে অডিও ডাউনলোড করতে পারবেন ।তারপর কোয়ালিটি দেওয়া আছে কোয়ালিটি থেকে আপনি যেকোনো ধরনের রেজুলেশন সিলেক্ট করতে পারবেন আমি সংক্ষেপে কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি । আপনারা চাইলে বাকিগুলো নিজে নিজেই দেখতে পারবেন ।
এখানে লাল মার্ক করে দেখানো আছে কয় ধরনের কোয়ালিটি আছে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কোয়ালিটি বেছে নিতে পারবেন । তো আমি আপনাদের সর্বোচ্চ ৮কে রেজুলেশন এর ভিডিও ডাউনলোড করে দেখাবো ।
৩ নাম্বার স্টেপঃ আমরা ইউটিউবে সার্চ করলাম 8K Video লিখে । তারপর আমরা শর্টকাট একটা ভিডিও সিলেক্ট করলাম ওই ভিডিওটি আমরা ডাউনলোড করব ।
৪ নাম্বার স্টেপঃ ভিডিওটি প্লে করবেন করার পর নিচে সবুজ বাটনের ডাউনলোড লেখা থাকবে ওখানে ক্লিক করবেন ।
৫ নাম্বার স্টেপঃ অবশেষে ভিডিওটি ডাউনলোড করা হয়ে গিয়েছে এখন আপনার কাজ হচ্ছে । ওপেন ফাইল লোকেশনে গিয়ে ভিডিওটি প্লে করে দেখা ।
আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি সেটি হচ্ছে আপনি দিনের মধ্যে ৩০ টি ভিডিও ডাউনলোড করতে পারবেন ফ্রিতে । তার বেশি একদিনে ডাউনলোড করতে পারবেন না । এবং ৩০ টি বেশি যদি আনলিমিটেড ভিডিও ডাউনলোড করতে চান তার জন্য আপনাকে প্রিমিয়াম প্যাকেজ কিনতে হবে ।আশা করি 4k এবং 8k Ultra ভিডিও ডাউনলোড করার বিষয়টুকু জানতে পেরেছেন ।
কিভাবে অ্যান্ড্রয়েড ফোনে 4k এবং 8k ভিডিও ডাউনলোড করব
আমরা এর আগে দেখিয়েছি যে আপনি ডেস্কটপ কিংবা ল্যাপটপ বা নোটবুক এবং ট্যাবে কিভাবে 4k এবং 8k Ultra ভিডিও ডাউনলোড করবেন । এখন আমরা আপনাদের দেখাবো যে এন্ড্রয়েড ফোনে কিভাবে এই একই নিয়মে এইচডি রেজুলেশন এর ভিডিও ডাউনলোড করবেন ।
তো চলুন শুরু করা যাক । প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে । আমাদের দেওয়া এই লিংকে ক্লিক করে আপনাকে অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে কিভাবে ডাউনলোড করবেন চলুন শুরু করা যাক । স্টেপ বাই স্টেপ নিচে দেখানো হলো ।
১ নাম্বার স্টেপঃ প্রথমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের ব্রাউজার এ চলে যাবেন আমাদের দেওয়া লিংকটি কপি করবেন কিংবা সরাসরি লিঙ্গের উপর ক্লিক করলেও চলে যাবে ।
4K & 8K Video Downloader Apk - Download Link - Go To Ur Play store Then Search Here 4k Video Downloader.
লিংকে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে নিবেন নেওয়ার পর দুই নাম্বার স্টেপে দেখানো হলো ।
২ নাম্বার স্টেপঃ ওপেন এ ক্লিক করার পর ইনস্টল এ ক্লিক করুন
৩ নাম্বার স্টেপঃ ইনস্টল প্রসেস শুরু হয়ে যাবে ।
৪ নাম্বার স্টেপঃ তারপর আপনি ওপেনে ক্লিক করে অ্যাপসটি ওপেন করবেন ।
৫ নাম্বার স্টেপঃ তারপর যে কয়টা স্টেপ আসবে সবগুলো Allow করে দিবেন ।
৬ নাম্বার স্টেপঃ তারপরের কাজ হচ্ছে আপনার ইউটিউব অ্যাপসে চলে যাবেন যাওয়ার পর ইউটিউব থেকে আপনি মনের মত করে পছন্দমত আপনার 4k হোক কিংবা 8k হোক সেই ভিডিওর লিংক কপি করে নিবেন । কপি করে নেওয়ার পর আপনি আবার ওই অ্যাপস এ চলে যাবেন।
যাওয়ার পর এপসের সবার নিচে দেখবেন সবুজ বাটনের ভেতর পেস্ট লিংক একটা অপশন থাকবে ওই অপশনে ক্লিক করে দিবেন । তাহলে আপনার ভিডিও ডাউনলোড স্টার্ট হয়ে যাবে । অটোমেটিকলি আপনার ভিডিওর লিংক পেস্ট এ ক্লিক করার সাথে সাথে ডাউনলোড শুরু হয়ে যাবে ।
লিঙ্ক পেট করার পর নিচের স্ক্রিনশটে দেখানো হলো কিভাবে ভিডিও ডাউনলোড শো করবে ।
আপনি চাইলে রেজুলেশন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন উপরে সেটিংস একটা অপশন আছে ওই অপশনে ক্লিক করে আপনি ওখানে সবকিছু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন কোন সমস্যা নেই । তা বাদেও যদি আপনাদের কোন সমস্যা হয়ে থাকে কোন প্রকার ঝামেলা হয়ে থাকে তাহলে ।
অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই প্রকার সমস্যা ওখানে সমস্যা । আমরা অবশ্যই পরবর্তী আর্টিকেলে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব । আমরা অলটাইম আপনাদের তথ্য দেওয়ার জন্য প্রস্তুত আছি শুধু আপনারা জানাবেন কি জানতে চান ।
লেখকের শেষ মন্তব্য
তো প্রিয় পাঠক, আজকে এই আর্টিকেলে আপনাদের সম্পূর্ণ লাইফ টাইম কিভাবে একটা সফটওয়্যার এর মাধ্যমে 4k এবং 8k Ultra ভিডিও ডাউনলোড করবেন কোন প্রকার ঝামেলা ছাড়া । সম্পূর্ণটা দেখিয়ে দিয়েছি । এরকম আরো দারুন ট্রিকস পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট প্রতিনিয়ত ভিজিট করবেন।এবং আপনার যদি কোন কিছু পার্সোনালি ভাবে জানার থেকে থাকে ।
তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন । আমরা অবশ্যই আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব । আমরা সব সময় পাঠকদের সঠিক তথ্য দিয়ে থাকি যেন তারা উপকৃত হতে পারে এবং কিছু শিখতে পারে ।
আপনি যদি এই আর্টিকেল থেকে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন । যাতে করে তারাও যেন এ বিষয়টি জানতে পারে । ধন্যবাদ ।
এই ওয়েবসাইটের নিতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url